Raj Kundra Porn Case: জামিন পেলেই নীরব-মেহুলের মতো বিদেশের পালাতে পারেন রাজ কুন্দ্রা, আশঙ্কা মুম্বই পুলিশের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মুম্বই পুলিশ আদালতে রাজ কুন্দ্রার (Raj Kundra Bail case) জামিন আবেদনের বিরোধিতা করে বলেছে যে, রাজ জামিন পেলে সমাজের কাছে ভুল বার্তা যাবে।
#মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী (Shilpa Shetty Husband Raj Kundra) রাজ কুন্দ্রা আদালতে জামিনের আবেদন করেছেন৷ পর্ন ফিল্ম (Raj Kundra Porn Films) তৈরির অভিযোগে গ্রেফতার রাজের জামিনের আবেদনের বিরোধিতা করেছে মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে যে, আশঙ্কা রয়েছে যে যদি রাজ কুন্দ্রা জামিন পান, তিনিও নীরব মোদী এবং মেহুল চোকসির মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। রাজের কাছে ব্রিটেনের (Raj Kundra Britain citizen) নাগরিকত্ব থাকায় পুলিশের এমন মত। এই নিয়ে পরবর্তী শুনানি ২০ অগাস্ট৷
মুম্বই পুলিশ আদালতে রাজ কুন্দ্রার জামিন (Raj Kundra Bail Rejected) আবেদনের বিরোধিতা করে বলেছে যে, রাজ জামিন পেলে সমাজের কাছে ভুল বার্তা যাবে। একই সাথে, এই আশঙ্কাও থাকবে যে সে আবার এমন অপরাধ করবে। এপ্রিল মাসে চার্জশিট পেশ করেছে পুলিশ৷ চার্জশিট বা এফআইআরে রাজের নাম নেই, জামিনের আবেদনে সেটা জানানো হয়েছে৷ এমনকী যাদের নাম চার্জশিটে রয়েছে, তারা সকলেই জামিন পেয়ে গিয়েছেন৷ এসব তথ্য তুলে ধরা হয়েছে রাজের জামিনের আবেদনে৷
advertisement
advertisement
রাজ কুন্দ্রার আবেদনে বলা হয়েছে যে পুরো বিষয়টি অনুমানের উপর ভিত্তি করে করা এবং বাতিল করা উচিত। ম্যাজিস্ট্রেট বুঝতে ব্যর্থ হন যে আবেদনকারীর বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ হয়েছে সেই ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য সামনে আসেনি৷ এই আবেদনের জবাবে মুম্বই পুলিশ বলেছে যে এই অপরাধ গুরুতর প্রকৃতির। বানানো সব ভিডিও কোথায় আপলোড করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।
advertisement
পুলিশ আদালতকে জানিয়েছে যে অভিযুক্তকে জামিন দেওয়া হলে তিনি এই ধরনের আপত্তিকর ভিডিও আপলোড করে তার অপরাধ চালিয়ে যেতে পারেন। এটি সাধারণ জনমানসে এবং সংস্কৃতিতে প্রভাব ফেলবে৷ পুলিশ আরও বলেছে যে রাজ কুন্দ্রা এই মামলার অভিযুক্ত প্রদীপ বক্সীর সঙ্গে সম্পর্কিত। এমনকি তিনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং পরে তদন্ত এড়িয়ে যান।
advertisement
পুলিশ আদালতকে জানিয়েছে যে, রাজ কুন্দ্রা যদি জামিন পান, তাহলে তিনিও ব্রিটিশ নাগরিক হওয়ার কারণে দেশ ছেড়ে পালাতে পারেন। এর পাশাপাশি, মঙ্গলবার, পর্ন মামলায় মুম্বই পুলিশের দায়ের করা মামলায় রাজ কুন্দ্রার আগাম জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2021 12:10 PM IST