ঐন্দ্রিলার ছোঁয়া কেমন, শেয়ার করলেন অঙ্কুশ

Last Updated:

তিনি ঔন্দ্রিলা সেন ৷ যিনি নাকি ইন্ডাস্ট্রিতে নায়কের ‘বিশেষ’ বন্ধু হিসাবেই পরিচিত ৷ তাঁর ছোঁয়া কেমন ? সে নিয়েও কথা বললেন টলি হিরো অঙ্কুশ ৷

#কলকাতা: তিনি ঐন্দ্রিলা সেন ৷ যিনি নাকি ইন্ডাস্ট্রিতে নায়ক অঙ্কুশের ‘বিশেষ’ বন্ধু হিসাবেই পরিচিত ৷ তাঁর ছোঁয়া কেমন ? সে নিয়েও কথা বললেন টলি হিরো অঙ্কুশ ৷ তবে ভুলেও ভাববেন না প্রিয়জনের কোনও ঘনিষ্ঠ খবর ফাঁস করেছেন নায়ক ৷ বরং বান্ধবীর প্রশংসা করতেই তাঁর ছোঁয়া নিয়ে মুখ খুললেন হিরো ৷ বললেন ঐন্দ্রিলার ছোঁয়া নাকি সোনার মতো ৷ যা ছোঁবেন তাই সোনা হয়ে যাবে ৷
ঘটনাটা ঠিক কী ? আসলে পরীক্ষায় ফুল মার্ক্স পেয়েছেন নায়িকা ৷ আর তাতেই বাজিমাত ৷ একেবারে প্রথমস্থান অধিকার করে বসে রয়েছেন ঐন্দ্রিলা সেন ৷ বুঝতে পারছেন না তো কোন পরীক্ষার কথা হচ্ছে ? আরে স্কুল-কলেজের চৌকাঠ তো কবেই ডিঙিয়ে এসেছেন নায়িকা ৷ এখন সব পরীক্ষা, টিআরপি-র ওঠা নামায় ৷ তো সেই পরীক্ষাতেই এবার তিনি ফার্স্ট ৷
advertisement
এবার নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এর কথাই বলছি ৷ আর সেই ধারাবাহিকই এ মাসে স্টার জলসার টিআরপি-র নিরিখে পেয়েছে সেরার শিরোপা ৷ যেখানে ঐন্দ্রিলা ফার্স্ট হয়েছেন সেখানে তাঁর ‘বিশেষ’ বন্ধু অঙ্কুশ কিছু বলবেন না তাও কী হয় ? নেটিজেনরা তাই মুখিয়ে ছিল অঙ্কুশের প্রতিক্রিয়ার উপর ৷ ঠিক সময় মতো নিজের ভাললাগার কথা জানিয়ে দিয়েছেন নায়ক ৷
advertisement
advertisement
দেখে নিন ঠিক কী বলেছেন তিনি-
advertisement
তবে স্টার জলসার ধারাবাহিকগুলোর মধ্যে সেরা হলেও গোটা বাংলা বিনোদন দুনিয়ার ধারাবাহিকগুলোর মধ্যে প্রথম স্থান নিজের দখলে রেখেছে ‘বকুল কথা’ ৷ বেশ কয়েক মাস ধরেই কিন্তু সেরার মুকুট বকুলের মাথা থেকে কাড়তে পারেনি কেউ ৷
এবার স্টার জলসার সেরা ধারাবাহিক ‘ফাগুন বউ’ ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ‘ভজ গোবিন্দ’ ৷ তিন নম্বরে ‘কুসুম দোলা’ ৷ আর সবক’টি ধারাবাহিকের মধ্যে প্রথম স্থান ‘বকুল কথা’-র ৷ দ্বিতীয়তে ‘করুণাময়ী রানিরাসমনি’ ৷ আর তৃতীয়তে রয়েছে ‘জয় বাবা লোকনাথ’ ৷ চতুর্থ স্থানে নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঐন্দ্রিলার ছোঁয়া কেমন, শেয়ার করলেন অঙ্কুশ
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement