Deepika Padukone Siddhant Chaturvedi: রসায়নের গেহরাইয়াঁ, ছবির সেটে ঘনিষ্ঠ মুহূর্তে দীপিকা-সিদ্ধান্ত!

Last Updated:

শকুন বাত্রা তাঁর Instagram অ্যাকাউন্টের স্টোরিতে এই রকমই কিছু ক্যামেরাবন্দী সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন। (Deepika Padukone Siddhant Chaturvedi)

Deepika Padukone Siddhant Chaturvedi
Deepika Padukone Siddhant Chaturvedi
#নয়াদিল্লি: গেহরাইয়াঁ (Gehraiyaan) ছবির পরিচালক শকুন বাত্রা (Shakun Batra) ফিল্মের শ্যুট থেকে তাঁর কিছু পছন্দের মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গত বৃহস্পতিবার শকুন বাত্রা তাঁর Instagram অ্যাকাউন্টের স্টোরিতে এই রকমই কিছু ক্যামেরাবন্দী সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন।
পরিচালক পছন্দের মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আজ আমার ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই কয়েকটা ছবি চোখে পড়েছে… শ্যুট চলাকালীন সময় আমাদের সেট থেকে আমার প্রিয় কিছু মুহূর্ত খুঁজে পেয়েছি... আপনাদের সঙ্গে সেই খুশির মুহূর্তগুলি ভাগ করে নিতে চাই।" পরিচালক ফিল্মের কাস্টদের ট্যাগ করে এই সব ছবি পোস্ট করেছেন। ছবির একটিতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে (Siddhant Chaturvedi) বেশ মজা করে শ্যুটিং করতে দেখা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: স্নাতকদের জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুবর্ণ সুযোগ, ৭২ পদে নিয়োগ! জানুন
আরেকটি ছবিতে দীপিকাকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে পোজ দিতে। তারকার অভিব্যক্তি এক কথায় অমূল্য। দীপিকা, অনন্যা পান্ডে (Ananya Panday) এবং ধৈর্য কারওয়াকে (Dhairya Karwa) আরও একটি ছবিতে বেশ মজা করে ছবিতে পোজ দিতে দেখা যাচ্ছে। অন্য একটি শটে, দীপিকা এবং ধৈর্য ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে আনন্দের সঙ্গে পোজ দিচ্ছেন বলেই মনে হচ্ছে।
advertisement
advertisement
. .
. .
. .
. .
পরিচালকের কথায়, ‘দীপিকা, অনন্যা এবং ধৈর্য তিনজনেই সেটে সারাক্ষণ নানান ধরণের দুষ্টুমি ও মজা করে সময় কাটিয়েছেন। তাঁরা সারাক্ষণ সেটটাকে আনন্দে ভরিয়ে রাখতেন।’
advertisement
গেহরাইয়াঁ চলচ্চিত্রটিতে দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে এবং ধৈর্য কারওয়া, নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) এবং রজত কাপুরের (Rajat Kapoor) মতো তারকারা রয়েছেন। এই ছবির প্লট জটিল, গল্পে দেখা যায় আলিশা (দীপিকা পাড়ুকোন) এবং তার খুড়তুতো বোন টিয়া (অনন্যা পান্ডে) এবং টিয়ার বাগদত্তা জেইন (সিদ্ধান্ত চতুর্বেদী) একে অপরের প্রেমে পড়ে যান। এই ছবিতে আলিশার সঙ্গীর চরিত্রে রয়েছেন ধৈর্য কারওয়া।
advertisement
আরও পড়ুন: নবীনই নয়া অস্ত্র, বালুরঘাটের মন জিততে সুচারু পরিকল্পনা তৃণমূলের
গেহরাইয়াঁ ছবিটি পরিচালনা করেছেন শকুন বাত্রা এবং প্রযোজনা করেছে করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশন। শকুন বাত্রার ফিল্মের শ্যুটিং শুরু হয়েছিল ২০২০ সালে৷ ওই সময় তারকাদের প্রায়শই ফিল্মের শুটিংয়ের জন্য আলিবাগে এবং পার্শ্ববর্তী স্থানে ভ্রমণ করতে দেখা যেত। তারকারা চলচ্চিত্রের শ্যুটিং শিডিউলের জন্য গোয়াতেও গিয়েছিলেন৷ গোয়া, মুম্বই ও আলিবাগে ছবিটির শ্যুটিং হয়েছে। এটি ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone Siddhant Chaturvedi: রসায়নের গেহরাইয়াঁ, ছবির সেটে ঘনিষ্ঠ মুহূর্তে দীপিকা-সিদ্ধান্ত!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement