Home /News /entertainment /

Aamir Khan Bodyguard salary: আমির খানের বডিগার্ডের বেতন শুনলে চোখ কপালে উঠবে!

Aamir Khan Bodyguard salary: আমির খানের বডিগার্ডের বেতন শুনলে চোখ কপালে উঠবে!

আমিরের বডিগার্ড যুবরাজ (Aamir Khan’s personal bodyguard Yuvraj Ghorpade) বডিবিল্ডার হতে চেয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তিনি বডিগার্ডের পেশা বেছে নেন

 • Share this:

  #মুম্বই: বডিগার্ড ছাড়া থাকতেই পারবেন না বলি তারকারা (Bollywood celebrity Bodyguard) ৷ কারণ ফ্যাদের ভিড় বা কোনও রকম সমাগম থেকে খুব সাবধানে তারকাদের সুরক্ষিত রাখেন বডিগার্ডরাই৷ স্ক্রিনে যে তারকা যত বড় হিরোই হোন না কেন, বাস্তবে বডিগার্ড ছাড়া তাঁরা একেবারে অচল৷ আর এই সব বডিগার্ডদের বেতন বিশাল৷ আমির খানের বডিগার্ড যুবরাজ গোড়পাড়ের (Aamir Khan Bodyguard salary) মাসিক বেতন যে কোনও বড় সংস্থার সিইওর থেকেও বেশি! শুনলে চোখ কপালে উঠবে৷

  আরও পড়ুন KBC-তে অঘটন! এত বছরে এই প্রথম ভুল প্রশ্ন-উত্তর? প্রযোজক সিদ্ধার্থ বসুর উত্তর...

  আমিরের বডিগার্ড যুবরাজ (Aamir Khan’s personal bodyguard Yuvraj Ghorpade) বডিবিল্ডার হতে চেয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তিনি বডিগার্ডের পেশা বেছে নেন এবং এখন আমির খান তাঁর ভরসায় ঘোরাফেরা করেন৷ ১৬ বছর বয়সে তিনি চুকিয়ে ফেলেন পড়াশুনার পাঠ৷ তারপর থেকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন৷ এবং শেষে বলিউডের মিস্টার পারফেকশানিস্টের জন্য কাজ শুরু করেন৷

  আমির খানের বডিগার্ড আমির খানের বডিগার্ড

  একটি সাক্ষাৎকারে যুবরাজ ((Aamir Khan’s personal bodyguard) জানিয়েছিলেন যে তাঁর ভবিষ্যৎ খুবই অসুরক্ষিত ছিল৷ বেঁচে থাকার জন্য অনেক রকম কাজ করতেন তিনি৷ তবে কোনওটাই সঠিক ছিল না, ছিল না ভাল আয়৷ তারপর তিনি সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীর কাজ করবেন৷ ৯ বছর আগে তিনি একটি নিরাপত্তা সংস্থায় যোগ দেন৷ সেখান থেকেই তাঁকে পাঠানো হয় আমিরের কাছে৷ এবং দীর্ঘদিন যুবরাজ আমিরের খেয়ার রাখছেন৷ আমিরের এত কাছাকাছি থাকেন সবসময়, যা দেখে তাঁর বন্ধুরা বেশি ঈর্ষাতুর! বলছেন যুবরাজ৷

  এবার আসা যাক যুবরাজের বেতনের ব্যাপারে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী যুবরাজের বাৎসরিক বেতন ২ কোটি টাকা! মুম্বইর বেশ কিছু ভাল জায়গায় ২ রুম ফ্ল্যাটের সমান তাঁর এই বেতন৷ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনও অংশ কম নন আমিরের বডিগার্ড যুবরাজ৷

  আরও পড়ুন Bold Actress: বাহুবলীর শিবগামী চুমু খেয়েছেন ২৪ বছরের বড় অভিনেতাকে! রয়েছে আরও অন্তরঙ্গ দৃশ্য, দেখুন...

  তবে শুধু আমিরের বডিগার্ড নন, শাহরুখ খানের বডিগার্ডও ((Sharukh Khan’s personal bodyguard) বছরে প্রায় ২.৭ কোটি টাকা বেতন পান! শাহরুখের নিরাপত্তারক্ষীর নাম রবি সিং৷ এভাবেই বলিউড তারকাদের বডিগার্ড হিসেবে যার নিযুক্ত, তারা বিপুল আয় করেন৷ অনুষ্কা শর্মার বডিগার্ড সোনু হোক না দীপিকা পাড়ুকোনের বডিগার্ড জালাল, সলমনের বডিগার্ড শেরা বা অক্ষয় কুমারের বডিগার্ড শ্রেয়সয় থেলের বাৎসরিক বেতন কোটি টাকার উপরেই৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Aamir Khan, Bodyguard

  পরবর্তী খবর