Bigg Boss OTT Launch Highlights: জনপ্রিয় প্রতিযোগীদের নিয়ে নতুন চমক দিতে প্রস্তুত বিগ বস ১৫! কী হতে চলেছে এবার?

Last Updated:

বিগ বস ১৫-তে এবারে সব মুখই প্রায় দর্শকদের চেনা। বেশিরভাগ প্রতিযোগীরাই স্যোশাল মিডিয়া বা টিভির পরিচিত মুখ।

#Bigg Boss OTT: গত বছরের কোভিড মহামারীর পর একেবারে নতুন অবতারে শুরু হচ্ছে বিগ বস সিজন ১৫। যার নাম দেওয়া হয়েছে Bigg Boss OTT। বলিউডের পরিচালক করণ জোহরের ( Karan Johar) ডিজিটাল রিয়েলিটি শোয়ের প্রথম ১৩ জন প্রতিযোগীরা সরাসরি বিগ বসে প্রবেশের ছাড়পত্র পাবেন। এই প্রতিযোগীরা হলেন নেহা বাসিন (Neha Bhasin), রাকেশ বাপাত (Raqesh Bapat), সমিতা শেট্টি (Shamita Shetty), জিশান খান (Zeeshan Khan), রিধিমা পণ্ডিত (Ridhima Pandit), করণ নাথ (Karan Nath), উর্ফি জাভেদ (Urfi Javed), দিব্যা আগরওয়াল (Divya Agarwal), অক্ষরা সিং (Akshara Singh), প্রতীক শেহেজপাল (Pratik Sehejpal), নিশান্ত ভাট (Nishant Bhatt), মুস্কান জাটনা ( Muskaan Jattana) এবং মিলিন্দ গাবা ( Milind Gaba)।
করণ জানিয়েছেন, এবারে বিগবসের থিম হবে “stay connected", মহিলা প্রতিযোগীরা তাঁদের পছন্দ অনুযায়ী একজন পুরুষ প্রতিযোগীকে পার্টনার হিসেবে সিলেক্ট করতে পারবেন। বিগ বস সূত্রে খবর, অভিনেত্রী সমিতার পছন্দ রাকেশ বাপাত, নেহা এবং মিলিন্দ, উর্ফি এবং জিশান নিজেদের মধ্যে পার্টনারশিপে রাজী। অন্যদিকে, মুস্কান এবং নিশান্ত, ভোজপুরী অভিনেত্রী অক্ষরা এবং প্রতীক, রিধিমা এবং করণ একে অপরকে পার্টনার হিসেবে বেঁছে নিয়েছেন।
advertisement
advertisement
বিগ বস ১৫-তে সমিতার অংশগ্রহণে অনেকেই অবাক হয়েছেন। সমিতা এর আগে বিগবস ৩-এ অংশ নিয়েছিলেন। অন্যদিকে, পর্ণকাণ্ডে শিল্পার (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতার হওয়ার খবর এখনও প্রচারে রয়েছে। তাই সমিতা নিজেও যে অংশগ্রহণে খানিকটা দ্বিধাগ্রস্থ ছিলেন একথা জানিয়েছেন।
এবারে বিগ বসের শেষ প্রতিযোগী দিব্যা আগরওয়াল। দিব্যা দেরিতে অংশগ্রহণ করার কারণে কোনও কানেকশন বানাতে পারেননি। তাই দিব্যাকে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের এভিকশনে নমিনেশনের জন্য।
advertisement
বিগ বস ১৫-তে এবারে সব মুখই প্রায় দর্শকদের চেনা। বেশিরভাগ প্রতিযোগীরাই স্যোশাল মিডিয়া বা টিভির পরিচিত মুখ। সে কারণে আশা করা যাচ্ছে এবারের লড়াইটাও হবে জমজমাট। বিগ বস ১৫ দেখানো হবে সোম থেকে শুক্র সন্ধে ৭টায় এবং সপ্তাহের শেষে রাত ৮টায় Voot-এ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT Launch Highlights: জনপ্রিয় প্রতিযোগীদের নিয়ে নতুন চমক দিতে প্রস্তুত বিগ বস ১৫! কী হতে চলেছে এবার?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement