১০০কোটি টাকার বিনিময়ে অভিনেত্রীকে কুকুরের সঙ্গে শোওয়ার প্রস্তাব!

Last Updated:
#মুম্বই: #MeToo-র অভিযোগ উঠে আসছে একের পর এক ৷ যৌন হেনস্তার অভিযোগে জেরবার বলিউড ৷ যদিও প্রত্যেক অভিযুক্তই অস্বীকারই করে চলেছেন অভিযোগ শুনে৷
এদেরই মধ্যে সাজিদ খানের বিরুদ্ধে এক নয়, দুই নয়, প্রায় চার-পাঁচজন মহিলারা যৌন হেনস্তার অভিযোগ এনেছেন৷ তাঁদের প্রত্যেকের অভিযোগে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে৷ তাঁদের দাবি অনুযায়ী, সাজিদ প্রত্যেক মহিলাদের নিজের বাড়িতে ডাকেন সাজিদ৷ তাঁর রুমে ঢুকতেই তাঁকে ট্রেডমিলে দেখা যায়৷ সেইখান থেকে নেমে প্রত্যেক মহিলার সঙ্গেই নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন তিনি৷ এরপরই স্ট্রিপ করতে বলেন তাঁদের৷ সাজিদ প্রতিটি অভিযোগ অস্বীকার করলেও এক সময় তিনি স্বীকার করেছিলেন যে মহিলাদের তিনি ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্টের মতো দেখতেন৷
advertisement
সম্প্রতি আরও এক অভিনেত্রীর অভিযোগ জুড়ল এই তালিকায়৷ ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র অভিনেত্রী অহনা কুমরা জানিয়েছেন যে তাঁকে একবার সাজিদ বলেছিলেন একটি কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে ১০০ কোটি টাকা দেবেন৷ সাজিদের বিরুদ্ধে অভিযোগ তুলে অহনা বলেছেন, “এক বছর আগে একটা প্রজেক্টের জন্য সাজিদের বাড়িতে মিটিং অ্যাটেন্ড করতে যাই৷ আমি সাজিদের নোংরা ব্যবহারের কথা জানতাম৷ তাই খানিকটা সচেতন হয়েই ওঁর বাড়িতে গিয়েছিলাম৷”
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলতে থাকেন, “আমি বাইরের ঘরে বসেছিলাম৷ কিন্তু সেইখানে সাজিদের মা বসেছিল বলে আমায় ওঁর ঘরে গিয়ে বসতে বলা হয়৷ সাজিদ বলেছিল ওঁ চায় না ওঁর মায়ের কোনও অসুবিধা হোক৷ সাজিদের ঘরে ঢুকেই দেখি হালকা একটা আলো জ্বলছিল৷ কথা বলতে বলতে হঠাৎ আমায় সাজিদ জিজ্ঞেস করে যদি ওঁ আমায় ১০০ কোটি টাকা দেয় তাহলে আমি কোনও কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হব কিনা৷ সাজিদ চাইছিল আমি ওঁর এই নোংরা ধরণের ঠাট্টাতে হাসাহাসি করি৷ যেটা আমি করিনি৷” নায়িকা এও জানিয়েছেন যে সাজিদ তাঁকে অসঙ্গত ভাবে ছোঁয়ার চেষ্টা করেননি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
১০০কোটি টাকার বিনিময়ে অভিনেত্রীকে কুকুরের সঙ্গে শোওয়ার প্রস্তাব!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement