AbRam Birthday: শাহরুখ পুত্র AbRam-র জন্মদিন, স্যুইম সুটে দিদিকে আদুরে চুমু ভাইয়ের

Last Updated:

পুল থেকে উঠে দিদির গালে মুষ্টি করে চুমু খেল আবরাম(Viral video Suhana Khan)৷

#মুম্বই: ২৭ মে (27 May)শাহরুখ পুত্র আবরামের জন্মদিন (AbRam Birthday)৷ বাদশাহের পরিবারে আবরাম হল ছোটে নবাব! তাই তার আদরের শেষ নেই৷ মা- বাবা তো আছেনই, সঙ্গে দাদা ও দিদির চোখের মণি ছোট্ট আবরাম৷ দেখতেও যেমন মিষ্টি, স্বভাবেও বেশ শান্ত শাহরুখের ছোট ছেলে (Shahrukh Khan Son)৷ সব ব্যাপারে খুবই উৎসাহী সে৷ তাই তো বাবা শাহরুখের সঙ্গে প্রায় সব সময় দেখা যায় তাকে৷ কিছু না কিছু শিখতে থাকে বা দেখে বোঝার চেষ্টা করে আবরাম৷ আবরামের জন্মদিনে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার (AbRam Birthday post social media) বন্যা বইছে৷ তবে সব থেকে বেশি নজর কেড়েছেন দিদি সুহানার আদুরে পোস্ট (Suhana Khan wishes brother AbRam on birthday)৷
আপাতত সুহানা নেই মন্নতে৷ তিনি রয়েছেন নিউ ইয়র্কে৷ সেখানে পড়াশুনা করছেন তিনি৷ তবে সেখান থেকে ভাইয়ের জন্মদিনে পুরনো ভিডিও পোস্ট করেছেন সুহানা৷ খুবই মিষ্টি সেই ভিডিও৷ দেখা গিয়েছে দুই ভাই বোন রয়েছেন পুল পাড়ে বসে৷ দু’জনেই স্যুইমিল পুলে স্নানের মজা নিচ্ছেন৷ তারপর ভাই পুল থেকে উঠে দিদির গালে মুষ্টি করে চুমু খেল (Viral video Suhana Khan)৷ যা দেখে সত্যিই যেন মন ভরে যায়৷ ভাই বোনের এমন মিষ্টি সম্পর্ক সব সময় বজায় থাকুক৷ সঙ্গে দারুণ থাকুক আবরাম, জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ এই পোস্টটি যদিও সুহানার একটি ফ্যানগ্রুপ থেকে করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
সুহানার পোস্ট নিয়ে সব সময়ই আলোচনা হয়৷ তাঁর নিজের জন্মদিনের বিশেষ পোস্ট হোক বা ভাইয়ের জন্মদিনের পোস্ট, সবেতেই এগিয়ে তিনি৷ তাই তো আবরামের জন্মদিনে এমন সুন্দর একটি পোস্ট করলেন দিদি৷ করোনার সময়, চারিদিকে খারাপ খবরে মন ভারাক্রান্ত সকলের৷ তার মধ্যে এই ধরণের ভিডিও দেখলে সত্যিই মন ভাল হয়ে যায়৷ তবে শুধু সুহানা নন, শাহরুখ ভক্তরাও বেশ কিছু সুন্দর পোস্ট করেছেন আবরামকে নিয়ে৷ করবেন নাই বা কেন, আবরামের মধ্যেই যেন ছোট্ট শাহরুখকে খুঁজে পান সকলে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
AbRam Birthday: শাহরুখ পুত্র AbRam-র জন্মদিন, স্যুইম সুটে দিদিকে আদুরে চুমু ভাইয়ের
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement