Aamir Khan Bodyguard salary: আমির খানের বডিগার্ডের বেতন শুনলে চোখ কপালে উঠবে!

Last Updated:

আমিরের বডিগার্ড যুবরাজ (Aamir Khan’s personal bodyguard Yuvraj Ghorpade) বডিবিল্ডার হতে চেয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তিনি বডিগার্ডের পেশা বেছে নেন

#মুম্বই: বডিগার্ড ছাড়া থাকতেই পারবেন না বলি তারকারা (Bollywood celebrity Bodyguard) ৷ কারণ ফ্যাদের ভিড় বা কোনও রকম সমাগম থেকে খুব সাবধানে তারকাদের সুরক্ষিত রাখেন বডিগার্ডরাই৷ স্ক্রিনে যে তারকা যত বড় হিরোই হোন না কেন, বাস্তবে বডিগার্ড ছাড়া তাঁরা একেবারে অচল৷ আর এই সব বডিগার্ডদের বেতন বিশাল৷ আমির খানের বডিগার্ড যুবরাজ গোড়পাড়ের (Aamir Khan Bodyguard salary) মাসিক বেতন যে কোনও বড় সংস্থার সিইওর থেকেও বেশি! শুনলে চোখ কপালে উঠবে৷
advertisement
আমিরের বডিগার্ড যুবরাজ (Aamir Khan’s personal bodyguard Yuvraj Ghorpade) বডিবিল্ডার হতে চেয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তিনি বডিগার্ডের পেশা বেছে নেন এবং এখন আমির খান তাঁর ভরসায় ঘোরাফেরা করেন৷ ১৬ বছর বয়সে তিনি চুকিয়ে ফেলেন পড়াশুনার পাঠ৷ তারপর থেকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন৷ এবং শেষে বলিউডের মিস্টার পারফেকশানিস্টের জন্য কাজ শুরু করেন৷
advertisement
আমির খানের বডিগার্ড আমির খানের বডিগার্ড
একটি সাক্ষাৎকারে যুবরাজ ((Aamir Khan’s personal bodyguard) জানিয়েছিলেন যে তাঁর ভবিষ্যৎ খুবই অসুরক্ষিত ছিল৷ বেঁচে থাকার জন্য অনেক রকম কাজ করতেন তিনি৷ তবে কোনওটাই সঠিক ছিল না, ছিল না ভাল আয়৷ তারপর তিনি সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীর কাজ করবেন৷ ৯ বছর আগে তিনি একটি নিরাপত্তা সংস্থায় যোগ দেন৷ সেখান থেকেই তাঁকে পাঠানো হয় আমিরের কাছে৷ এবং দীর্ঘদিন যুবরাজ আমিরের খেয়ার রাখছেন৷ আমিরের এত কাছাকাছি থাকেন সবসময়, যা দেখে তাঁর বন্ধুরা বেশি ঈর্ষাতুর! বলছেন যুবরাজ৷
advertisement
এবার আসা যাক যুবরাজের বেতনের ব্যাপারে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী যুবরাজের বাৎসরিক বেতন ২ কোটি টাকা! মুম্বইর বেশ কিছু ভাল জায়গায় ২ রুম ফ্ল্যাটের সমান তাঁর এই বেতন৷ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনও অংশ কম নন আমিরের বডিগার্ড যুবরাজ৷
advertisement
তবে শুধু আমিরের বডিগার্ড নন, শাহরুখ খানের বডিগার্ডও ((Sharukh Khan’s personal bodyguard) বছরে প্রায় ২.৭ কোটি টাকা বেতন পান! শাহরুখের নিরাপত্তারক্ষীর নাম রবি সিং৷ এভাবেই বলিউড তারকাদের বডিগার্ড হিসেবে যার নিযুক্ত, তারা বিপুল আয় করেন৷ অনুষ্কা শর্মার বডিগার্ড সোনু হোক না দীপিকা পাড়ুকোনের বডিগার্ড জালাল, সলমনের বডিগার্ড শেরা বা অক্ষয় কুমারের বডিগার্ড শ্রেয়সয় থেলের বাৎসরিক বেতন কোটি টাকার উপরেই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan Bodyguard salary: আমির খানের বডিগার্ডের বেতন শুনলে চোখ কপালে উঠবে!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement