Gantchhora: সোহাগ রাতে সোলাঙ্কিকে জড়িয়ে ধরলেন গৌরব ! 'গাঁটছড়া'য় এবার শুধুই প্রেম !

Last Updated:

Gantchhora: তবে কী এবার কাছাকাছি আসবে খড়ি ও ঋদ্ধি ! ভাইয়ের চক্রান্ত কী বুঝতে পারবে ঋদ্ধি....

photo source Instagram
photo source Instagram
#কলকাতা:  গাঁটছড়া (Gantchhora)। এত দিনে এই ধারাবাহিকের সঙ্গে কম বেশি অনেকেরই পরিচয় ঘটে গিয়েছে। এই ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও সোলাঙ্কি রায় (Solanki Roy)। এছাড়াও এই ধারাবহিকের অভিনেতাদের তালিকা বেশ বড়। এই ধারাবাহিকে সোলাঙ্কি ওরফে খড়ির বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী। এছাড়াও আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, রিয়াজ লস্কর, জুন মালিয়া সহ অনেকেই।
এই বিশাল অভিনেতাদের তালিকা দেখেই ধারাবাহিক অর্ধেক হিট। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ধারাবাহিক 'গাঁটছড়া।"(Gantchhora) ধারাবাহিকের গল্প অনুযায়ী, দ্যুতি অর্থাৎ খড়ির দিদিকে ভালবেসে ফেলে ঋদ্ধি ওরফে গৌরব। কিন্তু বিয়ের দিন দ্যুতি পালিয়ে যায় ঋদ্ধির ভাইয়ের সঙ্গে। দাদার পছন্দের সব কিছু এভাবেই ছিনিয়ে নিতে চায় অনিন্দ্য। দ্যুতির জায়গায় জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় খড়ি ওরফে সোলাঙ্কিকে।
advertisement
View this post on Instagram

A post shared by Star Jalsha (@starjalsha)

advertisement
advertisement
আর এর পর থেকেই শুরু হয় গল্প। শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে স্বামীর কাছে লাঞ্ছিত, অপমানিত হয়ে আসছে খড়ি(Gantchhora)। তাঁর জায়গা হয় বাড়ির সব থেকে ছোট ঘরে। ঋদ্ধি এই বিয়ে করে শুধু মাত্র সারা জীবন খড়িকে কষ্ট দেবে বলে। তবে হার মানে না খড়িও। এই অবস্থাতেই সামনে এসেছে ঋদ্ধি ও খড়ির ফুলশয্যার ভিডিও।
advertisement
সেখানে বাজছে 'এই রাত তোমার আমার' গানের মিউজিক(Gantchhora)। যা ফিরিয়ে নিয়ে আনছে দারুণ এক জুটি উত্তম-সুচিত্রার কথা। প্রোমোতে দেখা যাচ্ছে ফুলশয্যার সাজে সেজেছে খড়ি ওরফে সোলাঙ্কি। মদ্যপ অবস্থায় সে ঘরে গিয়ে দ্যুতি ভেবে খড়িকে জড়িয়ে ধরছে ঋদ্ধি। বদলা নিতে গিয়ে নেশায় খড়িকেই সে ভেবে বসে দ্যুতি। অন্যদিকে দ্যুতিকে এখনও এই বাড়িতে আনেনি অনিন্দ্য। ঋদ্ধি এই সব কাজ করে তাঁর ভাইয়ের বুদ্ধিতেই।
advertisement
তবে প্রোমো দেখেই নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা(Gantchhora)। তাঁরা বলছেন, সোলাঙ্কি ও গৌরবের প্রেম দেখতে ভাল লাগছে। আবার অনেকে বলেছেন, এই ধারাবাহিক নাকি অন্য এক ধারাবাহিকের সঙ্গে হুবহু এক। তবে কী ফুলশয্যা হবে ঋদ্ধি-সোলাঙ্কির? সিরিয়ালের গল্প কিন্তু বলছে অন্য কথা। এখন দেখার কী ভাবে পরিচালক এই দুই জুটির মিলন ঘটান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gantchhora: সোহাগ রাতে সোলাঙ্কিকে জড়িয়ে ধরলেন গৌরব ! 'গাঁটছড়া'য় এবার শুধুই প্রেম !
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement