Farhan Akhtar: ধুলোর ঝড়ে ধুলিসাৎ! বিশাল দুর্ঘটনায় ক্ষতির মুখে ফারহান, ভিডিও দেখলে শিউরে উঠবেন!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Farhan Akhtar: ইনদওরের এক কলেজে মস্ত এক স্টেজ বাঁধা হয়েছিল। যেখানে গান করতে ওঠার কথা ছিল ফারহানের। কলেজ ফেস্ট শুরু হওয়ার আগেই ঝড়ে ভেঙে পড়ল সেই স্টেজ।
ইনদওর: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ! ধুলো ঝড়ে আক্রান্ত ফারহান আখতারের লাইভ কনসার্ট। ইনদওরে গানের অনুষ্ঠান করার কথা ছিল বলি নায়ক, গায়ক, পরিচালকের। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর ধুলো ঝড় শুরু হয় সেখানে। আবহাওয়ার ভয়াবহ খেলায় মারাত্মক ক্ষতির মুখে আয়োজক থেকে গায়কের টিম। অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আয়োজকরা।
ইনদওরের এক কলেজে মস্ত এক স্টেজ বাঁধা হয়েছিল। যেখানে গান করতে ওঠার কথা ছিল ফারহানের। কলেজ ফেস্ট শুরু হওয়ার আগেই ঝড়ে ভেঙে পড়ল সেই স্টেজ। অনুষ্ঠানের আগেই এই ঘটনা ঘটার কারণে কেউ আহত হননি। আশপাশে কেউ ছিলেন না সেই মুহূর্তে। মঞ্চ ভেঙে পড়তেই ছুটে চলে আসেন সকলে। ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঞ্চ ভেঙে পড়ার মুহূর্ত দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে শোনা যাচ্ছে, ছুটতে ছুটতে কেউ প্রশ্ন করছেন, ‘ভাই! কারও আঘাত লাগেনি তো!’ অন্য জন বলছেন, ‘না না!’
advertisement
গত মার্চ মাসের ২১ তারিখ ইনদওরের সুশীলা দেবী বনশাল কলেজের অফিশিয়াল পেজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানে। এই সপ্তাহেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফারহানের ব্যান্ড ‘ফারহান লাইভ’-এর। তার আগেই মঞ্চ ভেঙে চুরমার। এর আগে তাঁর মেলবোর্ন এবং সিডনির অনুষ্ঠানও বাতিল হয়ে গিয়েছে। শেষবার তিনি পুণেতে গান গেয়ে এসেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 3:56 PM IST