corona virus btn
corona virus btn
Loading

প্রয়াত গিরিশ কারনাডকে সঠিক সম্মান জানানোর জন্য মিডিয়াকে অনুরোধ শাবানা আজমির

প্রয়াত গিরিশ কারনাডকে সঠিক সম্মান জানানোর জন্য মিডিয়াকে অনুরোধ শাবানা আজমির
  • Share this:

#মুম্বই: প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব গিরিশ কারনাড। সোমবার বেঙ্গালুরুর লাভেলি রোডে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন কারনাড। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। বেশকিছুদিন থেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন কারনাড। ক্রমশ তাঁর অধিকাংশ অঙ্গই বিকল হয়ে যায়।

প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশ করনাডের মৃত্যুতে গভীরভাবে শোকাহত অভিনেত্রী শাবানা আজমি ৷ শিল্পীর মৃত্যুর খবর পেয়ে শাবানা আজমি ট্যুইট করে মিডিয়াকে অনুরোধ করেছেন শিল্পীকে সঠিক সম্মান জানাতে ৷ মিডিয়ার উদ্দেশ্যে শাবানা লিখেছেন, ‘এই শোকের সময়, শিল্পীর পরিবারকে একটু একা ছাড়ুন ৷ শিল্পীকে সম্মান জানান ৷ ’

azmi

শ্যাম বেনেগলের ‘নিশান্ত’ ছবিতে গিরিশ করনাডের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল শাবানা আজমিকে ৷ এই ছবিতে প্রশংসিত হয়েছিল শাবানা ও গিরিশের অভিনয় ৷ এরপর বাসু চট্টোপাধ্যায়ের ‘স্বামী’ ছবিতেও গিরিশের বিপরীতে অভিনয় করেছেন শাবানা আজমি ৷ এছাড়াও ‘আপনে পরায়ে’, অন্তর্নাদ, এবং ২০১৬ সালের ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবিতেও দেখা গিয়েছিল শাবানা ও গিরিশ করনাডকে ৷

First published: June 10, 2019, 2:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर