এবার বলিউডে, রাণু মণ্ডল গান গাইলেন সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে! শুনুন সেই গানের রেকর্ডিং

Last Updated:
#মুম্বই: রানাঘাটের রাণু মণ্ডল৷ ভবঘুরে রাণুর গানে মুগ্ধ নেট দুনিয়। রানাঘাটে স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। এরপর রাণুর প্রতিটি গতিবিধিই খবরের শিরোনামে উঠে এসেছে। এবার রাণু পা রাখলেন বলিউডে। গান গাইলেন বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার জন্য।
এক পেয়ার কা নাগমা- গানটি গেয়ে ভাইরাল হন রানাঘাটের রাণু মণ্ডল। জীবনে অনেক পরিবর্তন আসে তার। ভবঘুরে রাণুকে ঘরে ফিরিয়ে নেন মেয়ে। একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন তারকা রাণু। কলকাতার এক পুজোতে থিম সং গাইবেন তিনি। তবে শুধু কলকাতা নয়, এবার রাণু সরাসরি পাড়ি দিলেন মুম্বই। গান গাইলেন হিন্দি ছবির জন্য! হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাইলেন তিনি৷ হয়ে গেল তারই রেকর্ডিং৷ হ্যাপি হার্ডি এন্ড হীর ছবির গান এটি৷
advertisement
কিছুদিনের মধ্যে রাণুকে দেখা যাবে জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শোয়ে। নাম সুপারস্টার সিঙ্গার। সেখানে রিচারকের ভূমিকায় রয়েছেন হিমেশ রেশমিয়া। তিনিই জানিয়েছেন যে প্রতিভার বিকাশ ঘটুক, চান তিনি। তাই তো হিন্দি ছবিতে তার সুরে রাণুকে গাইবার সুযোগ দিলেন তিনি।
advertisement
শুনুন সেই গান-
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার বলিউডে, রাণু মণ্ডল গান গাইলেন সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে! শুনুন সেই গানের রেকর্ডিং
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement