Aparshakti Khurana: জীবনে প্রথমবার কন্ডোম কিনেছিলাম হেলমেট পরে, স্বীকার করলেন বলি অভিনেতা

Last Updated:

তিনি বলেন যে সেই সময় তাঁর বয়স ছিল কম, ফলে সাহসও খুব বেশি ছিল না৷ তাই তো কন্ডোম (Condom) কিনতে গিয়ে বেশ নাকাল অপ্রস্তুত (embarrassed) হয়েছিলেন৷

#মুম্বই: নিজের জীবনে প্রথম কন্ডোম কিনেছিলেন কলেজে পড়াকালীন৷ এবং তাও কিনেছিলেন মুখ ঢেকে, হেলমেটে আড়ল করে! একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা(Aparshakti Khurana)৷ তিনি বলেন যে সেই সময় তাঁর বয়স ছিল কম, ফলে সাহসও খুব বেশি ছিল না৷ তাই তো কন্ডোম(Condom) কিনতে গিয়ে বেশ নাকাল অপ্রস্তুত হয়েছিলেন৷ তাই তো পরিচয় লুকিয়ে কিনতে হয়েছিল কন্ডোম৷ নিজের ছবি হেলমেটের প্রচার, বাস্তব ঘটনা সামনে আনলেন অভিনেতা৷ এক সর্বভারতীয় সংবাদপত্রে সাক্ষাৎকারের সময় তিনি বলেন যে হেলমেট ছবিটি যেন তাঁরই বায়োপিক (Biopic)! হেলমেট ছবিটি (Helmet Bollywood Movie) মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে এবং ছবি মূল বিষয় কন্ডোম নিয়ে সচেতনতা৷
advertisement
সেক্স, কন্ডোম (Sex-Condom) এবং এই সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে এখনও সরাসরি মুখ খুলতে আপত্তি অনেকের৷ এমনকী এই সব বিষয়ে খোলামেলা কথাও হয় কম৷ ফলে সচেতনতাও বেশ কম৷ কন্ডোম ব্যবহার, তার উপকারিতা ও প্রয়োজনীয়তা (Use and awareness of Condom) নিয়ে ছবি তৈরি হয়েছে বলিউডে৷ নাম হেলমেট৷ কমেডির মোড়কে সচেতনতার বার্তা দিতে চেয়েছেন পরিচালক সতরাম রমানি (Satram Ramani) ৷ ছবির নাম হেলমেট কারণ দেখা গিয়েছে যে অধিকাংশ পুরুষই কন্ডোম কিনতে যান মুখ লুকিয়ে৷ হেলমেট পরে নিজের পরিচয় গোপন রেখেই কন্ডোম বিক্রি বা কেনা খুবই সুবিধাজনক৷ তাই এই পথ বেছে নেওয়া! এবার এই নিয়ে মজাদার ছবি তৈরি হয়েছে হেলমেট৷ অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, প্রানুতন বেহল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুরিতা ঝা, আশীষ বিদ্যার্থী৷ এই ছবিতে অপারশক্তি একজন কন্ডোম বিক্রেতা হিসেবে অভিনয় করেছেন এবং সবসময় হেলমেটের পিছনে নিজেকে লুকিয়ে রেখে এই কাজ করছেন তিনি৷ এমনই দেখা গিয়েছে ছবিতে৷ ছবিটি কন্ডোম নিয়ে হলেও, হেলমেট নামটি রাখা হয়েছে ব্যাঙ্গার্থক হিসেবে৷
advertisement
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপারশক্তির ছবি (Aparshakti Khurana movie Helmet)৷ ছবি মুক্তির আগে জন্ম নিয়েছে তাঁর প্রথম কন্যা সন্তান, নাম আরজোয়ি(first child, daughter Arzoie)৷ অভিনেতা বলছেন যে, মনে হচ্ছে যেন আমার দুই সন্তানের জন্ম হয়েছে৷ এক, আমার মেয়ে এবং অন্যটি হল আমার ছবি৷ যেখানে আমি সুরক্ষিত যৌনতা নিয়ে সকলের কাছে বার্তা পৌঁছনোর চেষ্টা করছি৷ অভিনেতার বিবাহিত জীবন ৭ বছরের৷ এতটা সময় তিনি ও তাঁর স্ত্রী নিয়েছেন সন্তান জন্মের জন্য৷ যখন বুঝতে পেরেছি যে পেশাগত ভাবে এবং মানসিক ভাবে আমরা স্থায়ী, তখনই সন্তানের কথা ভেবেছি, সোজাসাপটা জানিয়েছেন হেলমেট অভিনেতা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparshakti Khurana: জীবনে প্রথমবার কন্ডোম কিনেছিলাম হেলমেট পরে, স্বীকার করলেন বলি অভিনেতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement