#লাস ভেগাস: অস্কার মনোনীত এলিয়ট পেজ Elliot Page মঙ্গলবার জানিয়ে দিলেন যে, এতদিন তাঁকে অভিনেত্রী হিসেবে ছবিতে দেখা গেলেও তিনি আদতে ট্রান্সজেন্ডার বা বৃহন্নলা৷ হলিউড ছবি ইনসেপশান, দা আমব্রেলা অ্যাকাডেমি স্টার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে৷ ৩৩ বছর বয়সী অভিনেতা জানান যে নিজের পরিচয় পরিবর্তনের জন্য তাঁকে নাম পাল্টানোর পাশাপাশি আরও অনেক কঠিক পথ পেরোতে হয়েছে৷ যা এলজিবিটি (LGBTQ) সম্প্রদায়ের সাহায্য ছাড়া সম্ভব হত না বলে জানিয়েছে এলিয়ট৷
এলিয়েট বলছেন যে, "অবশেষে নিজের মতো করে বাঁচতে পারছি৷ এটা ভেবেই আমি উৎফুল্ল৷ আমার নিজেস্ব স্বত্তাকে সামনে আনতে পেরে আমি শান্তি পেয়েছি৷ অন্য কোনও পরিচয়ে জীবনে বেঁচে থাকা খুবই কঠিন৷ আমি বহু মানুষকে অনুপ্রারণিত করতে পেরেছি৷ সমাজের ভয়ে যাঁরা নিজেদের পরিচয় গোপন করে থাকেন,আশা করব তাঁরা আমায় দেখে এগিয়ে আসার সাহস দেখাবেন৷ যাঁরা আমায় সাহস জুগিয়েছেন, এগোনের পথ দেখিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ৷ এই পৃথিবী সকলের জন্য, সবাই নিজের মতো করে বাঁচুন, এটাই কাম্য''৷
— Elliot Page (@TheElliotPage) December 1, 2020
.@TheElliotPage has given us fantastic characters on-screen, and has been an outspoken advocate for all LGBTQ people. Elliot will now be an inspiration to countless trans and non-binary people. We celebrate him. All trans people deserve to be accepted. https://t.co/Ba7HOBgU5G pic.twitter.com/qFR1qG4H6q
— GLAAD (@glaad) December 1, 2020
অ্যালেন পেজ নাম বদলে কানাডার এই অভিনেতা-প্রযোজক এখন এলিয়ট পেজ নামে পরিচিত৷ এলিয়টের এই পদক্ষেপের পর শুভেচ্ছার বন্যায় ভাসছে তাঁর সোশ্যাল পেজগুলি৷ তাঁকে সমর্থন করেছেন প্রচুর মানুষ৷ এলিয়টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে LGBTQ কমিউনিটির সদস্যরা৷ নেটিজেনদের থেকে পেয়েছেন অসংখ্য অভিনন্দন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elliot Page