#মুম্বই: বলিউডে এবার দেখা যাবে নতুন এক হট জোড়িকে। রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই (Radhe: Your Most Wanted Bhai) ছবির মাধ্যমে জুটি বাঁধছেন দিশা পটানি (Disha Patani) ও সলমন খান (Salman Khan)। স্বভাবতই নতুন এই জুটিকে পেয়ে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা। ইতিমধ্যেই এই সিনেমার গান সিটি মার (Seeti Maar) মুক্তি পেয়েছে নেটমাধ্যমে। যা নিয়ে শুরু হয়েছে নেটাগরিকদের তুমুল চর্চা। গানটি মাত্র ২৪ ঘণ্টায় ৩০ মিলিয়ন ভিউজ পার করেছে। সলমন ও দিশার এই গানটির অরিজিনাল ভার্সনে ছিলেন আল্লু অর্জুন (Allu Arjun) আর পূজা হেগড়ে (Pooja Hegde), সিনেমার নাম ছিল ডিজে: দুব্বারা জগন্নাথম (DJ: Duvvada Jagannadham)। তবে প্রথম থেকে সলমনের গানটিও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।তাই ছবির নির্মাতারা এবার একটি ভিডিও রিলিজ করলেন যেখানে অভিনেতাদের ডান্স স্টেপগুলি তুলে ধরা হয়।
তিন মিনিটের ক্লিপটিতে দেখা যায় প্রভু এবং তাঁর টিম রিহার্সাল করছে সলমন, দিশার সঙ্গে। সলমন এই সিটি মার গানটি নিয়ে বলেন এটি দারুণ ভাবে শ্যুট করা একটি গান যার মধ্যে অনেকগুলি হুক স্টেপ রয়েছে। অভিনেতা বলেন "সব কিছু সম্ভব হয়েছে প্রভু দেবার জন্য"। কোরিওগ্রাফার পরিচালক প্রভু দেবা জানান দিশা নাচে বেশ পারদর্শী, তাই তিনি গানটিতে সাউথ আর হিপ হপের মশালা যোগ করে দেন। অন্য দিকে, অভিনেত্রী দিশা জানান লেজেন্ড প্রভু দেবার সামনে নাচ করা তাঁর কাছে ছিল বিশাল বড় একটা অভিজ্ঞতা। সব শেষে প্রভু দেবা মজা করে বলেন, গানের মধ্যে দিশাকে ডাম্বেলের মতো করে তোলা ছিল সলমনের আইডিয়া, এবং তাঁদেরও এটা বেশ মজার লাগে, পরে এই দৃশ্যটি গানের মধ্যে যোগ করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Disha Patani, Salman Khan