#মুম্বই: ২৭ মে (27 May)শাহরুখ পুত্র আবরামের জন্মদিন (AbRam Birthday)৷ বাদশাহের পরিবারে আবরাম হল ছোটে নবাব! তাই তার আদরের শেষ নেই৷ মা- বাবা তো আছেনই, সঙ্গে দাদা ও দিদির চোখের মণি ছোট্ট আবরাম৷ দেখতেও যেমন মিষ্টি, স্বভাবেও বেশ শান্ত শাহরুখের ছোট ছেলে (Shahrukh Khan Son)৷ সব ব্যাপারে খুবই উৎসাহী সে৷ তাই তো বাবা শাহরুখের সঙ্গে প্রায় সব সময় দেখা যায় তাকে৷ কিছু না কিছু শিখতে থাকে বা দেখে বোঝার চেষ্টা করে আবরাম৷ আবরামের জন্মদিনে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার (AbRam Birthday post social media) বন্যা বইছে৷ তবে সব থেকে বেশি নজর কেড়েছেন দিদি সুহানার আদুরে পোস্ট (Suhana Khan wishes brother AbRam on birthday)৷
আপাতত সুহানা নেই মন্নতে৷ তিনি রয়েছেন নিউ ইয়র্কে৷ সেখানে পড়াশুনা করছেন তিনি৷ তবে সেখান থেকে ভাইয়ের জন্মদিনে পুরনো ভিডিও পোস্ট করেছেন সুহানা৷ খুবই মিষ্টি সেই ভিডিও৷ দেখা গিয়েছে দুই ভাই বোন রয়েছেন পুল পাড়ে বসে৷ দু’জনেই স্যুইমিল পুলে স্নানের মজা নিচ্ছেন৷ তারপর ভাই পুল থেকে উঠে দিদির গালে মুষ্টি করে চুমু খেল (Viral video Suhana Khan)৷ যা দেখে সত্যিই যেন মন ভরে যায়৷ ভাই বোনের এমন মিষ্টি সম্পর্ক সব সময় বজায় থাকুক৷ সঙ্গে দারুণ থাকুক আবরাম, জন্মদিনের অনেক শুভেচ্ছা৷
এই পোস্টটি যদিও সুহানার একটি ফ্যানগ্রুপ থেকে করা হয়েছে৷Most cutest kid in the world #AbRamKhan #HappyBirthdayAbRamKhan pic.twitter.com/tUU3Hc2lLj
— HBD Cutie pie (AbRam Khan) (@SRKsZahiba) May 27, 2021
Here's wishing the little prince, #AbRamKhan on his 8th Birthday. Have a great year ahead and lead a great life and make your parents proud. @iamsrk @gaurikhan pic.twitter.com/UHo3pg2QPm
— Arghasrkian Das™(Mask Up ) (@Arghasrkian) May 27, 2021
Here's wishing our cute little prince #AbRamKhan a very Happy Birthday
— Team SRK Mumbai (@teamsrkmumbaifc) May 26, 2021
Happy 8th!@iamsrk @gaurikhan#HappyBirthdayAbRam #SRK #Bollywood #ShahRukhKhan #AbRam pic.twitter.com/5PpuyHVVpS
সুহানার পোস্ট নিয়ে সব সময়ই আলোচনা হয়৷ তাঁর নিজের জন্মদিনের বিশেষ পোস্ট হোক বা ভাইয়ের জন্মদিনের পোস্ট, সবেতেই এগিয়ে তিনি৷ তাই তো আবরামের জন্মদিনে এমন সুন্দর একটি পোস্ট করলেন দিদি৷ করোনার সময়, চারিদিকে খারাপ খবরে মন ভারাক্রান্ত সকলের৷ তার মধ্যে এই ধরণের ভিডিও দেখলে সত্যিই মন ভাল হয়ে যায়৷ তবে শুধু সুহানা নন, শাহরুখ ভক্তরাও বেশ কিছু সুন্দর পোস্ট করেছেন আবরামকে নিয়ে৷ করবেন নাই বা কেন, আবরামের মধ্যেই যেন ছোট্ট শাহরুখকে খুঁজে পান সকলে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AbRam, Suhana Khan