অভিনেত্রী সারা আলি খান বলিউডে এখন খুব চর্চিত। অভিনয়ের পাশাপাশি সময় পেলেই বাক্স প্যাঁটরা নিয়ে বেড়াতে যান অভিনেত্রী। মধ্যপ্রদেশে এই মুহূর্তে ছবির শ্যুটিং এ ব্যস্ত সারা আলি খান। তারই মাঝে পৌঁছে গিয়েছিলেন নর্মদা নদীর ধারে। বেড়াতে গিয়ে প্রায়ই দেশের বিভিন্ন মন্দির ঘুরে দেখেন ও পুজো দেন সারা আলি খান। মা অমৃতা সিং এর সঙ্গে খরজানা গণেশ মন্দিরে গিয়েছিলেন সারা আলি খান। এই মুহূর্তে ভিকি কৌশলের সঙ্গে একটি ছবির জন্য ইন্দোরে শ্যুটিং করছেন সারা। মন্দিরে এই গোলাপি সালোয়ার কামিজে গিয়েছিলেন অভিনেত্রী । উজ্জ্বয়িনে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরেও গিয়েছিলেন সারা। সাদা চুড়িদার পরেছিলেন অভিনেত্রী। মা অমৃতা সিংই সারার সবচেয়ে কাছের বন্ধু ও সঙ্গী। মায়ের সঙ্গে প্রায়ই ঘুরে বেড়ান তিনি। প্রায়ই মন্দিরে যান। দেশের যেখানেই বেড়াতে যান, সারা সেখানকার মন্দির ঘুরে দেখেন। এর কিছুদিন আগেই কেদারনাথ থেকে ঘুরে এলেন সারা আলি খান। অভিনেত্রীর প্রথম ছবি কেদারনাথের শ্যুটিংও এখানেই হয়েছিল। কেদারনাথ সারার প্রথম ছবি। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কেদারনাথের মন্দিরে সারা আলি খান। এই ছবি নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। মন্দিরের বাইরেও ফোটো সেশন করেছিলেন অভিনেত্রী।