• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ের পর বাড়িতে রণবীরের কী হাল হয়েছে, দেখুন ভিডিও

বিয়ের পর বাড়িতে রণবীরের কী হাল হয়েছে, দেখুন ভিডিও

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

সম্প্রতি ‘সিম্বা’-র ট্রেলর লঞ্জে এসে কী বলেন নায়ক, দেখুন ভিডিওতে ৷

 • Share this:

  #মুম্বই: মহা-সমারোহে বিবাহপর্ব মিটেছে ৷ দেশ-বিদেশ কিছুই বাদ যায়নি তাতে ৷ ইতালির লেক কোমো হৃদের পাশে দীপিকা পাড়ুকোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রণবীর সিং ৷ তারপর দেশে ফিরে একের পর এক রিসেপশন ৷ সবটাই ছিল একেবারে স্বপ্নের মতো সুন্দর ৷ ছবির মতো পারফেক্ট ৷ এই মুহূর্তে দেশের ‘হট অ্যান্ড হ্যাপনিং’ কাপলদের মধ্যে দীপ-বীর জুটি নিসঃন্দেহে অন্যতম ৷ কিন্তু বিয়ের প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পরেই শুরু হয় আসল সংসার জীবন ৷ সেখানে থাকে নানান চড়াই-উতরাই ৷ অম্ল-মধুর স্মৃতিরা সহবাস করে ৷ বিয়ের পর পারস্পরিক বোঝাপড়াটাই মুখ্য হয়ে দাঁড়ায় ৷ কিন্তু রণবীর-দীপিকা তো আর সাধারণ দম্পতি নন ৷ তাঁদের বিয়ে ঘিরে উদ্বেল হয়েছিল গোটা দেশ ৷ তাঁদের সংসার জীবনটা কেমন ? বিয়ের পর কেমন কাটছে দীপ-বীরের জীবন ? লাইফস্টাইলে কি এবার বদল এল ? কে বেশি মানিয়ে চলেন? সংসারের রাশই বা কার হাতে? এই উত্তরের খানিকটা আভাস দিলেন স্বয়ং রণবীর ৷ সম্প্রতি ‘সিম্বা’-র ট্রেলর লঞ্জে এসে কী বলেন নায়ক, দেখুন ভিডিওতে ৷

  First published: