Amitabh-Jaya: দিদা-দাদুকে এভাবে দেখে যা বললেন অমিতাভ নাতনি! ভাইরাল কমেন্ট...

Last Updated:

অমিতাভ-জয়ার বিয়ে (Amitabh-Jaya marriage) হয় ৩ জুন ১৯৭৩৷ কীভাবে চট জলদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন দু’জনে সেকথা নিজেই জানিয়েছিলেন অমিতাভ৷

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan active in social media)৷ তিনি প্রায়সই ছবি পোস্ট করতে থাকেন৷ এবার এমন ছবি পোস্ট করলেন (Amitabh-Jaya old picture) তিনি যা দেখে তাঁর মেয়ে স্বেতা থেকে নাতনি সকলেই অবাক! তাদের কমেন্টও বেশ সাড়া ফেলল৷ রবিবার নিজের ইনস্টাগ্রামে অনেক পুরনো ছবি পোস্ট করলেন বিগ বি৷ ছবিটি তাঁর ও স্ত্রী জয়া বচ্চনের৷ দু’জনে তখন অনেকটা কমবয়সি৷ সাদা কালো সেই ছবি যেন অনেক অনুভূতি তুলে ধরল৷ ৪৯ বছরের পুরনো ছবিটি আসলে অমিতাম-জয়ার একসঙ্গে প্রথম সিনেমা বানসি অউর বিরজুর (Bansi Aur Birju)৷ ছবিটি ১৯৭২-র সেপ্টেম্বরে রিলিজ হয়৷ পরিচালক ছিলেন প্রকাশ ভর্মা৷ ছবিতে অমিতাভ ছিলেন বিরজুর চরিত্রে, জয়া হয়েছিলেন বানসি৷ এর এক এক বছর পরে বিয়ে করেন অমিতাভ-জয়া৷ তারপর তাঁদের দীর্ঘ সংসার৷ এখন তা ভরপুর নাতি-নাতনিদের নিয়ে৷
advertisement
অমিতাভের এমন ছবি দেখে অনেকই আপ্লুত৷ তাঁর ভক্তরা তো বটেই, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মন্তব্য রেখেছেন এই ছবিতে৷ অমিতাভের নিজের ঘর থেকেও এসেছে কমেন্ট(Amitabh Bachchan post comment)৷ মেয়ে স্বেতা লিখেছেন লাভ ইউ বোথ, অর্থাৎ দু’জনকেই খুব ভালবাসি৷ এরই পাশাপাশি স্বেতার মেয়ে এবং অমিতাভ নাতনি লাভ ইমোজি দিয়েছেন এই ছবিতে৷ তিনি বুঝিয়ে দিয়েছেন যে দাদু-দিদা দু’জনেই তার খুব আদরের পাত্র-পাত্রী! নব্যা নভেলির (Amitabh grand daughter Navya Naveli Nanda) এই কমেন্টে বেশ সাড়া মিলেছে৷
advertisement
advertisement
যে বছর বানসি অউর বিরজু মুক্তি পায়, সে বছরই মুক্তি পায় এক নজর৷ তবে এই ছবিগুলি একেবারেই চলেনি বক্সঅফিসে৷ এরপর দু’জনে জঞ্জির ছবিতে অভিনয় করেন৷ যা ছিল সুপারহিট৷ জঞ্জির ছবির পর বিয়ে করেন অমিতাভ-জয়া (Amitabh-Jaya marriage)৷ এরপর একসঙ্গে তাঁরা অভিনয় করেছেন অভিমান, চুপকে চুপকে, মিলি, শোলে ছবিতে৷ যদিও বিয়ের পর ছবিতে কাজ একেবারেই কমিয়ে দিয়েছিলেন জয়া৷
advertisement
নব্যা নভেলির কমেন্ট নব্যা নভেলির কমেন্ট
অমিতাভ-জয়ার বিয়ে(Amitabh-Jaya marriage) হয় ৩ জুন ১৯৭৩৷ কীভাবে চট জলদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন দু’জনে সেকথা নিজেই জানিয়েছিলেন অমিতাভ৷ জঞ্জির-এর সাফল্যের পর অমিতাভ লন্ডনে বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন৷ তবে তাঁর বাবা-মা জানিয়ে দেন যে জয়াকে বিয়ে করলেই তবে একসঙ্গে তাঁরা বিলেতে বেড়াতে যাওয়ার অনুমতি দেবেন৷ সেই কথা মতো তড়িঘড়ি জয়াকে বিয়ে করেন অমিতাভ, তারপর উড়ে যান লন্ডনে!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh-Jaya: দিদা-দাদুকে এভাবে দেখে যা বললেন অমিতাভ নাতনি! ভাইরাল কমেন্ট...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement