জীবনের নতুন অধ্যায় শুরু! মা হতে চলেছেন অভিনেত্রী গওহর খান
- Published by:Sanchari Kar
Last Updated:
চলতি বছরের জুলাইয়ে ধুমধাম করে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন তাঁরা। এ বার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা।
#মুম্বই: গওহর খানের জীবনের নতুন অধ্যায় শুরু। মা হতে চলেছেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তিনি।
২০২০ সালে বিয়ে করেন গওহর এবং জাইদ দরবার। চলতি বছরের জুলাইয়ে ধুমধাম করে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন তাঁরা। এ বার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে গওহর লেখেন, 'আপনাদের সকলের ভালবাসা আর আশীর্বাদ কাঙ্ক্ষিত মাশাল্লাহ।' হবু মা-বাবাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।
আরও পড়ুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
advertisement
advertisement
বিগত বেশ কয়েক দিন ধরে গওহরের অন্ত:সত্ত্বা হওয়ার গুঞ্জন ভেসে আসছিল। সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
টেলিভিশন, ওটিটি বা বড় পর্দা- সব ক্ষেত্রেই চেনা মুখ গওহর। ২০১৩ সালে 'বিগ বস'-এ অংশগ্রহণের সুবাদে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই প্রেম যদিও দীর্ঘস্থায়ী হয়নি। কুশলের সঙ্গে বিচ্ছেদের পর গওহরের জীবনে বসন্ত আনেন জাইদ। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 5:05 PM IST