Shilpa Shetty: পর্নকাণ্ডে স্বামীর জেলের পর স্বমহিমায় সোশ্যাল মিডিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি! ছবির সঙ্গে দুরন্ত বার্তা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্বামী রাজের গ্রেফতারিতে (Raj Kundra arrest) তাঁর ইমেজও (Shilpa Shetty) যে চরম ধাক্কা খেয়েছে, তা বলা যায়৷ যে কারণে শিল্পাও চলে গিয়েছিলেন সকলের চোখের আড়ালে৷
#মুম্বই: স্বমহিমায় ফিরলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty in action)৷ স্বামী রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে (Raj Kundra porn case arrest) গ্রেফতারের পর থেকে তিনি কিছুটা গোপনীয়তা বজায় রেখেছিলেন৷ জনসমক্ষে আসছিলেন না৷ সোশ্যাল মিডিয়ায়ও (Shilpa Shetty post picture in instagram) তিনি ছিলেন অনুপস্থিত৷ দীর্ঘ ১ মাস তাঁকে দেখা যায়নি জনপ্রিয় নাচের মঞ্চে বিচারকের ভূমিকায়৷ আবার তিনি ফিরলেন নিজের কাজে৷ বসলেন বিচারকের আসনে (Super Dancer Chapter 4)৷ এবং তারপরই উল্লেখযোগ্য একটি বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করলেন শিল্পা শেট্টি৷ যা খুবই প্রশংসা কুড়িয়েছে ভক্তদের৷
শিল্পার স্বামী পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার হন৷ হাজতবাসও করতে হয় তাঁকে৷ এরপর সপ্তাহখানেক তিনি মুক্তি পেয়েছেন বম্বে হাইকোর্টের নির্দেশে৷ এরপরও চলবে তাঁর জামিনের শুনানি৷ আর এই গোটা ঘটনায় মুখ পুড়েছে স্ত্রী শিল্পার৷ বিভিন্নভাবে তাঁকেও হেনস্থা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন অভিনেত্রী৷ পুলিশের কাছে জেরায় তিনি জানিয়েছিলেন যে, তাঁর স্বামী কোনও পর্নোগ্রাফি তৈরি করেননি৷ যা তৈরি হয়েছিল তা হল কামধর্মী ছবি৷ যা আকছাড় ওটিটি-তে দেখা যায়৷ এমনই দাবি ছিল শিল্পার৷ তবে স্বামী রাজের গ্রেফতারিতে তাঁর ইমেজও যে চরম ধাক্কা খেয়েছে, তা বলা যায়৷ যে কারণে শিল্পাও চলে গিয়েছিলেন সকলের চোখের আড়ালে৷
advertisement
advertisement
advertisement
তবে মাস খানেক পর তিনি ফিরে এলেন নাচে শোয়ের বিচারকের ভূমিকায়৷ এক প্রতিযোগীর জন্য তিনি কঞ্জক পুজোও করলেন শোয়ে৷ এবং এরপরই শিল্পা দিলেন উল্লেখযোগ্য বার্তা৷ শিল্পা লিখলেন, কোনও শক্তিই নারীর ক্ষমতাকে দমিয়ে দিতে পারে না৷ তাঁকে সমর্থন জানালেন অভিষেক বচ্চন,সুজান খান, জ্যাকলিন৷ সবাই তাঁর এই পোস্টে কমেন্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা রয়েছেন শিল্পার পাশে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2021 11:33 AM IST