Farha Khan: রান্নার বাইরে রাঁধুনিকে দিয়ে extra কাজ করাচ্ছেন বলিউড পরিচালক, বেশি বেতন চাইতেই যা ঘটল ক্যামেরার সামনে! দেখুন

Last Updated:

ফারাহ খানের রাঁধুনি দিলীপ বেশ বিখ্যাত হয়ে উঠেছেন। দিলীপের সঙ্গে নিয়মিত vlog-এ দেখা যায় ফারহার সঙ্গে। দিলীপকে আবারও ফারাহের সর্বশেষ vlog-এ দেখা গেছে।

News18
News18
মুম্বই :ফারাহ খানের রাঁধুনি দিলীপ বেশ বিখ্যাত হয়ে উঠেছেন। দিলীপের সঙ্গে নিয়মিত vlog-এ দেখা যায় ফারহার সঙ্গে। দিলীপকে আবারও ফারাহের সর্বশেষ vlog-এ দেখা গেছে। এবার, কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান, সানি সিংকে শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার শুটিংটি অভিনেতার বাড়িতে বা ফারাহ খানের বাড়িতে নয় বরং শেফ বিকাশ খান্নার স্টুডিও রান্নাঘরে শ্যুটিং হয়েছিল৷
vlog-টি শুরু হয় দিলীপের রান্নাঘরের এয়ার কন্ডিশনার ঠিক করতে দেরি করার জন্য ফারাহ খানের সমালোচনা দিয়ে। অনেক টাকা খরচ করে রান্নাঘর তৈরি হচ্ছে। ফলে সেখানে শ্যুটিং হওয়া সম্ভব নয়৷ এই অবস্থায় সানি সিংকে কীভাবে বাড়ি ডাকবেন, তাই ফারাহ একটি স্টুডিও রান্নাঘর বুক করার সিদ্ধান্ত নেন। অভিনেতা যখন স্টুডিওর রান্নাঘরে পৌঁছান, তখন উত্তেজিত দিলীপ জিজ্ঞাসা করেন! এই স্টুডিও কিচেনটি শেফ বিকাশ খান্নার৷ যিনি বিশ্বখ্যাত রাঁধুনি৷ তাঁর স্টুডিও কিচেনে শ্যুটিং করেন ফারহা খান৷
advertisement
অভিনেতা সানি সিং গ্যাস দেখে ভয় পান, ফলে তিনি ব্যক্তিগত জীবনে কখনই নিজে হাতে রান্না করেননি৷ ফারহা খানের শোতে তিনি প্রথমবার রান্না করেন৷ তিনি খাঁটি নিরামিষভোজী, যা ফলে তিনি বেশিরভাগ সময় পনির খান৷ ফলে এই শোতেও পনির ও লস্যিই তৈরি করা হয়৷
advertisement
advertisement
এরপর তিনজন লস্যি এবং পনির ভুরজি তৈরি করে, যার প্রশংসা ফারাহ করে। শ্যুটিং শেষে, সানি দিলীপকে পঞ্জাবি শেখায়। তিনি তাঁকে পঞ্জাবিতে বেতন চাওয়ার পদ্ধতি বলেন।
advertisement
দিলীপ তখন তার বেতন বৃদ্ধির দাবি করেন, যা সানি সিংকে তার বেতন জানতে আগ্রহী করে তোলে। ফারাহ বলে, ‘যদি আমি তোমাকে বলি তার বেতন কত, তাহলে রোহিত (সানির রাঁধুনি) তোমাকে ছেড়ে আমার কাছে আসবে।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farha Khan: রান্নার বাইরে রাঁধুনিকে দিয়ে extra কাজ করাচ্ছেন বলিউড পরিচালক, বেশি বেতন চাইতেই যা ঘটল ক্যামেরার সামনে! দেখুন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement