Bengali Film: নতুন বছরে আসছে 'ঝড়'! সামনে এল ফার্স্ট লুক, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অভিনেতা বনি-সৌরভ এর সঙ্গে জুটিতে আসছে নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম "ঝড়"। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আন্থনি জেন।
কলকাতা: এবার এক ছবিতে বনি-সৌরভ-অমৃতা। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। অভিনেতা বনি-সৌরভ এর সঙ্গে জুটিতে আসছে নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম “ঝড়”। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আন্থনি জেন।
ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। কালিম্পং শহরের সুন্দর সকাল। দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে তাদের কলেজ হোস্টেলে। এখান থেকে শুরু হয় ছবির গল্প। জেন মাইকেল স্যারকে মনে মনে ধন্যবাদ জানায়, কারন মাইকেল স্যার জেন এর বাবা মাকে বুঝিয়ে কালিম্পং এ এনেছে জেনকে। জেন মাইকেল স্যারকে শিক্ষকের থেকে বেশি অভিভাবক ভাবেন। তার উপরে অনেকটা ভরসা করতে পারে জেন।
advertisement
আরও পড়ুন Dhan Yog: বছরের শুরুই ধমাকাদার! চাঁদ-মঙ্গলের সমাসপ্তক, ধন যোগে ৫ রাশি বড়লোক, হাতে টাকার মালা
advertisement
কলেজে জেন এর সঙ্গে সৌভিক নামের এক ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক বাড়তে থাকে। জেন বেশ সুখেই ছিল, কিন্তু সুখ বেশি দিন থাকেনি৷ হঠাৎ জেন কে দেখা যায় হাসপাতালে বেডে শুয়ে আছে। জেন যখন কোমায় শুয়ে, অন্যদিকে মোনা, নাসিফা নিখোঁজ হয়ে যায়৷ গল্প মোড় নেয় এখান থেকে। রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাস এর। এবারে গল্প মোড় নেবে কোন দিকে!!!! এই সব কিছু নিয়ে ছবি “ঝড়”।
advertisement
ছবিতে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতা শহরে ও নর্থ বেঙ্গলে। ছবিটি মুক্তি পাবে ” পিএস এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনাতে। ছবির মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়৷
বলাইবাহুল্য টানটান সাসপেন্স ও থ্রিলারে আসছে বনি-অমৃতা-সৌরভ এর নতুন ছবি “ঝড়”।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 4:16 PM IST