Union
Budget 2023

Highlights

হোম /খবর /বিনোদন /
স্ত্রীর ফ্ল্যাটে আর নয়, এবার কি ২২ কোটির বাড়িতেই দীপিকাকে নিয়ে থাকবেন রণবীর?

Deepika Padukone Ranveer Singh Buy luxurious Bungalow in Alibaug: স্ত্রীর ফ্ল্যাটে আর নয়, এবার কি আলিবাগে ২২ কোটির বাড়িতেই দীপিকাকে নিয়ে থাকবেন রণবীর?

আলিবাগে ২২ কোটির বাংলো কিনলেন দীপিকা-রণবীর

আলিবাগে ২২ কোটির বাংলো কিনলেন দীপিকা-রণবীর

স্ত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) কেনা ফ্ল্যাটে বিয়ের পর থেকে থাকেন রণবীর সিং (Ranveer Singh)৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রণবীর সিং-দীপিকা পাড়ুকোন (Ranveer Singh Deepika Padukone) কিনে ফেললেন নিজেদের স্বপ্নের বাড়ি! ২২ কোটি টাকা খরচ করে বিলাশবহুল বাংলো কিনলেন তারকা দম্পতি( luxurious Bungalow in Alibaug)৷ মুম্বই থেকে কিছুটা দূরে আলিবাগে বাড়ি কিনলেন তাঁরা৷ মূলত ছুটি কাটানোর জন্যই মুম্বই থেকে একটু দূরে, শান্ত পরিবেশে এই বাড়ি নিলেন তাঁরা৷ মোটের উপর বাড়ি কেনার কাজ শেষ হয়েছে৷ জানা গিয়েছে আলিবাগে যে সম্পত্তি কিনলেন তাঁরা, তাতে রয়েছে দুটি বিশাল বাংলো, সঙ্গে ছেয়ে রয়েছে প্রচুর নারকেল ও সুপুরি গাছ৷ একেবারে প্রকৃতির কোলে একান্তে সময় কাটাতে বা কখনও বন্ধুদের নিয়ে হৈহুল্লোড় করতেই আলিবাগে ২২ কোটি টাকার দারুণ বাড়ি কিনলেন দীপবীর (DeepVeer)৷

আরও পড়ুন Bold Mouni Roy: শার্টের সবক’টা বোতাম খোলা,নেই অন্তর্বাস! ক্যামেরার সামনে অনায়াসে উপস্থিত অভিনেত্রী মৌনি রায়!

আপাতত তারকা দম্পতি থাকেন মুম্বইয়ে দীপিকার (Deepika Padukone) কেনা ফ্ল্যাটে৷ ২০১০-এ ৪ রুমের দারুণ সুন্দর ও বিলাশবহুল ফ্ল্যাটটি কেনেন দীপিকা পাড়ুকোন৷ বিয়ের পরে সেখানেই স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন রণবীরও (Ranveer Singh)৷ তবে শুধু আলিবাগ নয়, বেঙ্গালুরুতেও একটি বহুমূল্যের সার্ভিস অ্যাপার্টমেন্ট কিনছেন দীপিকা-রণবীর৷ এমনও শোনা গিয়েছে৷ একটি বহুতলে তাঁদের এই অ্যাপার্টমেন্টটির কাজ এখনও চলছে৷ যা হাতে পেতে এখনও কিছুটা দেরি রয়েছে বলেই অনুমান৷

তবে আলিবাগের (Alibaug Bungalow Deepika Ranveer)  বাংলোর জন্য নির্দিষ্ট যা যা কাজ, তা শেষ হয়েছে৷ একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, রেজিস্ট্রার অফিস থেকে বেরিয়ে আসছেন দু’জনে৷ দীপিকার হাত ধরে রয়েছেন রণবীর৷ দীপিকার পরনে সাদা টপ এবং রণবীর পরেছেন হাল্কা বেগুনি হুডি৷ সঙ্গে অবশ্যই মাস্ক পরেছেন তাঁরা৷ দীপিকার কাঁধে সুন্দর একটি ব্যাগ আর রণবীরের চোখে রোদচশমা, একেবার তাঁর স্টাইল মেনেই!

এর আগেই একটি ছবি পোস্ট করে দীপিকা (Deepika Padukone)৷ যেখানে দেখা যায় গাড়ির মধ্যে ঘুমন্ত রণবীরকে (Ranveer Singh)৷ আর দীপিকা লেখেন, সকালে উঠে এই ছবি দেখতে হয় আমায়! এই পোস্টের উত্তরও দেন স্বামী রণবীর৷ আপাতত রণবীর সিং অভিনীত ছবি 83 মুক্তি অপেক্ষায়৷ এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর৷ দীপিকা রয়েছেন কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায়৷

Published by:Pooja Basu
First published:

Tags: Deepika padukone, Ranveer Singh