এই তিন কারণেই ড্রাগ খেতেন সঞ্জয় দত্ত, তথ্য ফাঁস ‘সঞ্জু’ ট্রেলারে

Last Updated:

রাজকুমার হিরানি-র ‘সঞ্জু’ ট্রেলার নিয়ে মত্ত গোটা দুনিয়া ৷ ট্রেলার লঞ্চের পর থেকেই সঞ্জয় দত্তকে নিয়ে কৌতুহল বেড়েই চলেছে ভক্তকুলের ৷

#মুম্বই: রাজকুমার হিরানি-র ‘সঞ্জু’ ট্রেলার নিয়ে মত্ত গোটা দুনিয়া ৷ ট্রেলার লঞ্চের পর থেকেই সঞ্জয় দত্তকে নিয়ে কৌতুহল বেড়েই চলেছে ভক্তকুলের ৷ আর সেই কৌতুহলকে আরও উসকে দিচ্ছে, ট্রেলারে একের পর এক সংলাপ ৷ একদিকে ‘সঞ্জু’ সেজে রণবীরের অসধারণ লুক চেঞ্জ, অন্যদিকে হিরানির স্টোরি লাইন দেখার জন্য অধীর আগ্রহ দর্শকদের মধ্যে ৷ আর সেই কারণেই, ইউটিউব ট্রেন্ডে ‘সঞ্জু’ এখন ওপরের সারিতে ৷
তবে এর পাশাপাশি ট্রেলার নিয়ে বিতর্কও শুরু জোরকদমে ৷ ‘সঞ্জু’ ছবির মধ্যে দিয়ে ফাঁস হচ্ছে সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবনের অনেক কিছু ! ঠিক যেমন কেন ও কবে তিনি ড্রাগের নেশার পড়লেন !
advertisement
ট্রেলারের এক অংশে ছবির সঞ্জু ওরফে রণবীর কাপুর বলছেন, ‘আমি ড্রাগ খেয়েছি তিন কারণে, প্রথমবার বাবার ওপর রাগ করে, দ্বিতীয়বার মায়ের অসুস্থতার জন্য ৷ আর তৃতীয়বার অলরেডি নেশা হয়ে গিয়েছে !’
advertisement
মুক্তি পেল বহু প্রতিক্ষীত সঞ্জু ছবির ট্রেলার৷ আরও একবার দর্শকদের মন জয় করলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোধ চোপড়া জুটি৷ টিজারের ঝলকেই মুগ্ধ করেছিলেন রণবীর৷ এবার হল ধমাকা!
তিনি যে আসল সঞ্জয় নন, এটাই বিশ্বাস করা মুশকিল হচ্ছে৷ বলিউডের বিতর্কিত হিরো সঞ্জয় দত্ত৷ বাবা সুনীল দত্ত, মা নার্গিস৷ ফিল্মি পরিবারে বেড়ে ওঠা৷ তিনি যে বলিউডে হিরো হবেন, সেটা অনেকটাই ঠিক ছিল৷ তবে তারপরের যে ঘটনা তাঁর জীবনে ঘটে সেটাই ছিল আসল স্টোরি৷ সেই কারণেই এই বায়োপিক হয়ে উঠতে চলেছে ইন্টেরেস্টিং! সঞ্জয় দত্তের জীবেনের সব ঘটনাই তুলে ধরা হচ্ছে সঞ্জুতে ছবিতে৷ তিনি হিরো, গল্পের সুপারহিরো৷ তাই তাঁকে নিয়ে উৎসাহ যে থাকবেই, সেটা স্বাভাবিক৷ তবে পরিচালক জানিয়েছেন ছবিতে সঞ্জয় দত্তকে কোনভাবেই মহান প্রমাণ করা হয়নি৷ যা সত্যি তাই দেখানো হয়েছে৷ সঞ্জয় দত্তের অনুমতি নিয়েই৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই তিন কারণেই ড্রাগ খেতেন সঞ্জয় দত্ত, তথ্য ফাঁস ‘সঞ্জু’ ট্রেলারে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement