Kangana Ranaut on Kapil Sharma Show: এতদিন কোনও বিতর্ক ছাড়া রয়েছেন, কেমন লাগছে? কপিলের প্রশ্নের উত্তরে বোমা ফাটালেন কঙ্গনা...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নতুন এই ছবি থালাইভির(Thalaivi) প্রচারে এসে কমেডি শোয়ে খুব মজা করলেন কঙ্গনা (Kangana Ranaut)৷
#মুম্বই: মুক্তি পেয়েছে কঙ্গনা রনাওয়াতের (Kangana Ranaut) ছবি থালাইভি৷ জয়াললিতার বায়োপিক এই ছবি, যেখানে জয়ার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা(Thalaivi)৷ ছবিটি যে খুব বেশি সাড়া পেয়েছে তা নয়, তবে কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে৷ কঙ্গনা দুরন্ত অভিনেত্রী (Kangana Ranaut controversy), এতে কোনও সন্দেহ নেই, তবে তিনি নানা সময় নানা বিতর্কে জড়িয়ে পড়েন৷ তা সে হৃতিক রোশনের সঙ্গে হোক মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের নিয়ে সরব হওয়া, সবেতেই সোচ্চার কঙ্গনা৷ তাই তো বিতর্কের অন্য নাম যেন কঙ্গনা রনাওয়াত৷ নিজের ছবির কপিল শর্মার শোয়ে (The Kapil Sharma Show) এসে এবার তেমনই সব প্রশ্নের মুখোমুখি হলেন নায়িকা! মজাচ্ছ্বলে কপিল তাঁকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন এবং কঙ্গনাও দিলেন যোগ্য উত্তর৷
advertisement
শোয়ে হাজির হওয়া মাত্রই উঠল কঙ্গনার নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রশ্ন! কেন এত নিরাপত্তরক্ষীদের নিয়ে আসতে হয় কঙ্গনাকে? প্রশ্ন করলেন কপিল৷ কপিল বললেন যে, আপনার এত রক্ষীদের দেখে আমরা খুব শঙ্কিত! কঙ্গনা আশ্বস্ত করলেন, সত্যি বললে কোনও সমস্যা নেই! এরপর কপিল একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বসলেন প্রশ্ন করতে৷ কারণ তিনি বললেন যে কঙ্গনা কোনও কথা বললেই আগুন জ্বলে যায়! সঙ্গে সঙ্গে হেসে ফেললেন কঙ্গনা! এভাবে এগোতে থাকে মজার এই শো৷
advertisement
Ganesh vandan se karenge logon ke chehre par muskaan laane ke karya ki shuruaat, aur iss karya mein humaare saath hongi the one and only #KanganaRanaut! Dekhiye #TheKapilSharmaShow, iss Shani-Ravi raat 9:30 baje, sirf Sony par. pic.twitter.com/WkRY7GBKFb
— sonytv (@SonyTV) September 9, 2021
advertisement
নতুন এই ছবি থালাইভির প্রচারে এসে কমেডি শোয়ে খুব মজা করলেন কঙ্গনা৷ সব কথার সুন্দর জবাব দিলেন তিনি৷ প্রশ্নের সঙ্গে মানিয়ে তিনিও দিলেন একের পর এক মজা করেই উত্তর৷ ফলে জমে গেল শো৷ এমনিতেই কপিল শর্মার শো খুবই জনপ্রিয়৷ গণেশ চতুর্থী উপলক্ষ্যে এই বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন কঙ্গনা৷ বিশেষত বলিউডের যে কোনও ছবি মুক্তিতেই প্রচারের জন্য এই মঞ্চ বেছে নেন সব তাবড় তারকারাই৷ শাহরুখ থেকে অজয় দেবগণ, সকলেই নিজের ছবির প্রচারে আসেন কপিল শর্মা শোয়ে৷ এবার কঙ্গনা এলেন তাঁর ছবির প্রচার করতে আর সেই প্রচারে এসেই কপিলের প্রশ্নের বাউন্সার দারুণ সামলালেন নায়িকা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2021 5:36 PM IST