corona virus btn
corona virus btn
Loading

সিঁথিতে তাঁর অন্যের নামের সিঁদুর, তবুও রণবীর কাপুরের ‘এই’ বিষয়ে আজও একইভাবে আবেগপ্রবণ দীপিকা

সিঁথিতে তাঁর অন্যের নামের সিঁদুর, তবুও রণবীর কাপুরের ‘এই’ বিষয়ে আজও একইভাবে আবেগপ্রবণ দীপিকা
Photo- File

বলিউডের এই সুন্দরী নিজের মতো স্বীকার করলেন এই কথা!!!

  • Share this:

#মুম্বই : রণবীর কাপুর  হয়ে রণবীর সিং - দীপিকা পাড়ুকোনের জীবনে এই দুই রণবীরের উপস্থিতিই খুবই গুরুত্বপূর্ণ ৷ একজন তাঁর প্রাক্তন প্রেমিক আর একজন বর্তমান স্বামী ৷ রণবীর কাপুরের সঙ্গে প্রেমে থাকার সম্পর্ক অনেকদিন আগেই চুকেছে ৷ রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর আজ তিনি তাঁর ঘরণী ৷ দু'জনের দাম্পত্যের সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলের ঘরে ঘরে ৷

তাঁদের ভালোবাসার ঘর থেকে তরুণ সম্প্রদায় প্রেম করতে -ঘর বাঁধতে শিখছে ৷ কিন্তু নিজের পুরনো প্রেমকে কী পুরো ভুলিয়ে দিতে পেরেছেন দীপিকা ৷ তাঁর সাম্প্রতিক এক কমেন্টে বলিউডে ঝড় ৷ তিনি একটি রিয়েলিটি শো -তে বিশেষ বিচারক হিসেবে এসেছিলেন ৷ সেখানেই একজন ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির একটি গান গান ৷ এই গান শুনেই আবেগে ভেসে যান তিনি ৷ প্রাক্তন প্রেমিকের সঙ্গে ব্রেকআপের পরে এই সিনেমায় আবার একসঙ্গে অভিনয় করেছিলেন দু'জন ৷ নিজের লাভলাইফ নিয়ে সবসময়েই ওপেন দীপিকা ৷ রণবীর কাপুরের সঙ্গে প্রেমে থাকাকালীন তিনি যখন টের পান রণবীর তাঁকে ঠকাচ্ছেন তখনই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন ৷ তারপরেই জানিয়েছিলেন যাঁর -তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন না তিনি, যখন একটি মানসিকভাবে একটি সম্পর্কে থাকেন তখনই তিনি নিজের শরীর সেখানে দিতে পারেন ৷ রণবীর তাঁকে ঠকানোয় মুহূর্তও দেরি করেননি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ৷

Photo- File Photo- File

তবে সেই প্রেমিকের বিশেষ কিছু জিনিস যে এখনও তাঁর ভিতরে রয়েছে তা নিজের আরও একবার পরিষ্কার করে দিলেন তিনি ৷ জানিয়ে দিয়েছেন এই গানটি তাঁর হৃদয়ের একেবারে বিশেষ জায়গায় আছে ৷আর এই গানটি শুনলে নিজের আবেগের ওপর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারেন না ৷

আরও পড়ুন - #Viral: ঝড়ের গতিতে ভাইরাল স্বপ্না চৌধুরির লেটেস্ট ডান্স ভিডিও, লাল সালোয়ারে ঠুমকায় হৃদয়ে উঠল তুফান

এদিকে রণবীর এখন ক্যাটরিনা হয়ে আলিয়ার সঙ্গে রয়েছেন ৷ তাঁর বাকি সম্পর্কগুলোর মতোই এটাতেই গুঞ্জন এবার বিয়ে হবে... রণবীর আছেন নিজের মতো আর আবেগপ্রবণ দীপিকা নিজের প্রতিটা সম্পর্ককেই দেন নিজের জায়গা ৷ তিনি জানিয়েছেন ,‘ এটা কখনও সখনও ঘটে যে সেটা এত গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায় যা মুখে বলা যায় না ৷ এটাকে ঠিক ব্যক্তও করা যায় না ৷ এটা আমার স্মৃতিতে সবসময়ের জন্য থাকবে ৷ ’

তিনি যখন এই কথা বলেন তখন তাঁর দিকে অবাক চোখে তাকিয়ে ছিলেন নেহা কক্কর ও বিশাল ৷ তবে দীপিকা -র সাহস নিয়ে তো কোনও কথা নেই ৷ এবারেও তিনি প্রমাণ করলেন দিওয়ানি মস্তানি হয়ে যান ৷

আরও দেখুন

Published by: Debalina Datta
First published: January 12, 2020, 5:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर