IMD Kolkata Weather Update: দশমীতে অসুর নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৭ জেলা কাঁপাবে তুমুল ঝড়-জল-বাজ, ৭৫ কিমি বেগে উঠবে ঝড়
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Kolkata Weather Update: নবমীর গভীর নিম্নচাপ দশমীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দুর্যোগের দশমী-একাদশী দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী, একাদশীতে। ঝড় ও বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলির পুজো মন্ডপে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।
নবমীর গভীর নিম্নচাপ দশমীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দুর্যোগের দশমী-একাদশী দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী, একাদশীতে। ঝড় ও বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলির পুজো মন্ডপে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। উত্তরবঙ্গে একাদশী ও দ্বাদশী তে দুর্যোগের আশঙ্কা। দশমীতে দক্ষিণবঙ্গে এবং একাদশীতে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা অনেক বেশি।
advertisement
আজ সকালেই উত্তর পশ্চিম বঙ্গোসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ ঝড়ের গতিবেগ থাকবে ৭০ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। আজ সারাদিন অতি গভীর নিম্নচাপ শক্তিশালী হবে। আগামীকাল সকালে অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগের প্রবেশ করার সম্ভাবনা বেশি।
advertisement
দক্ষিণবঙ্গে-নিম্নচাপে আজ বৃহস্পতিবার দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা এবং হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা। অতি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
advertisement
শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝড়ো হাওয়া ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। বাকি উপকূল সংলগ্ন জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
advertisement
advertisement
উত্তরবঙ্গে-আজ বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
advertisement
শুক্রবার এবং শনিবার একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া উত্তরবঙ্গে। দার্জিলিং সহ ওপরের পার্বত্য ছয় জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। নিচের দিকের জেলা মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।
advertisement
রবিবার উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। সোমবার ভারী বৃষ্টি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায়।
advertisement
advertisement
কলকাতা-আজ দিনভর মেঘলা আকাশ; বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কখনো একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
advertisement
কলকাতার তাপমান-আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার।