ঝড়ের সেই রাত...উদ্দাম চুমু! কোন গোপনে 'ঝড়' এনেছিল কাঞ্চন-শ্রীময়ীর জীবনে? ভাগ করলেন জুটিতে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Kanchan Sreemoyee First Kiss: কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের প্রথম চুম্বনের অভিজ্ঞতা ঝড়ের মতো! কী ভাবে উন্মত্ত অবস্থায় তাঁরা একে অপরের প্রেমে ডুবে যান? নিজমুখে জানালেন জুটিতে।
কলকাতা: কাঞ্চন-শ্রীময়ীর প্রথম চুম্বনের গল্প যেন সিনেমার চিত্রনাট্যের মতো! ভয়ঙ্কর এক ঝড় উঠেছিল। সেই ঝড়ই চারিয়ে গিয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তারঁ স্ত্রী শ্রীময়ী চট্টরাজের জীবনে। তখনও বিয়ে হয়নি তাঁদের।
কিন্তু প্রথম চুম্বনের অনুভূতি মনে করে আজও শিহরিত হন ওঁরা। সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। জীবনের সবচেয়ে উন্মত্ত মুহূর্ত! কী হয়েছিল সেদিন?
advertisement
advertisement
advertisement
শ্রীময়ী জানান, আয়লার ঝড়ের এক অবাক করা গল্প। বাইরে ঝড়-জল। বাজ পড়ছে। সেই ঝড়েই উন্মত্তের মতো চুমু খেয়ে ফেলেছিলেন দু’জনে। আয়লার দাপটে ঝড়-বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল লাগাতার। প্রকৃতির সেই উন্মত্ততার মধ্যেই ঝড়ের বেগে একে অপরে ডুবে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। দুর্যোগের দিনেই কাছে আসা। ঝড় উঠেছিল তাঁদের হৃদয়েও। সম্পর্কের সেই অধ্যায় আজও উজ্জ্বল তাঁদের স্মৃতিতে। যে ঝড় ধ্বংস এনেছিল বহু মানুষের জীবনে, সেই একই ঝড় তৈরি করেছিল এক নতুন গল্পের—এক আবেগময় অধ্যায়ের।
advertisement
আরও পড়ুন- চল্লিশেও দেখাবে ‘২৫’! পুতুল-পুতুল ত্বকের জেল্লা ধরে রাখতে চান? এই ‘জাপানি সিক্রেট’ শুনুন…!
তাঁদের জীবনের‘ক্রেজিয়েস্ট থিং’! তাঁদের প্রেমের গল্পে এই ঝড়বৃষ্টি ভেজা চুম্বনের মুহূর্ত চিরকাল রয়ে যাবে বিশেষ জায়গায়। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সম্প্রতি তাঁদের সম্পর্কের এমনই এক গোপন কথা ভাগ করে নিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 7:59 PM IST