হোম /খবর /বিনোদন /
জীবনে প্রথমবার কন্ডোম কিনেছিলাম হেলমেট পরে, স্বীকার করলেন বলি অভিনেতা

Aparshakti Khurana: জীবনে প্রথমবার কন্ডোম কিনেছিলাম হেলমেট পরে, স্বীকার করলেন বলি অভিনেতা

তিনি বলেন যে সেই সময় তাঁর বয়স ছিল কম, ফলে সাহসও খুব বেশি ছিল না৷ তাই তো কন্ডোম (Condom) কিনতে গিয়ে বেশ নাকাল অপ্রস্তুত (embarrassed) হয়েছিলেন৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: নিজের জীবনে প্রথম কন্ডোম কিনেছিলেন কলেজে পড়াকালীন৷ এবং তাও কিনেছিলেন মুখ ঢেকে, হেলমেটে আড়ল করে! একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা(Aparshakti Khurana)৷ তিনি বলেন যে সেই সময় তাঁর বয়স ছিল কম, ফলে সাহসও খুব বেশি ছিল না৷ তাই তো কন্ডোম(Condom) কিনতে গিয়ে বেশ নাকাল অপ্রস্তুত হয়েছিলেন৷ তাই তো পরিচয় লুকিয়ে কিনতে হয়েছিল কন্ডোম৷ নিজের ছবি হেলমেটের প্রচার, বাস্তব ঘটনা সামনে আনলেন অভিনেতা৷ এক সর্বভারতীয় সংবাদপত্রে সাক্ষাৎকারের সময় তিনি বলেন যে হেলমেট ছবিটি যেন তাঁরই বায়োপিক (Biopic)! হেলমেট ছবিটি (Helmet Bollywood Movie) মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে এবং ছবি মূল বিষয় কন্ডোম নিয়ে সচেতনতা৷

আরও পড়ুন Kangana Ranaut on Kapil Sharma Show: এতদিন কোনও বিতর্ক ছাড়া রয়েছেন, কেমন লাগছে? কপিলের প্রশ্নের উত্তরে বোমা ফাটালেন কঙ্গনা...

সেক্স, কন্ডোম (Sex-Condom) এবং এই সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে এখনও সরাসরি মুখ খুলতে আপত্তি অনেকের৷ এমনকী এই সব বিষয়ে খোলামেলা কথাও হয় কম৷ ফলে সচেতনতাও বেশ কম৷ কন্ডোম ব্যবহার, তার উপকারিতা ও প্রয়োজনীয়তা (Use and awareness of Condom) নিয়ে ছবি তৈরি হয়েছে বলিউডে৷ নাম হেলমেট৷ কমেডির মোড়কে সচেতনতার বার্তা দিতে চেয়েছেন পরিচালক সতরাম রমানি (Satram Ramani) ৷ ছবির নাম হেলমেট কারণ দেখা গিয়েছে যে অধিকাংশ পুরুষই কন্ডোম কিনতে যান মুখ লুকিয়ে৷ হেলমেট পরে নিজের পরিচয় গোপন রেখেই কন্ডোম বিক্রি বা কেনা খুবই সুবিধাজনক৷ তাই এই পথ বেছে নেওয়া! এবার এই নিয়ে মজাদার ছবি তৈরি হয়েছে হেলমেট৷ অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, প্রানুতন বেহল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুরিতা ঝা, আশীষ বিদ্যার্থী৷ এই ছবিতে অপারশক্তি একজন কন্ডোম বিক্রেতা হিসেবে অভিনয় করেছেন এবং সবসময় হেলমেটের পিছনে নিজেকে লুকিয়ে রেখে এই কাজ করছেন তিনি৷ এমনই দেখা গিয়েছে ছবিতে৷ ছবিটি কন্ডোম নিয়ে হলেও, হেলমেট নামটি রাখা হয়েছে ব্যাঙ্গার্থক হিসেবে৷

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপারশক্তির ছবি (Aparshakti Khurana movie Helmet)৷ ছবি মুক্তির আগে জন্ম নিয়েছে তাঁর প্রথম কন্যা সন্তান, নাম আরজোয়ি(first child, daughter Arzoie)৷ অভিনেতা বলছেন যে, মনে হচ্ছে যেন আমার দুই সন্তানের জন্ম হয়েছে৷ এক, আমার মেয়ে এবং অন্যটি হল আমার ছবি৷ যেখানে আমি সুরক্ষিত যৌনতা নিয়ে সকলের কাছে বার্তা পৌঁছনোর চেষ্টা করছি৷ অভিনেতার বিবাহিত জীবন ৭ বছরের৷ এতটা সময় তিনি ও তাঁর স্ত্রী নিয়েছেন সন্তান জন্মের জন্য৷ যখন বুঝতে পেরেছি যে পেশাগত ভাবে এবং মানসিক ভাবে আমরা স্থায়ী, তখনই সন্তানের কথা ভেবেছি, সোজাসাপটা জানিয়েছেন হেলমেট অভিনেতা৷

Published by:Pooja Basu
First published:

Tags: Aparshakti Khurana, Helmet