#মুম্বই: দেশে করোনা আছড়ে (Coronavirus First Wave India) পড়ার সময় থেকে তাঁকে অন্যভাবে চিনেছেন সাধারণ মানুষ৷ লকডাউনের (Lockdown) সময় পরিযায়ী শ্রমিকদের (migrant labor) নিজ নিজ রাজ্যে ফেরাতে বিস্তর সাহায্য করেছেন সোনু সুদ (Sonu Sood)৷ এরপর থেকে সাধারণের জন্য সব রকমভাবে সাহায্য করে চলেছেন তিনি৷ তিনি বাস্তবের হিরো (Sonu Sood real hero), এমনই বলেছেন সবাই৷ তাঁর কাছের প্রশংসা করেছেন বলি তারকারাও৷ নিরলস পরিশ্রম করে চলেছেন সোনু, সাধারণের মুখে হাসি ফোটাতে৷ তবে এই সব নিয়ে অনেক সময় অনেক রকম প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে ও তাঁর পরিবারকে৷ মানুষের জন্য কাজ করছেন, তাহলে কি এবার তাঁর উদ্দেশ্য রাজনীতিতে যোগ দেওয়া? এই প্রশ্ন বহুবার উঠে এসেছে সোনু সুদের সামনে৷ আর বারবার সোনু একই উত্তর দিয়ে এসেছেন৷
আরও পড়ুন KBC-তে ৫ কোটি টাকা জিতে চরম সমস্যায় পড়েছিলেন সুশীল কুমার, কারণ...
পঞ্জাবের মোগা শহরে (Punjab Moga Election) স্বেচ্ছ্বাসেবী কাজে প্রায়সই দেখা যায় সোনু সুদের বোন মালবিকা সচারকে (Malvika Sachar)৷ তিনিও সোনুর মতো সাধারাণ মানুষের জন্য কাজ করেন৷ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানো হয় এবং তিনি উপস্থিতও থাকেন৷ এর পাশাপাশি পঞ্জাবে কোনও কাজে গেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সোনু৷ তাহলে কী পঞ্জাবের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন ভাই-বোন? জল্পনা তৈরি হয়েছে যে মোগা বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে প্রার্থী নির্বাচিত হবেন৷ লড়বেন রাজনৈতিক মঞ্চে৷
আরও পড়ুন 'শ্রাবন্তী পুত্র অভিমন্যু যৌন পরিচিয় নিয়ে গালিগালাজ করেছেন,' কড়া অভিযোগ স্যান্ডি সাহার
তবে এই সব জল্পনা উড়িয়ে দিলেন সোনু সুদ৷ তিনি স্পষ্ট করলেন, যে কোনও ভাবেই তিনি রাজনীতিতে পা রাখছেন না৷ এমনকী তাঁর বোনও এই পথে হাঁটছেন না৷ তাঁরা মানুষের সেবা করতে চান এবং সে কারণেই এইভাবে সকলের পাশে দাঁড়াচ্ছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে থেকে নয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।