Gangubai Kathiawadi: ৫০০ টাকায় বিক্রি হওয়া যৌনকর্মী থেকে মুম্বইয়ের মাফিয়া কুইন! কে এই গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Gangubai Kathiawadi Release Date: গাঙ্গুবাই তার বাবার হিসাবরক্ষক রমনিকের প্রেমে পড়েছিলেন। বলিউডে গিয়ে কাজ করতে চেয়েছিলেন।
#নয়াদিল্লি: আর দিন কয়েকের অপেক্ষা। তারপরেই মুক্তি পেতে চলেছে আলিয়া ভাটের আগামী চলচ্চিত্র গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)। আগামী ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই চলচ্চিত্র। দর্শকদের একাংশের মধ্যে ইতিমধ্যেই নানান বিতর্কেরও জন্ম দিয়েছে এই সিনেমাটি (Gangubai Kathiawadi)৷ সিনেমাটিতে আলিয়া ভাটকে (Alia Bhatt) পতিতালয়ের মালিক কিংবদন্তী গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই প্রথম একজন ‘মাফিয়া কুইন' এবং ‘লেডি ডন-এর মতো চরিত্রে নিজেকে ঢেলে দিয়েছেন আলিয়া। করিম লালার ভূমিকায় দেখা যাবে অভিনেতা অজয় দেবগনকে।
গাঙ্গুবাইয়ের (Gangubai Kathiawadi) বাস্তব জীবনের গল্প আবর্তিত হয়েছে প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং পতিতালয়ের রাজনীতিকে ঘিরে। একজন যৌনকর্মী হয়েও কীভাবে সমাজকর্মী হয়ে ওঠেন গাঙ্গুবাই, পতিতালয়ের অন্দরের সংস্কৃতি এবং রাজনীতি সবটুকুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্রে।
advertisement
advertisement
গাঙ্গুবাই তার বাবার হিসাবরক্ষক রমনিকের প্রেমে পড়েছিলেন। বলিউডে গিয়ে কাজ করতে চেয়েছিলেন। রমনিককে বিয়ে করে মুম্বইতে চলে আসেন গাঙ্গুবাই। প্রেমিক-স্বামী রমনিক গাঙ্গুবাইকে কামাথিপুরার পতিতালয়ে মাত্র ৫০০ টাকায় বিক্রি করে দেন। এস হুসেন জাইদি নিজের বইতে লিখেছেন, করিম লালার গ্যাংয়ের একজন সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণও করে এবং তিনি করিমের কাছে গিয়ে বিচারের অনুরোধও জানান। করিম লালাকে রাখি পরিয়ে ভাই পাতিয়েছিলেন গাঙ্গুবাই। করিমই গাঙ্গুবাইকে কামাথিপুরা এলাকার দায়িত্ব দেন এবং এর পর থেকেই ধীরে ধীরে ‘মাফিয়া কুইন’ হয়ে ওঠেন গাঙ্গুবাই। সম্মতির বিরুদ্ধে গিয়ে কোনও মেয়েকেই পতিতালয়ে রাখেননি গাঙ্গুবাই এবং যৌনকর্মী এবং অনাথ শিশুদের কল্যাণে আজীবন কাজ করে গিয়েছিলেন গাঙ্গুবাই।
advertisement
সিনেমার (Gangubai Kathiawadi) ট্রেলারে দেখা গিয়েছে মুম্বইয়ের কামাথিপুরায় যৌনকর্মীদের বাজার অপসারণের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বও দিয়েছিলেন গাঙ্গুবাই।
কামাথিপুরার একটি পতিতালয়ের ‘ম্যাডাম গাঙ্গুবাই কোঠেওয়ালি’কে ঘিরেই আবর্তিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। হুসেন জাইদির বই মাফিয়া কুইন্স অফ মুম্বইয়ের একটি অধ্যায়ের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গাঙ্গুবাইয়ের জীবনের গল্পই বলা যায়। চলচ্চিত্রে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি এবং সীমা পাহওয়াও রয়েছেন এই সিনেমায়। বিশেষ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগন, ইমরান হাশমি এবং হুমা কুরেশিকেও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 3:00 PM IST