Gehraiyaan:পাগলপাড়া ভালবাসায় ডুব, পাগল করছে দীপিকার ছবি 'গেহরাইয়া'-র প্রথম গান 'ডুবে'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মুক্তি পেল ছবির প্রথম গান 'ডুবে'! শুরুতেই সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা পাড়ুকোনের উথালপাথাল করা চুমু... '' তেরা মেরা দোনো কা দিল বেসবর''... গোটা দুনিয়াকে ভুলে পাগলপাড়া আদর দু'জনের
#মুম্বই: মাঘের শীতে বাঘের কামড়! তারমধ্যেই ঘাম ঝরালো দীপিকা পাড়ুকোনের আগামী ছবি 'গেহরাইয়া'-র (Gehraiyaan) নানা ঝলক! টিজারের পর ট্রেলার, এবার মুক্তি পেল ছবির প্রথম গান 'ডুবে'! শুরুতেই সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা পাড়ুকোনের উথালপাথাল করা চুমু... '' তেরা মেরা দোনো কা দিল বেসবর''... গোটা দুনিয়াকে ভুলে পাগলপাড়া আদর দু'জনের! ইতিমধ্যেই গানটি বেজায় পছন্দ হয়েছে দর্শকের, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ! গানটি গেয়েছেন লোথিকা, লিরিক্স কওসর মুণির-এর। এর আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে গানটির মোশন পোস্টার শেয়ার করেছিলেন দীপিকা! লিখেছিলেন, '' ভাইব চেক-- ফলিং ইন লাভ!''
শুনে নিন 'গেহরাইয়া'-র প্রথম গান --
advertisement
টিজারের পর বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে শকুন বত্রার বহু প্রতীক্ষিত ছবি ‘গেহরাইয়া’ (Gehraiyaan)-র ট্রেলার। ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা পাড়ুকোনের আগুন জ্বালানো রসায়নে রীতিমতো গায়ে কাঁটা দেয়! পরিচালকের ভাষায় এই ছবি, 'mirror into modern adult relationships'! অর্থাৎ, আজকের জেনারেশনের কাছে সম্পর্কের মানে বদলেছে, আর সেই বাস্তব প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলতে চেয়েছেন ‘কাপুর অ্যান্ড সনস’-এর পরিচালক। ছবিতে দীপিকা-সিদ্ধান্ত ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা মিলবে অনন্যা পাণ্ডে এবং ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য্য কারওয়ার-এর।
advertisement
বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার। ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী ‘গেহরাইয়া’র ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানান, '' এতটা বোল্ড দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ নয়, এখানে যৌনতাকে যে আঙ্গিকে তুলে ধরা হয়েছে, এরকমটা এর আগে কোনও ভারতীয় সিনেমায় হয়নি।'' দীপিকার ভাষায়, '' স্রেফ দর্শক টানার জন্য নয়, চিত্রনাট্যের প্রয়োজনেই ছবিতে যৌন দৃশ্য রেখেছেন পরিচালক! তিনি সেট-এ এতটাই সাবলীল পরিবেশ তৈরি করেছিলেন, যে শ্যুট-টা স্বাভাবিকভাবে করতে পেরেছি!''
advertisement
ট্রেলারের শুরুতেই দেখা যায় আলিশা (দীপিকা) এবং করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্যের ফ্রেম। আলিশা খুশি নয়, বাইরে থেকে দেখলে আর পাঁচ জনের কাছে হয়তো তার বিয়েটা পারফেক্ট, কিন্তু মনের ভিতরে ডুকরে ডুকরে মরছে আলিশা! কিন্তু আচমকাই বদলে গেল জীবনের ছন্দ! দমবন্ধ জীবনে দমকা বাতাস হয়ে এল জায়েন (সিদ্ধান্ত), আলিশার তুতো বোন টিয়া (অনন্যা)-র হবু বর। ঘি আর আগুনের মিশেলে বিস্ফোরণ! তার পর? আলিশা কী পারবে জায়েনের হতে? ভালবাসার খোঁজে গুমরে ওঠা জীবনটা কি সহজ হয়ে উঠবে? না কি উলটোটা হবে? এরজন্য অবশ্য ১১ ফেব্রুয়ারির অপেক্ষা! এদিনই অ্যামাজন প্রাইম-এ মুক্তি পাচ্ছে ছবিটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2022 8:29 PM IST