বুক চেরা পোশাকে শরীরে মোহময় যৌবনের হাতছানি, দর্শকদের নজর আটকালো অন্য কিছুতে

Last Updated:

Big Boss -র সময় চাঞ্চল্য তৈরি করেছিলেন, এবার আনলেন আলোড়ন...

#মুম্বই: বিগ বস ১৩-তে (Bigg Boss 13) ফাইনালিস্ট ছিলেন রশ্মি দেশাই (Rashmi Desai)  নিজের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন৷ এই ‘হট’ ছবিতে সুন্দরী নায়িকার যৌন আবেদন চুঁইয়ে চুঁইয়ে পড়ছে৷ যা দেখে তাঁর ফ্যানরাও তাঁকে নানারকম বিশেষণে ভরিয়ে দিচ্ছেন৷ সুন্দরীর নায়িকার রূপের প্রশংসায় মেতেছেন ইউজাররা৷
কিন্তু সমস্ত সেলিব্রিটিদেরই লাইফের একটা অংশ হল ট্রোল হওয়া ৷ আর ভার্চুয়াল মিডিয়াম হলে তো বিদ্বেষকারীদের সুবিধাই হয় আরও সহজেই নিজেদের বিষোদগার করে দেওয়া যায়৷ কিন্তু সম্প্রতি এক নেটিজেন রশ্মি-র ছবিতে যে মন্তব্য করেছেন তা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কার্যত লড়াইয়ের পরিস্থিতি৷ এরপর অনেকেই তাঁর থেকে নানা প্রশ্ন করছেন৷
ছবিতে রশ্মিকে কম চুলের জন্য খোঁটা দেওয়া হয়েছে৷ তাঁকে মাথায় বড় উইগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে৷ এরপরেই সরগরম তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ৷
advertisement
advertisement
advertisement
রশ্মি ‘নাগিন’ সিরিজ সহ একাধিক জনপ্রিয় টিভি শ্যো -তে অভিনয় করেছেন৷ টিভি সিরিজে অবশ্য তাঁর লুক একেবারেই অন্য হয়৷ ‘পারফেক্ট ভারতীয় বউ’ -র রোলে তিনি দারুণ পপুলার৷ তবে ব্যক্তিগত জীবনে তিনি যেমন বিউটিফুল তেমনিই বোল্ড! বিগ বসের সময় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল৷ সেই সিজনের বিজয়ী সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর ঝগড়া সেবারের শ্যো-য়ের ইউএসপি ছিল৷
advertisement
এই শ্যো চলাকালীন এক দারুণ ঘটনাক্রমে রশ্মি -র নিজের পার্টনার অরহান খানের সঙ্গে সম্পর্কও ভেঙে যায়৷ কারণ বিগ বস শুরুর আগে তাঁদের বিয়ের প্ল্যানও রেডি ছিল৷ এই শো তে সলমান খান তাঁকে জানিয়েছিলেন তাঁর পার্টনার তাঁর বাড়ি ব্যবহার করেন, পাশাপাশি তাঁকে যে বলেছেন তাঁর প্রথমা স্ত্রী-র সঙ্গে সম্পর্ক তো বলেননি যেখানে তাঁর একটি ছেলেও আছে৷
advertisement
বিগ বস শেষ হওয়ার পর তিনি বাইরে এলে ২ জনের মধ্যে প্রচুর বাগবিতণ্ডা হয়৷ ২ জনেই একে অপরের বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেন৷ টাকা পয়সার লেনদেন নিয়েও বিতর্ক শুরু হয়৷ এমন অভিযোগ ওঠে আরহানের অনেক কিছু রশ্মি করে দিতেন৷ এমনও অভিযোগ ওঠে যে রশ্মি আগেও জানতেন যে আরহানকেও সেখানে নিয়ে আসা হবে৷
advertisement
তবে যে পোস্ট নিয়ে এত গসিপ (gossip)  বি টাউনের (Bollywood) টেলিভিশন অভিনেত্রীকে নিয়ে সেই পোস্টটি কিন্তু বেশ কিছু দিনের পুরনো৷ হঠাৎ করেই অভিনেত্রীর সেই ছবি নিয়ে নেটিজেনদের কমেন্টের জেরে ছবিটি ফের একবার পপুলার হয়ে গেছে ৷ এদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ নিয়মিতই নিজের নানারকমের ছবি দিয়ে ফ্যানদের মনের কাছাকাছি থাকতে চেষ্টা করেন৷
advertisement
শুধুমাত্র Instagram তাঁর অফিসিয়াল হ্যান্ডেলেই তাঁর ফলোয়ারের সংখ্যা ৪২ লক্ষেরও বেশি!
বাংলা খবর/ খবর/বিনোদন/
বুক চেরা পোশাকে শরীরে মোহময় যৌবনের হাতছানি, দর্শকদের নজর আটকালো অন্য কিছুতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement