Aamir Khan Bodyguard salary: আমির খানের বডিগার্ডের বেতন শুনলে চোখ কপালে উঠবে!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আমিরের বডিগার্ড যুবরাজ (Aamir Khan’s personal bodyguard Yuvraj Ghorpade) বডিবিল্ডার হতে চেয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তিনি বডিগার্ডের পেশা বেছে নেন
#মুম্বই: বডিগার্ড ছাড়া থাকতেই পারবেন না বলি তারকারা (Bollywood celebrity Bodyguard) ৷ কারণ ফ্যাদের ভিড় বা কোনও রকম সমাগম থেকে খুব সাবধানে তারকাদের সুরক্ষিত রাখেন বডিগার্ডরাই৷ স্ক্রিনে যে তারকা যত বড় হিরোই হোন না কেন, বাস্তবে বডিগার্ড ছাড়া তাঁরা একেবারে অচল৷ আর এই সব বডিগার্ডদের বেতন বিশাল৷ আমির খানের বডিগার্ড যুবরাজ গোড়পাড়ের (Aamir Khan Bodyguard salary) মাসিক বেতন যে কোনও বড় সংস্থার সিইওর থেকেও বেশি! শুনলে চোখ কপালে উঠবে৷
advertisement
আমিরের বডিগার্ড যুবরাজ (Aamir Khan’s personal bodyguard Yuvraj Ghorpade) বডিবিল্ডার হতে চেয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তিনি বডিগার্ডের পেশা বেছে নেন এবং এখন আমির খান তাঁর ভরসায় ঘোরাফেরা করেন৷ ১৬ বছর বয়সে তিনি চুকিয়ে ফেলেন পড়াশুনার পাঠ৷ তারপর থেকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন৷ এবং শেষে বলিউডের মিস্টার পারফেকশানিস্টের জন্য কাজ শুরু করেন৷
advertisement

একটি সাক্ষাৎকারে যুবরাজ ((Aamir Khan’s personal bodyguard) জানিয়েছিলেন যে তাঁর ভবিষ্যৎ খুবই অসুরক্ষিত ছিল৷ বেঁচে থাকার জন্য অনেক রকম কাজ করতেন তিনি৷ তবে কোনওটাই সঠিক ছিল না, ছিল না ভাল আয়৷ তারপর তিনি সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীর কাজ করবেন৷ ৯ বছর আগে তিনি একটি নিরাপত্তা সংস্থায় যোগ দেন৷ সেখান থেকেই তাঁকে পাঠানো হয় আমিরের কাছে৷ এবং দীর্ঘদিন যুবরাজ আমিরের খেয়ার রাখছেন৷ আমিরের এত কাছাকাছি থাকেন সবসময়, যা দেখে তাঁর বন্ধুরা বেশি ঈর্ষাতুর! বলছেন যুবরাজ৷
advertisement
এবার আসা যাক যুবরাজের বেতনের ব্যাপারে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী যুবরাজের বাৎসরিক বেতন ২ কোটি টাকা! মুম্বইর বেশ কিছু ভাল জায়গায় ২ রুম ফ্ল্যাটের সমান তাঁর এই বেতন৷ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনও অংশ কম নন আমিরের বডিগার্ড যুবরাজ৷
advertisement
তবে শুধু আমিরের বডিগার্ড নন, শাহরুখ খানের বডিগার্ডও ((Sharukh Khan’s personal bodyguard) বছরে প্রায় ২.৭ কোটি টাকা বেতন পান! শাহরুখের নিরাপত্তারক্ষীর নাম রবি সিং৷ এভাবেই বলিউড তারকাদের বডিগার্ড হিসেবে যার নিযুক্ত, তারা বিপুল আয় করেন৷ অনুষ্কা শর্মার বডিগার্ড সোনু হোক না দীপিকা পাড়ুকোনের বডিগার্ড জালাল, সলমনের বডিগার্ড শেরা বা অক্ষয় কুমারের বডিগার্ড শ্রেয়সয় থেলের বাৎসরিক বেতন কোটি টাকার উপরেই৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2021 6:23 PM IST