জাহির খান সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে

Last Updated:

টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিডস্টার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে৷ করোনার ধাক্কায় বেহাল আবাসন শিল্পের চাহিদা ফেরাতে মহারাষ্ট্র স্ট্যাম্প ডিউটি কমিয়ে ক্রেতাদের সুবিধা করে দিয়েছে৷ তারই পূর্ণ সদ্ব্যবহার করছেন শিল্পপতি থেকে সেলিব্রিটিরা৷

#মুম্বই: টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিডস্টার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে৷ করোনার ধাক্কায় বেহাল আবাসন শিল্পের চাহিদা ফেরাতে মহারাষ্ট্র স্ট্যাম্প ডিউটি কমিয়ে ক্রেতাদের সুবিধা করে দিয়েছে৷ তারই পূর্ণ সদ্ব্যবহার করছেন শিল্পপতি থেকে সেলিব্রিটিরা৷ সেই তালিকায় নাম লেখালেন জাহির-সাগরিকা জুটি৷
জ্যাপকিডটকম-এর রিপোর্ট বলছে জাহির ৩৯৫৭ স্কোয়ার ফিটের (কার্পেট এরিয়া) জন্য ৩৭.৪ লক্ষ টাকা দিয়েছেন৷ প্যারেলে সেনাপতি বাপাত মার্গে ইন্ডিয়াবুলস স্কাই প্রজেক্টের অ্যাপার্টমেন্ট জাহির নিয়েছেন৷ ৪১ ও ৪২ তলা মিলিয়ে ডুপ্লেক্স নিয়েছেন জাহির৷
জ্যাপকিডটকম জানাচ্ছে জাহির একাই নন, ক্রিকেটারদের মধ্যে নতুন বাড়ি কেনার তালিকায় আছেন টিম ইন্ডিয়ার ভরসামান মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আয়ার৷ মুম্বইয়ের লোধা ওয়ার্ল্ড ক্রেস্টে ২৬১৮ স্কোয়ারফিটের অ্যাপার্টমেন্ট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন৷ তিনি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন ২৪ লক্ষ ৭০ হাজার টাকা৷
advertisement
advertisement
গতবছর ডিসেম্বরে মুম্বইয়ে মোট ৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি কেনা-বেচা হয়েছে৷ এর মধ্যে কিছু লাক্সারি সেগমেন্টেও রয়েছে৷ নতুন বছরে বি-টাউনের অনেকই নতুন বাড়ি কিনছেন৷ তালিকায় বলিউড সুপারস্টার হৃতিক রোশন থেকে অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের নাম রয়েছে৷ মুম্বইয়ের জুহুতে ৩৯ কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনেছেন জাহ্নবী কাপুরও৷
জাহির এই মুহূর্তে প্যারেল অশোক টাওয়ার্স-এ থাকেন৷ জাহির আহমেদনগরের শ্রীরামপুরের ছোট্ট শহর থেকে উঠে এসেছিলেন৷ ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেটে মনোনিবেশ করেন তিনি৷ ২০০০-২০১৪ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন৷ ২০১৫ সালে ক্রিকেটকে আলবিদা জানান, জাহির বলেছিলেন আধুনিক ক্রিকেটের কঠিন সূচি তার মানিয়ে নেওয়া সম্ভব নয়৷
advertisement
২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাহির৷ পাকিস্তানের শহিদ আফ্রিদ্রির সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন৷ জাহির-আফ্রিদি দু'জনেই ২১টি করে উইকেট নেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাহির খান সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement