Farah Khan : পিতৃস্নেহ বঞ্চিত সন্তানদের একাই বড় করেন মেনকা, সত্তরোর্ধ্ব মাকে জন্মদিনে ‘অপ্রস্তুত’ করেই মজা ফরহার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই : সত্তরোর্ধ্ব মায়ের জন্মদিনে অভিনব পোস্টে নেটিজেনদের মন জয় করলেন ফরহা খান ৷ কোরিয়োগ্রাফার, পরিচালক তথা প্রযোজক ফরহার মা মেনকা সদ্য পূর্ণ করলেন ৭৬ বছর বয়স ৷ মাকে বাড়িতে জগিং করতে বললেন ফরহা ৷ মেয়ের কথা শুনে ফ্ল্যাটের প্রশস্ত ড্রয়িং তথা লিভিং রুমে জগিং করতে লাগলেন বৃদ্ধা মেনকা ৷ পাশ থেকে তাঁকে সমানে উৎসাহ দিয়ে গেলেন ফরহা ৷ সঙ্গে ভিডিয়োও করে গেলেন ৷ ভিডিয়োর ক্যাপশনে ফরহা মজা করে লিখেছেন, ‘‘ আজ মায়ের বয়স হল ৭৬ বছর ৷ আমার কাজ মাকে অপ্রস্তুত করা ৷ এ বার আপনারা জানতে পারবেন উদ্যম ও প্রাণোচ্ছ্বলতার উৎস কোথায়৷’’ তার পর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাকে ৷
প্রসঙ্গত ফরহা ও তাঁর ভাই সাজিদকে কার্যত সিঙ্গল মাদার হিসেবে বড় করেন মেনকা ইরানি ৷ মেনকার দুই বোন হানি ও ডেইজি ইরানি প্রখ্যাত বলিউডের শিশুশিল্পী হিসেবে ৷ বলিউডে পরিচিত ছিল এই পার্সি পরিবারটি ৷ ফিল্মি আবহে বড় হওয়া মেনকা বিয়ে করেছিলেন কামরান খানকে ৷
advertisement
কামরান নিজেও ছিলেন ইন্ডাস্ট্রিতে চেনা মুখ ৷ স্টান্টম্যান থেকে প্রযোজক হয়েছিলেন তিনি ৷ সাফল্য আসতেও দ্বিধা করেনি কামরান-মেনকার সংসারে ৷
advertisement
কিন্তু সমৃদ্ধি বেশি দিন স্থায়ী হল না ৷ একের পর এক ছবি ফ্লপ করায় সর্বস্বান্ত হয়ে যান কামরান ৷ ‘অ্যায়সা ভি হোথা হ্যায়’ ছবিতে বিনিয়োগ করে তিনি কার্যত কপর্দকশূন্য হয়ে পড়েন ৷ সংসারে অশান্তি চরমে ওঠায় ছেলেমেয়ের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান মেনকা ৷ আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরে ঘুরে তাঁদের দিন কাটত ৷ অথচ সুসময়ে তাঁরাই ছিলেন আত্মীয় পরিজনদের প্রতি দরাজহস্ত ৷
advertisement
ফরহার মাসি হানি ইরানি ছিলেন জাভেদ আখতারের প্রথম স্ত্রী ৷ দাম্পত্যের সূত্রপাতে কামরানের একটি ফ্ল্যাটেই কাটিয়েছিলেন জাভেদ-হানি ৷ কিন্তু পরিবর্তিত সময়ে কামরানের পরিবারই হয়ে পড়ে ঠাঁইনাড়া ৷ ব্যর্থ প্রযোজক কামরান মারা যান লিভারের অসুখে ৷
এর পর নিজের চেষ্টায় জীবনে প্রতিষ্ঠিত হন ফরাহ ও সাজিদ ৷ মা মেনকার লড়াকু মানসিকতা ছিল তাঁদের সংগ্রামের মূলধন ৷ সত্তরোর্ধ্ব মেনকা আজও প্রাণশক্তিতে ভরপুর ৷ তাঁর জন্মদিনে সে কথাই সকলকে মনে করিয়ে দিলেন ফরহা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2021 7:24 PM IST