Farah Khan : পিতৃস্নেহ বঞ্চিত সন্তানদের একাই বড় করেন মেনকা, সত্তরোর্ধ্ব মাকে জন্মদিনে ‘অপ্রস্তুত’ করেই মজা ফরহার

Last Updated:
মুম্বই :  সত্তরোর্ধ্ব মায়ের জন্মদিনে অভিনব পোস্টে নেটিজেনদের মন জয় করলেন ফরহা খান ৷ কোরিয়োগ্রাফার, পরিচালক তথা প্রযোজক ফরহার মা মেনকা সদ্য পূর্ণ করলেন ৭৬ বছর বয়স ৷ মাকে বাড়িতে জগিং করতে বললেন ফরহা ৷ মেয়ের কথা শুনে ফ্ল্যাটের প্রশস্ত ড্রয়িং তথা লিভিং রুমে জগিং করতে লাগলেন বৃদ্ধা মেনকা ৷ পাশ থেকে তাঁকে সমানে উৎসাহ দিয়ে গেলেন ফরহা ৷ সঙ্গে ভিডিয়োও করে গেলেন ৷ ভিডিয়োর ক্যাপশনে ফরহা মজা করে লিখেছেন, ‘‘ আজ মায়ের বয়স হল ৭৬ বছর ৷ আমার কাজ মাকে অপ্রস্তুত করা ৷ এ বার আপনারা জানতে পারবেন উদ্যম ও প্রাণোচ্ছ্বলতার উৎস কোথায়৷’’ তার পর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাকে ৷
প্রসঙ্গত ফরহা ও তাঁর ভাই সাজিদকে কার্যত সিঙ্গল মাদার হিসেবে বড় করেন মেনকা ইরানি ৷ মেনকার দুই বোন হানি ও ডেইজি ইরানি প্রখ্যাত বলিউডের শিশুশিল্পী হিসেবে ৷ বলিউডে পরিচিত ছিল এই পার্সি পরিবারটি ৷ ফিল্মি আবহে বড় হওয়া মেনকা বিয়ে করেছিলেন কামরান খানকে ৷
advertisement
কামরান নিজেও ছিলেন ইন্ডাস্ট্রিতে চেনা মুখ ৷ স্টান্টম্যান থেকে প্রযোজক হয়েছিলেন তিনি ৷ সাফল্য আসতেও দ্বিধা করেনি কামরান-মেনকার সংসারে ৷
advertisement
কিন্তু সমৃদ্ধি বেশি দিন স্থায়ী হল না ৷ একের পর এক ছবি ফ্লপ করায় সর্বস্বান্ত হয়ে যান কামরান ৷ ‘অ্যায়সা ভি হোথা হ্যায়’ ছবিতে বিনিয়োগ করে তিনি কার্যত কপর্দকশূন্য হয়ে পড়েন ৷ সংসারে অশান্তি চরমে ওঠায় ছেলেমেয়ের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান মেনকা ৷ আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরে ঘুরে তাঁদের দিন কাটত ৷ অথচ সুসময়ে তাঁরাই ছিলেন আত্মীয় পরিজনদের প্রতি দরাজহস্ত ৷
advertisement
ফরহার মাসি হানি ইরানি ছিলেন জাভেদ আখতারের প্রথম স্ত্রী ৷ দাম্পত্যের সূত্রপাতে কামরানের একটি ফ্ল্যাটেই কাটিয়েছিলেন জাভেদ-হানি ৷ কিন্তু পরিবর্তিত সময়ে কামরানের পরিবারই হয়ে পড়ে ঠাঁইনাড়া ৷ ব্যর্থ প্রযোজক কামরান মারা যান লিভারের অসুখে ৷
এর পর নিজের চেষ্টায় জীবনে প্রতিষ্ঠিত হন ফরাহ ও সাজিদ ৷ মা মেনকার লড়াকু মানসিকতা ছিল তাঁদের সংগ্রামের মূলধন ৷ সত্তরোর্ধ্ব মেনকা আজও প্রাণশক্তিতে ভরপুর ৷ তাঁর জন্মদিনে সে কথাই সকলকে মনে করিয়ে দিলেন ফরহা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farah Khan : পিতৃস্নেহ বঞ্চিত সন্তানদের একাই বড় করেন মেনকা, সত্তরোর্ধ্ব মাকে জন্মদিনে ‘অপ্রস্তুত’ করেই মজা ফরহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement