সিঁথিতে ভর্তি সিঁদুর,গলায় মঙ্গলসূত্র, লাল বেনারসিতে সুন্দরী ইয়ামি গৌতমের লুকে মজে সকলে, দেখুন অ্যালবাম

Last Updated:

এত সুন্দরী তিনি কী করে হলেন!!! বলিউডে কানাকানি খবর হয়নি, তবে তিনিই এখন বলিউড গসিপে (Bollywood Gossip) শিরোনামে Yami Gautam৷

#মুম্বই: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) সব সবেই বিয়ে সেরেছেন৷ তিনি নিজেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবর হঠাৎ করেই জানিয়েছেন৷ তাঁর ফ্যানরা সকলেই আশ্চর্যচকিত হয়ে গেছেন৷ তিনি উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক (Uri: The Surgical Strike) -র নির্দেশক আদিত্য ধরকে (Aditya Dhar) বিয়ে করেছেন৷ তিনি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন৷ তাঁর এক একটা ছবি আসছে আর সুন্দরী নববধূর ছবিতে মজে যাচ্ছেন৷ প্রি ওয়েডিং সেরিমনি, হলদি সেরিমনি , বিয়ে ও বিয়ের পরবর্তী  (Yami Gautam Post Wedding Look)  ছবি শেয়ার করেছেন৷ সুন্দরী ইয়ামি -র ছবিতে আর সুন্দরী দেখতে লাগছে৷
ফটোতে ইয়ামি লাল রঙের বেনারসি শাড়ি পরেছেন৷ তাঁর সঙ্গে ভারী গয়না পরেছেন৷ এই ফটো নিয়ে সবচেয়ে বেশি কথা চলছে কারণ এতে তাঁর সিঁথি ভর্তি সিঁদুর রয়েছে পাশাপাশি গলায় মঙ্গলসূত্র রয়েছে৷ ইয়ামি -র সিঁথির সিঁদুর কপাল অবধি চলে এসেছে৷ তাঁর অনেক গয়না -র মধ্যে একটা জিনিস খুবই উজ্জ্বল সেটা তাঁর গলার সুন্দর ছোট মঙ্গলসূত্র৷ এই ফটো শেয়ার করে তিনি গুজরাতি ও ইংরাজিতে ক্যাপশন লিখেছেন ৷
advertisement
ইয়ামি এই ছবি শেয়ার করতে গিয়ে স্বাগত করেছেন৷ ইয়ামি লিখেছেন , ‘চলুন বসন্ত মরশুমের স্বাগত করেছেন ’- এর আগে অভিনেত্রী প্রি ওয়েডিং সেরিমনি -র ছবি ছেয়ে আছে৷ তাঁর হলদির ছবিও একইরকমের মিষ্টি৷
advertisement
View this post on Instagram

A post shared by Yami Gautam (@yamigautam)

advertisement
বলার বিষয়ে,  ইয়ামি নিজের বিয়ের ফাংশনে  লাল রঙের পোশাক পরেছেন৷ প্রি ওয়েডিং সেরিমনিতেও তিনি লালেই সেজেছিলেন৷ লাল রঙ আসলে সোহাগের চিরাচরিত রঙ৷ তিনি পঞ্জাবি কায়দায় সুহাগ চূড়া রয়েছে৷ ইয়ামি -র সমস্ত বন্ধুবান্ধব তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ কঙ্গনা রানউত, বিক্রান্ত মৈসি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিঁথিতে ভর্তি সিঁদুর,গলায় মঙ্গলসূত্র, লাল বেনারসিতে সুন্দরী ইয়ামি গৌতমের লুকে মজে সকলে, দেখুন অ্যালবাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement