তিনি আদৌ মহিলা হন! বিস্ফোরক দাবি অভিনেত্রীর

Last Updated:

অ্যালেন পেজ নাম বদলে কানাডার এই অভিনেতা-প্রযোজক এখন এলিয়ট পেজ নামে পরিচিত৷

#লাস ভেগাস: অস্কার মনোনীত এলিয়ট পেজ Elliot Page মঙ্গলবার জানিয়ে দিলেন যে, এতদিন তাঁকে অভিনেত্রী হিসেবে ছবিতে দেখা গেলেও তিনি আদতে ট্রান্সজেন্ডার বা বৃহন্নলা৷ হলিউড ছবি ইনসেপশান, দা আমব্রেলা অ্যাকাডেমি স্টার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে৷ ৩৩ বছর বয়সী অভিনেতা জানান যে নিজের পরিচয় পরিবর্তনের জন্য তাঁকে নাম পাল্টানোর পাশাপাশি আরও অনেক কঠিক পথ পেরোতে হয়েছে৷ যা এলজিবিটি (LGBTQ) সম্প্রদায়ের সাহায্য ছাড়া সম্ভব হত না বলে জানিয়েছে এলিয়ট৷
এলিয়েট বলছেন যে, "অবশেষে নিজের মতো করে বাঁচতে পারছি৷ এটা ভেবেই আমি উৎফুল্ল৷ আমার নিজেস্ব স্বত্তাকে সামনে আনতে পেরে আমি শান্তি পেয়েছি৷ অন্য কোনও পরিচয়ে জীবনে বেঁচে থাকা খুবই কঠিন৷ আমি বহু মানুষকে অনুপ্রারণিত করতে পেরেছি৷ সমাজের ভয়ে যাঁরা নিজেদের পরিচয় গোপন করে থাকেন,আশা করব তাঁরা আমায় দেখে এগিয়ে আসার সাহস দেখাবেন৷ যাঁরা আমায় সাহস জুগিয়েছেন, এগোনের পথ দেখিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ৷ এই পৃথিবী সকলের জন্য, সবাই নিজের মতো করে বাঁচুন, এটাই কাম্য''৷
advertisement
advertisement
advertisement
অ্যালেন পেজ নাম বদলে কানাডার এই অভিনেতা-প্রযোজক এখন এলিয়ট পেজ নামে পরিচিত৷ এলিয়টের এই পদক্ষেপের পর শুভেচ্ছার বন্যায় ভাসছে তাঁর সোশ্যাল পেজগুলি৷ তাঁকে সমর্থন করেছেন প্রচুর মানুষ৷ এলিয়টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে LGBTQ কমিউনিটির সদস্যরা৷ নেটিজেনদের থেকে পেয়েছেন অসংখ্য অভিনন্দন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তিনি আদৌ মহিলা হন! বিস্ফোরক দাবি অভিনেত্রীর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement