#মুম্বই: সৎমেয়ের জন্মদিন৷ কিছুদিন আগেই সেই মেয়েকে নিয়ে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন দিয়া৷ নিজেও তিনি সন্তানসম্ভবা৷ সেই ছবি তিনি পোস্ট করেছেন৷ বিয়ের কয়েকদিনের মধ্যেই তিনি প্রকাশ্যে এনেছেন তাঁর গর্ভাবস্থার ছবি৷ বিয়ের পরপরই গর্ভবতী, তাই নিয়ে ভীষণ ট্রোলডও হয়েছেন অভিনেত্রী৷ দ্বিতীয়বার বিয়ে করেছেন দিয়া৷ পাত্র ব্যবসায়ী বৈভব রেখি৷ তাঁর সঙ্গে এবার সুখে সংসার করতে ঘর বেঁধেছেন অভিনেত্রী দিয়া৷ এবার স্বামীর আগের পক্ষের মেয়ের জন্মদিনে হাসিমুখে কাজ করলেন দিয়া এবং সেখানে উপস্থিত ছিলেন বৈভবের প্রথম পক্ষের স্ত্রীও৷ টেবিলের একদিকে থাকলেন সুনায়না রেখি, অন্যদিকে দিয়া মির্জা৷
বৈভব রেখির মেয়ের সামাইরা ১২ বছরে পা রাখল৷ ঘটা করে হল তার জন্মদিন৷ বাবা বৈভব তো ছিলেন, সঙ্গে ছিলেন তার মা সুনায়না৷ সামাইরা যখন কেক কাটছিলেন তখন তার পাশে ছিলেন তাঁর মা৷ কেক কাটার পর তিনি মেয়েকে আদর করে কেক খাইয়ে দিলেন৷ পাশে দাঁড়িয়ে ছিলেন সামাইরার অনেক বন্ধুবান্ধব৷ সকলে মিলে হাসি মজায় মেতে ছিলেন৷ সৎ মেয়ের জন্মদিনে ছিলেন দিয়া মির্জাও৷ বৈভবের দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ সামাইরার সম্পর্কে মা হন দিয়ে৷ দিয়ার সঙ্গে যে তাঁর সম্পর্ক ভাল, তা বোঝা গিয়েছেন মালদ্বীপে বেড়ানোর ছবি থেকেই৷ তাই মেয়ের জন্মদিনের এই সব মুহূর্তগুলি ক্যামেরা বন্দি করছিলেন দিয়া৷ বহু কাব্যে বা উপন্যাসে সৎ মা বা সৎ মেয়ের সম্পর্ক নিয়ে যে জটিলতা তৈরি হয়, এখানে কিন্তু একেবারেই তেমন কিছু নয়৷ উল্টে সকলে মিলে আনন্দের এক সহবস্থানের ছবিই উঠে এল৷
১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্যবসায়ী বৈভবের সঙ্গে বিয়ে হয় দিয়ার৷ তারপর তাঁদের আসন্ন সন্তানের কথা ঘোষণা করেন অভিনেত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।