১০০কোটি টাকার বিনিময়ে অভিনেত্রীকে কুকুরের সঙ্গে শোওয়ার প্রস্তাব!
Last Updated:
#মুম্বই: #MeToo-র অভিযোগ উঠে আসছে একের পর এক ৷ যৌন হেনস্তার অভিযোগে জেরবার বলিউড ৷ যদিও প্রত্যেক অভিযুক্তই অস্বীকারই করে চলেছেন অভিযোগ শুনে৷
এদেরই মধ্যে সাজিদ খানের বিরুদ্ধে এক নয়, দুই নয়, প্রায় চার-পাঁচজন মহিলারা যৌন হেনস্তার অভিযোগ এনেছেন৷ তাঁদের প্রত্যেকের অভিযোগে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে৷ তাঁদের দাবি অনুযায়ী, সাজিদ প্রত্যেক মহিলাদের নিজের বাড়িতে ডাকেন সাজিদ৷ তাঁর রুমে ঢুকতেই তাঁকে ট্রেডমিলে দেখা যায়৷ সেইখান থেকে নেমে প্রত্যেক মহিলার সঙ্গেই নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন তিনি৷ এরপরই স্ট্রিপ করতে বলেন তাঁদের৷ সাজিদ প্রতিটি অভিযোগ অস্বীকার করলেও এক সময় তিনি স্বীকার করেছিলেন যে মহিলাদের তিনি ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্টের মতো দেখতেন৷
advertisement
সম্প্রতি আরও এক অভিনেত্রীর অভিযোগ জুড়ল এই তালিকায়৷ ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র অভিনেত্রী অহনা কুমরা জানিয়েছেন যে তাঁকে একবার সাজিদ বলেছিলেন একটি কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে ১০০ কোটি টাকা দেবেন৷ সাজিদের বিরুদ্ধে অভিযোগ তুলে অহনা বলেছেন, “এক বছর আগে একটা প্রজেক্টের জন্য সাজিদের বাড়িতে মিটিং অ্যাটেন্ড করতে যাই৷ আমি সাজিদের নোংরা ব্যবহারের কথা জানতাম৷ তাই খানিকটা সচেতন হয়েই ওঁর বাড়িতে গিয়েছিলাম৷”
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলতে থাকেন, “আমি বাইরের ঘরে বসেছিলাম৷ কিন্তু সেইখানে সাজিদের মা বসেছিল বলে আমায় ওঁর ঘরে গিয়ে বসতে বলা হয়৷ সাজিদ বলেছিল ওঁ চায় না ওঁর মায়ের কোনও অসুবিধা হোক৷ সাজিদের ঘরে ঢুকেই দেখি হালকা একটা আলো জ্বলছিল৷ কথা বলতে বলতে হঠাৎ আমায় সাজিদ জিজ্ঞেস করে যদি ওঁ আমায় ১০০ কোটি টাকা দেয় তাহলে আমি কোনও কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হব কিনা৷ সাজিদ চাইছিল আমি ওঁর এই নোংরা ধরণের ঠাট্টাতে হাসাহাসি করি৷ যেটা আমি করিনি৷” নায়িকা এও জানিয়েছেন যে সাজিদ তাঁকে অসঙ্গত ভাবে ছোঁয়ার চেষ্টা করেননি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2018 8:24 AM IST