West Bengal municipal election 2022: নবীনই নয়া অস্ত্র, বালুরঘাটের মন জিততে সুচারু পরিকল্পনা তৃণমূলের

Last Updated:

বালুরঘাট পৌরসভায় নতুনে ভরসা তৃণমূলের (West Bengal municipal election 2022)।

#বালুরঘাট: বালুরঘাট পৌরসভায় নতুনে ভরসা তৃণমূলের (West Bengal municipal election 2022)। দীর্ঘদিন ভোট না করার পাশাপাশি পুরসভার কাজকর্ম নিয়ে পুরনাগরিকদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমিত করার লক্ষ্যে বালুরঘাট পুরসভার প্রার্থী তালিকায় দুই একজন ছাড়া নবাগত ও নবীনদের প্রার্থী করে পুরনাগরিকদের মন জয় করার প্রচেষ্টা চালালো তৃনমূল কংগ্রেস West Bengal municipal election 2022)। পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলা থেকে রাজ্যমন্ত্রী সভায় জায়গা করে নেওয়া তৃনমুলের ডাকসাইটে নেতা তথা মন্ত্রী বিপ্লব মিত্রের নিজের গড় গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা মন্ত্রীর ভাই প্রশান্ত মিত্র সহ বেশির ভাগ প্রাক্তন কাউন্সিলরকে পুনরায় প্রার্থী রেখে দিয়ে গঙ্গারামপুর পুরসভা নিজেদের দখলে রাখার জন্য এবার ও ঝাপিয়েছে তৃণমূল দল (West Bengal municipal election 2022)।
আরও পড়ুন: পোস্ত খেতে পারবেন না বাঙালি পাইলট-কেবিন ক্রু-রা! নিয়ম DGCA-র, কিন্তু কেন?
আজ বিকেলে কলকাতার দলিয় দপ্তর থেকে জেলার দুই পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই জেলা তৃনমুল সহ বালুরঘাট ও গংগারামপুর দুই পুরনাগরিকদের মধ্যে প্রার্থীদের নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বেশিরভাগ পুর নাগরিকরাই তাদের নিজ নিজ ওয়ার্ডে কে প্রার্থী হলো সে নিয়ে খোজ খবর নিতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন: স্নাতকদের জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুবর্ণ সুযোগ, ৭২ পদে নিয়োগ! জানুন
যদিও এরমধ্যে বালুরঘাট পুরসভার প্রার্থীদের নিয়েই নাগরিকদের মধ্যে কৌতুহল বেশি বলে লক্ষ করা যায়। বিশেষ করে বিগত পুরবোর্ডের ভাইস চেয়ারম্যন রাজেন শীল কে এবার দল টিকিট না দেওয়া ও জেলার তৃনমুল নেতা তথ প্রাক্তন মন্ত্রী শকর চক্রবর্তীর সদ্য রাজনীতিতে আসা পুত্রবধু প্রদীপ্তা চক্রবর্তীকে শহরের ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডটির বাসিন্দা রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নিজস্ব ওয়ার্ড। দলের অন্দরের খবর বোর্ড দখলে এলে ও প্রদীপ্তা চক্রবর্তী জিতে এলে উনিই চেয়ারম্যান হতে পারেন। যদিও দলের তরফে এসব উড়িয়ে দেওয়া হয়েছে। তবে জেলা তৃনমুলের তরফে দলের এই প্রার্থী তালিকাকে স্বাগত জানানো হলেও দলের ভেতর চাপা গুঞ্জন টিকিট না পেয়ে বালুরঘাট পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়তে পারেন।সেটা অবশ্য অমুলুক নয় বলেই মনে করছে জেলা রাজনৈতিক ওয়াকিবহালের মহলের একাংশ।
advertisement
advertisement
এদিকে এব্যাপারে জেলা তৃনমুল সভাপতি উজ্জ্বল বসাক জানিয়েছেন বালুরঘাটের মানুষ তৃনমুলকে চাইছে, তাদের ভোটেই তৃনমুল পুরবোর্ড দখল করবে। যদিও দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভের কথা তার জানা নেই। সেরকম কোন বিষয় থাকলে তারা বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে তিনি জানান।
অনুপ সান্যাল
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal municipal election 2022: নবীনই নয়া অস্ত্র, বালুরঘাটের মন জিততে সুচারু পরিকল্পনা তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement