সোশ্যাল মিডিয়ায় Leak হল পাকিস্তানি গায়িকার ন্যুড ছবি-ভিডিও, দায়ের হল অভিযোগ...
Last Updated:
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রোফাইল থেকে গায়িকার সাহসী ছবি পোস্ট করা হয়েছে
#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল পাকিস্তানি মডেল ও পপ গায়িকা রবি পিরজাদার সাহসী ছবি৷ তবে শুধু ছবি নয়, এমন ভিডিও পোস্ট হল লিক৷ তড়িঘড়ি ফেডারল ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ জানান গায়িকা৷ তিনি এফআইএয়ের সাইবার দফতরের সঙ্গে দেখা যোগাযোগ রাখছেন নিয়মিত৷ কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন এই গায়িকা৷ এবার তার নিজের ন্যুড ছবি পোস্ট নিয়ে শুরু হয়েছে চর্চা৷
advertisement
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রোফাইল থেকে গায়িকার সাহসী ছবি পোস্ট করা হয়েছে৷ তবে তিনি কে এবং কেন এভাবে রবি পিরজাদার ছবি পোস্ট করলেন, সেটা জানার চেষ্টা চলছে৷ একইভাবে কোথা থেকে এই ছবিগুলি তিনি পেলেন, তারও খোঁজ চালানো হচ্ছে৷ গায়িকা নিজেও ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন ৷
advertisement
শুধু ফেসবুক নয়, ট্যুইটারেও এই নিয়ে বিপুল চর্চা হয়েছে৷ অনেকের মতে এর পিছনে রয়েছে গায়িকর প্রাক্তন প্রেমিক৷ জানা গিয়েছে যে রবির সব পাসওয়ার্ড জানতেন তার প্রাক্তন প্রেমিক৷ সম্ভবত বিচ্ছেদের প্রতিশোধ নিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন সেই প্রেমিক৷ অনেকে আবার সন্দেহ করছেন সেনা আধিকারিক মেজর জেনারেল আসিফ গাফুরের হাত রয়েছে এই ঘটনার পিছনে৷
advertisement
Rabi Pirzada’s video spread by her ex boyfriend. He had her iCloud password.
— Kainat Salim (@kainat_Salem) November 1, 2019
Please don’t share this video. We should not spread private things of anyone just for few RTs And Likes.
#RabiPirzada #FridayThoughts pic.twitter.com/0X1rzVPXKM
advertisement
Location :
First Published :
November 04, 2019 6:49 PM IST