সিরিয়ালের বকুল আসলে কাকে ভালবাসেন, জানেন ?
Last Updated:
বকুল কথার বকুল তো একেবারে টমবয় ৷ মেয়েদের মত পোশাক পরেন ঠিকই, কিন্তু এখনও তাঁর ভাবভঙ্গি চাল চলন পুরোটাই ছেলেদের মত ৷ অন্তত বকুল কথা সিরিয়ালটি এখনও যেমন ভাবে চলছে তাতে বকুলের চরিত্র তেমনই ৷
#কলকাতা: বকুল কথার বকুল তো একেবারে টমবয় ৷ মেয়েদের মত পোশাক পরেন ঠিকই, কিন্তু এখনও তাঁর ভাবভঙ্গি চাল চলন পুরোটাই ছেলেদের মত ৷ অন্তত বকুল কথা সিরিয়ালটি এখনও যেমন ভাবে চলছে তাতে বকুলের চরিত্র তেমনই ৷ কিন্তু কখনও দেখেছেন বাস্তবে কেমন দেখতে আপানাদের প্রিয় বকুলকে ? কখনও ভেবেছেন বাস্তবে বকুলের জীবনসঙ্গী কেমন হতে পারে ?
advertisement
advertisement
বকুলের চরিত্রে অভিনয় করছেন উষসী রায় ৷ অফস্ক্রিন মেকআপ ছাড়া ছবি পোস্ট করেছেন উষসী ৷ সঙ্গে তাঁর প্রিয় মানুষ ৷ ভাগ্নে এবং ভাগ্নির সঙ্গে সময় কাটাচ্ছেন টেলিভিশনের ব্যস্ত নায়িকা ৷ বাড়িতে ছুটির মেজাজে ৷ দেখে বোঝার উপায় নেই, এই উষসীই টেলিভশনের বকুল ৷ তাঁর ভাগ্নে এবং ভাগ্নি খুব প্রিয় ও দারুণ আদরের, সেটা নিজেই জানিয়েছেন টিভির বকুল ৷ তিনি লিখছেন লাভ অফ মাই লাইফ ৷ যার বাংলা তর্জমা দাঁড়ায় আমার জীবেনর প্রেম ! অর্থাৎ বুঝলেন তো এখন কে এই মেয়ের ভালবাসার পাত্র !
advertisement
আপাতত সিরিয়ালের জগৎ-এ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বকুল কথা ৷ বকুলের চরিত্রে উষসীও এখন প্রায় ঘরের মেয়েই হয়ে গিয়েছে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2018 1:45 PM IST