ইতিহাসে RRR, সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব, ভারতীয় সিনেমার সোনার দিন

Last Updated:

সিনেমায় উঠে এসেছিল ১৯২০ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের ঘটনা৷

golden globes 2023
golden globes 2023
#কলকাতা: RRR -  'ভিনি-ভিডি-ভিসি'- অর্থাৎ  এল, দেখল, জয় করল- গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস তৈরি হল৷ এসএস রাজমৌলির ব্লকবাস্টার প্রথম অরিজিনাল গানের জন্য পুরস্কার পেল৷ নাটু -নাটু অর্থাৎ হিন্দি ভার্সনে নাচো-নাচো যার সুরে আসমুদ্র হিমাচল কোমর দুলিয়েছে সেই গান এবার বিশ্ব মঞ্চেও কামাল করে দিল৷
হলিউডের অন্যতম সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো-তে কামাল আরআরআরের৷ গানের ক্যাটাগরিতে নাটু নাটু-র সঙ্গে লড়াইতে ছিল টেলর সুইফটের ক্যারোলিনার ফ্রম হোয়ার ক্রাউডাস সিং, সিওাও পাপা -গুলিরমো ডেল তোরো-র পিনোচিও, লেডি গাগা-র হোল্ড মাই হ্যান্ড - টপ গান, মাভেরিকের লিফট মি আপ - ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান৷ তাদের টেক্কা দিয়ে আরআরআরের নাটু নাটু জিতে নিল গোল্ডেন গ্লোব৷
advertisement
advertisement
রইল সেই গানটি যার জন্য এল আন্তর্জাতিক সম্মান
advertisement
এদিক আরআরআর অরিজিনাল নন ইংলিশ বেস্ট ফিল্ম ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিল৷ আরআরআরকে নিয়ে গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির ছিলেন পরিচালক রাজামৌলি, এছাড়াও জুনিয়র এনটিআর এবং রামচরণ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণ সিনেমায় স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷
advertisement
সিনেমায় উঠে এসেছিল ১৯২০ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের ঘটনা৷ এছাড়াও এই সিনেমায় অভিনায় করেছিলেন আলিয়া ভাট, অজয় দেবগণও৷ এছাড়াও ছিলেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন, অ্যালিসন ডোডি, অলিভিয়া মরিস৷
আরআরআর সারা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে৷ একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির বড় সাফল্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইতিহাসে RRR, সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব, ভারতীয় সিনেমার সোনার দিন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement