Sara Ali Khan: ঘর সাজানো খুবই খাটুনির, একটু কাজ করেই মাটিতেই বসে পড়লেন নায়িকা!

Last Updated:

কিন্তু বাড়িতে বসে থাকার অভ্যাস অনেক দিল হল চিড় খেয়েছে সারার।

#মুম্বই: দিনকয়েক বাইরে কোথাও থেকে বেরিয়ে এলে ঘরে ফিরে সাধারণত কী করে থাকেন মানুষজন? ঘরটা তাঁদের একটু হলেও গুছিয়ে নিতে হয়! কেন না, এই কয়েক দিন না থাকার দরুণ যে অবহেলা হয় ঘরের, সেটা একটু ঠিকঠাক করে নিতে হয়। দেখা গেল যে এই ব্যাপারে সাধারণ মানুষ এবং সেলিব্রিটি কন্যা হয়েও সারা আলি খানের (Sara Ali Khan) মধ্যে কোনও তফাত নেই। দিন কয়েক আগেই তিনি মা অমৃতা সিং (Amrita Singh), ভাই ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) আর কিছু বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। মুম্বইয়ের বাড়িতে ফিরে এসে এবার তাই ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি।
advertisement
advertisement
অবশ্য, সারা তাঁর এই ঘরের কাজে মন দেওয়ার একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গীও তুলে ধরেছেন। আমরা সবাই জানি যে কোভিড ১৯-এর দ্বিতীয় ঝাপটায় মহারাষ্ট্রের বেশ খারাপ অবস্থা, ইতিমধ্যেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লকডাউন এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি ঠিকই, কিন্তু ব্যাপারটা প্রায় সেই রকমই- বাড়ি থেকে তো আর কোথাও বেরোনোর উপায় নেই। আড্ডা দেওয়ার জায়গাগুলোও থাকবে বন্ধ, অন্য দিকে তালা পড়ে গিয়েছে বলিউডের নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা শ্যুটিং ফ্লোরেও।
advertisement
advertisement
কিন্তু বাড়িতে বসে থাকার অভ্যাস অনেক দিল হল চিড় খেয়েছে সারার। বেশ কয়ে বছর ধরেই তাঁর নাম উঠে গিয়েছে বলিউডের ব্যস্ত নায়িকাদের খাতায়, ফলে শ্যুটিংয়ের জন্য তিনি বাড়িতে থাকার তেমন সুযোগই পান না। সঙ্গে আছে নানা ফ্যাশন শো, বিজ্ঞাপনের কাজ, ছবি প্রচারের কাজ। এই সব থেকে সময় বের করতে পারলে বাড়ির একঘেয়ে পরিবেশে থাকতে পছন্দ করেন না নায়িকা, মা আর ভাইয়ের সঙ্গে কোথাও একটা বেড়াতে চলে যান। এবার যেমন গিয়েছিলেন কাশ্মীরে।
advertisement
কিন্তু ফিরে এসে ঘরবন্দী হয়ে যাওয়া ছাড়া উপায় নেই! তাই বাড়ির একেয়ে পরিবেশ দূর রতে হলে সবাই যা করেন, সেই পথেই হাঁটলেন সারাও- তিনি ঘর গোছগাছ এবং তা নতুন করে সাজানোয় মন দিলেন। মন দিলেন সোফার কভার বদলানোয়। যাতে আসবাবগুলোও দেখতে নতুন লাগে, একটা তরতাজা ভাব আসে, বাড়িতে থাকতে ভালো লাগে। কিন্তু ঘরের কাজ করে অভ্যস্ত নন সারা, ফলে স্বাভাবিক ভাবেই তিনি ক্লান্ত হয়ে বসে পড়েছেন কার্পেটের উপরে মাটিতে। তবে মুখে রয়েছে তৃপ্তির হাসি, কাশ্মীরের আকাশের নীল যেন ঘরে বন্দী করতে সক্ষম হয়েছেন তিনি!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan: ঘর সাজানো খুবই খাটুনির, একটু কাজ করেই মাটিতেই বসে পড়লেন নায়িকা!
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement