Manmarziyaan Review: অনুরাগের ইচ্ছে, তাপসীর মাস্টারস্ট্রোক, অভিষেক-ভিকি পড়লেন কোণায় !

Last Updated:
#কলকাতা: তাহলে কী ধীরে ধীরে বদলে যাচ্ছেন অনুরাগ কাশ্যপ ? নিজের ঘরানা থেকে বেরিয়ে তিনিও হারিয়ে যেতে চাইছেন চলতি হাওয়াতেই ! অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘মনমর্জিয়া’ দেখে এই সব প্রশ্ন মাথায় আসতে বাধ্য ৷ কারণ, যে পরিচালকের হাত দিয়ে ‘দেব ডি’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ না হয় ছেড়ে দিলাম,-এর মতো ছবি উপহার দিয়েছেন, তিনি হঠাৎ লাভস্টোরি তৈরি করতে কেন মেতে উঠলেন? সেই ‘বম্বে ভেলভেট’ থেকে তাঁর এই ট্র্যাক চেঞ্জ ব্যাপারাটা কেমন জানি অদ্ভুত ঠেকে ! আরও অদ্ভুত লাগে, যেখানে অনুরাগ কাশ্যপ এতদিন চিত্রনাট্যকে গুরুত্ব দিয়ে তার মতো করেই সাজিয়ে দিতেন ছবির চরিত্রগুলো, সেখানে ‘মনমর্জিয়া’য় একেবারে পাল্টি ! এক কথায়, এই ছবি অনুরাগ যেন বানিয়েছেন তাপসী পান্নু-র জন্যই !
বরং একটু বিশদে আসা যাক, প্রেক্ষাপট পঞ্জাব ৷ একটি মেয়ে, তাঁর প্রেম, তাঁর ইচ্ছে, তাঁর মুড, তাঁর রাগ, তাঁর দুঃখ, এক কথায় তাঁর প্রতিটি ঘণ্টা, সেকেন্ড, মিনিট সব কিছুকেই ফ্রেমে ফ্রেমে বেঁধে এই ছবির গল্প এগিয়েছেন অনুরাগ ৷ আর পাশাপাশি চলেছে মনচাপা, শুদ্ধ প্রেম খোঁজা, পরিণত প্রেমিক আর আরেক জন প্রেম পাগল পুরুষ৷ তবে মেয়েটির জীবনের এই দুটি পুরুষকে অনুরাগ প্রচ্ছন্নেই রেখেছেন, বরং প্রকটে এনেছেন মেয়েটির মনের মর্জিকে ৷
advertisement
ছবির বাঁধন অনুরাগের অন্যান্য ছবির মতো শক্ত-পোক্ত ৷ সাউন্ড, ক্যামেরা, চরিত্রায়ণ একেবারে সঠিক৷ কিন্তু এত সবের বাইরে জমাট লাভস্টোরি বলতে গিয়ে, মাঝে মধ্যেই অনুরাগের হাত পিছলে গিয়েছে ছবির গল্প ৷ আর তখনই প্রকট হয়ে উঠেছে, তাপসী নানাভাবে অনুরাগের ব্যবহার করার ফন্দি ৷
advertisement
অনুরাগের ‘মনমর্জিয়া’ এমন এক ছবি যা কিনা মাথায় ঢুকে ভাবনাকে খেলাবে না, বরং চুপচাপ চোখ রেখে যাবেন স্ক্রিনে ৷ আর ছবির শেষে প্রশ্ন উঠবে, এই ছবিটি অনুরাগ বানিয়েছেন? হয়তো অনুরাগের পূর্বের সব ছবি থেকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ তাই হয়তো অনুরাগের সিগনেচার এই ছবিতে বেপাত্তা ৷
advertisement
আর এই বেপাত্তা সিগনেচারে পরে বিপদে পড়েছেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশলের মতো অভিনেতারা৷ কারণ, তাপসীর আসা-যাওয়াতে চিত্রনাট্য বেঁধে থাকার কারণে, ছবির দুই নায়ক শুধু রয়েছেন ৷ তবে অভিষেক ও ভিকি কিন্তু এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন তাঁদের ক্যারিশমা !
সবশেষে অনুরাগে ইচ্ছে হয়েছিল তাপসীকে কেন্দ্রে রেখে এক ছবি তৈরি করার ৷ আর তারই পরিণাম মনমর্জিয়া! তবে তাপসী এই সুযোগের একেবারে সঠিক ব্যবহার করেছেন ৷ মজা করে বলতে গেলে অনুরাগ ও তাপসীর মনের ইচ্ছের ছবিই ‘মন মর্জিয়া’! বলি কী অনুরাগ, আপনি বেশ করেছেন লাভস্টোরি করেছেন !
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manmarziyaan Review: অনুরাগের ইচ্ছে, তাপসীর মাস্টারস্ট্রোক, অভিষেক-ভিকি পড়লেন কোণায় !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement