সিঁথিতে ভর্তি সিঁদুর,গলায় মঙ্গলসূত্র, লাল বেনারসিতে সুন্দরী ইয়ামি গৌতমের লুকে মজে সকলে, দেখুন অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এত সুন্দরী তিনি কী করে হলেন!!! বলিউডে কানাকানি খবর হয়নি, তবে তিনিই এখন বলিউড গসিপে (Bollywood Gossip) শিরোনামে Yami Gautam৷
#মুম্বই: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) সব সবেই বিয়ে সেরেছেন৷ তিনি নিজেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবর হঠাৎ করেই জানিয়েছেন৷ তাঁর ফ্যানরা সকলেই আশ্চর্যচকিত হয়ে গেছেন৷ তিনি উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক (Uri: The Surgical Strike) -র নির্দেশক আদিত্য ধরকে (Aditya Dhar) বিয়ে করেছেন৷ তিনি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন৷ তাঁর এক একটা ছবি আসছে আর সুন্দরী নববধূর ছবিতে মজে যাচ্ছেন৷ প্রি ওয়েডিং সেরিমনি, হলদি সেরিমনি , বিয়ে ও বিয়ের পরবর্তী (Yami Gautam Post Wedding Look) ছবি শেয়ার করেছেন৷ সুন্দরী ইয়ামি -র ছবিতে আর সুন্দরী দেখতে লাগছে৷
ফটোতে ইয়ামি লাল রঙের বেনারসি শাড়ি পরেছেন৷ তাঁর সঙ্গে ভারী গয়না পরেছেন৷ এই ফটো নিয়ে সবচেয়ে বেশি কথা চলছে কারণ এতে তাঁর সিঁথি ভর্তি সিঁদুর রয়েছে পাশাপাশি গলায় মঙ্গলসূত্র রয়েছে৷ ইয়ামি -র সিঁথির সিঁদুর কপাল অবধি চলে এসেছে৷ তাঁর অনেক গয়না -র মধ্যে একটা জিনিস খুবই উজ্জ্বল সেটা তাঁর গলার সুন্দর ছোট মঙ্গলসূত্র৷ এই ফটো শেয়ার করে তিনি গুজরাতি ও ইংরাজিতে ক্যাপশন লিখেছেন ৷
advertisement
ইয়ামি এই ছবি শেয়ার করতে গিয়ে স্বাগত করেছেন৷ ইয়ামি লিখেছেন , ‘চলুন বসন্ত মরশুমের স্বাগত করেছেন ’- এর আগে অভিনেত্রী প্রি ওয়েডিং সেরিমনি -র ছবি ছেয়ে আছে৷ তাঁর হলদির ছবিও একইরকমের মিষ্টি৷
advertisement
advertisement
বলার বিষয়ে, ইয়ামি নিজের বিয়ের ফাংশনে লাল রঙের পোশাক পরেছেন৷ প্রি ওয়েডিং সেরিমনিতেও তিনি লালেই সেজেছিলেন৷ লাল রঙ আসলে সোহাগের চিরাচরিত রঙ৷ তিনি পঞ্জাবি কায়দায় সুহাগ চূড়া রয়েছে৷ ইয়ামি -র সমস্ত বন্ধুবান্ধব তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ কঙ্গনা রানউত, বিক্রান্ত মৈসি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2021 4:17 PM IST