Fighter: 'ফাইটার' হয়ে হৃত্বিক পেলেন ৮৫ কোটি টাকা, আর দীপিকা? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরবে!

Last Updated:

Fighter: ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলারটি নিয়ে উন্মাদনা তুঙ্গে।

হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন
হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন
মুম্বই: প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখেই মুক্তি পেয়েছে ফাইটার। হৃতিক রোশন তাঁর ছবির মাধ্যমে উসকে দিয়েছেন দেশাত্মবোধের চেতনাকে। বক্স অফিসেও ভালই সাড়া পাচ্ছে এই ছবি। তবে সোমবার আসতেই হুড়মুড়িয়ে অনেকটাই কমেছে আয়ের পরিমাণ।
বিশেষজ্ঞরা বলছেন, রবিবারই ফাইটার ব্যবসা করেছিল ১২০ কোটি টাকার। তখন থেকেই জানা গিয়েছিল এই ছবি সপ্তাহের শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা করবে। যদিও পাঁচদিনে ইতিমধ্যে এই ছবিটি ১২৬ কোটির বেশি আয় করে ফেলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি করে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন কত টাকা পেলেন জানেন?
আরও পড়ুন: টনসিল অপারেশন করাতে গিয়ে মারাত্মক কাণ্ড, আর ঘরে ফেরা হল না! মৃত্যু মীনাক্ষীর!  
বলিউড সূত্রে খবর, হৃত্বিক রোশন এই ছবি করে ৮৫ কোটি টাকা পেয়েছেন। কিছুদিন আগেই সিয়াসাত-এর একটি রিপোর্টে বলা হয়, প্রতিটা ছবি করার জন্য হৃত্বিক নেন ৭৫ থেকে ১০০ কোটি টাকা। ফাইটার করার জন্য তিনি নিয়েছেন ৮৫ কোটি। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ফাইটার করে পেয়েছেন ২০ কোটি টাকা। অনিল কাপুর পেয়েছেন ১৫ কোটি টাকা।
advertisement
advertisement
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলারটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। ‘ফাইটার’-এর হাত ধরেই পর্দায় প্রথম জুটি বাঁধলেন হৃতিক এবং দীপিকা। তাঁদের রসায়ন নিয়ে চর্চা নেহাত কম নয়। গত বছরে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। বক্স অফিসে রেকর্ড ভেঙেছিল ছবিটি। এ বারও কি তাই হবে? এখন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Fighter: 'ফাইটার' হয়ে হৃত্বিক পেলেন ৮৫ কোটি টাকা, আর দীপিকা? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরবে!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement