KBC-তে অঘটন! এত বছরে এই প্রথম ভুল প্রশ্ন-উত্তর? প্রযোজক সিদ্ধার্থ বসুর উত্তর...

Last Updated:

Kaun Banega Crorepati 13: এক দর্শকের দাবি যে কৌন বনেগা ক্রোড়পতিতে একটি প্রশ্ন এবং তার উত্তর ভুল দেখানো হয়েছিল৷ তারই উত্তর দিলেন শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু৷

কৌন বনেগা ক্রোড়পতি
কৌন বনেগা ক্রোড়পতি
#মুম্বই: ভুল প্রশ্ন করা হয়েছে কৌন বনেগা ক্রোড়পতিতে? এক দর্শকের এমনই দাবি৷ কৌন বনেগা ক্রোড়পতিতে ১৩-তে (Kaun Banega Crorepati 13) নাকি ঘটেছে এমন অঘটন৷ প্রশ্ন-উত্তর দুটিই ভুল করা হয়েছে৷ এই দাবিতে সরব এক দর্শকের মন্তব্য বেশ ভাইরাল হয়েছে৷ এরপর মুখ খুলতে বাধ্য হয়েছেন শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু Kaun Banega Crorepati Siddhart Basu) ৷ তিনি জানিয়েছেন যে কোনও ভুল করা হয়নি৷
advertisement
প্রতিযোগী দীপ্তি টিউপকে অমিতাভ বচ্চন (KBC Amitabh Bachchan) জিজ্ঞাসা করেন যে, লোকসভা শুরুর নিয়ম কী৷ সঠিক উত্তর প্রশ্ন-উত্তর পর্ব৷ এই প্রশ্নটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি ট্যুইটারে লেখেন যে প্রশ্ন এবং উত্তর ভুল৷ সঠিক উত্তরও তিনি দিয়ে দেন৷ লেখেন যে, লোকসভা শুরু হয় জিরো আওয়ার দিয়ে, রাজ্যসভা শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব দিয়ে৷ এমনকী তিনি অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ বসুকে ট্যাগও করে দেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
এরপরই উত্তর দেন কৌন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati ) প্রযোজক সিদ্ধার্থ বসু৷ তিনি লেখেন যে প্রশ্ন এবং উত্তরে কোনও ভুল নেই৷ লোকসভা এবং রাজ্যসভার হ্যান্ডবুক দেখুন৷ সংসদের দুই কক্ষে প্রশ্ন-উত্তর পর্ব দিয়ে শুরু হয়৷ তারপর হয় জিরো আওয়ার৷ তবে স্পিকার বা চেয়ারম্যানের নির্দেশে তা বদলাতে পারে৷ এই উত্তরের পরেও থেকে থাকেননি ওই ব্যক্তি৷ তিনি তাঁর যুক্তিতে অনড় ছিলেন৷
advertisement
২০০০-এ শুরু হয় কৌন বনেগা ক্রোড়পতি (KBC started 2000) ৷ ২১ বছর ধরে রমরম করে চলছে এই শো৷ পুরস্কার মূল্য হয়েছে ৭ কোটি৷ এর আগে এই সিজনে একবার কটাক্ষ করা হয় কৌন বনেগা ক্রোড়পতিকে৷ বলা হয় যে প্রতিযোগীদের দুঃখের কথা শুনিয়ে আদতে টিআরপি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে৷ তারও উত্তর দেন প্রযোজক৷ তিনি বলেন এমন কোনও উদ্দেশই তাদের নেই৷ নিজের যোগ্যতায় শো দেখতে পছন্দ করেন দর্শকরা, এমনই জানিয়ে দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KBC-তে অঘটন! এত বছরে এই প্রথম ভুল প্রশ্ন-উত্তর? প্রযোজক সিদ্ধার্থ বসুর উত্তর...
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement