Alia Ranbir Wedding Family Photo: আলিয়া-রণবীরের বিয়ের পারিবারিক ছবিতে ঋষি কাপুর! ছবি দেখে নীতু-ঋদ্ধিমা বললেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গোটা কাপুর ও ভাট পরিবার একত্রিত হয়ে দারুণ অনুষ্ঠান করলেন বিয়ে উপলক্ষে। (Alia Ranbir Wedding Family Photo)
#মুম্বই: ঋষি কাপুর চেয়েছিলেন একমাত্র ছেলে রণবীর কাপুরের বিয়ে ধুমধাম করেই হোক। পাত্রী হিসেবে আলিয়াকেও খুবই পছন্দ ছিল প্রয়াত অভিনেতার। তবে ২০২০ সালের ৩০ এপ্রিল সব শেষ হয়ে যায়। ক্যান্সারে আক্রান্ত অভিনেতা চিরকালের জন্য বিদায় নেন। সম্প্রতি রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হল আলিয়ার সঙ্গে। গোটা কাপুর ও ভাট পরিবার একত্রিত হয়ে দারুণ অনুষ্ঠান করলেন বিয়ে উপলক্ষে। (Alia Ranbir Wedding Family Photo)
আলিয়া ও রণবীরের বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আলিয়া ও পরিবারের অন্যরা একাধিক ছবি শেয়ার করেছেন বিয়ে-মেহেন্দি-পার্টির। তারই মধ্যে ঋষি কাপুেরর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি বিয়েতে পারিবারিক একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানে রয়েছে নবদম্পতি ও তাঁদের চারিদিকে ঋদ্ধিমা, নীতু, ভরত সাহানি। রণবীরের পাশে সোনি রাজদান ও উপরে দাঁড়িয়ে মহেশ ও শাহিন ভাট। ছবিটি শেয়ার করে ঋদ্ধিমা লিখেছিলেন, 'পরিবার, বাবাকে খুব মিস করছি।'
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে সবচেয়ে দামি উপকার দিলেন কে! দীপিকা-ক্যাটরিনা কী পাঠালেন জানেন?
এই ছবিটিই রণবীর ও আলিয়ার এক ভক্ত ফটোশপ করেছেন। পারিবারিক অ্যালবামে অনুপস্থিত ঋষি কাপুরকে ফটোশপ করে সেই ছবিতে নিয়ে এসেছেন তিনি। এই গোটা বিষয়টির ভিডিও শেয়ার করেছে রণবীর-আলিয়ার ওই ফ্যানপেজ। সেই ভিডিও দেখে আবেগঘন নীতু কাপুর প্রশংসা করেছেন ও মেয়ে ঋদ্ধিমা সাহানি নিজের ইনস্টাগ্রামে তা শেয়ার করেছেন। ঋদ্ধিমা লিখেছেন, 'খুব ভালো লেগেছে এই এডিটটা। ধন্যবাদ শেয়ার করার জন্য'।
advertisement

রণবীর-আলিয়ার বিয়েতে ঋষি কাপুরকে কতটা মিস করেছেন তাঁরা তা আর বলার অপেক্ষা রাখে না। মেহেন্দি অনুষ্ঠানের ছবিতে রণবীরও বাবার ছবি হাতে নাচ করছিলেন দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ছবি। বিয়ের পর শনিবার রাতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের পরের গ্র্যান্ড পার্টি হয়ে গেল। নবদম্পতির বাস্তু অ্যাপার্টমেন্টেই কাছের মানুষদের সঙ্গে চুটিয়ে পার্টি করলেন রণবীর-আলিয়া। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের তারকারা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2022 9:29 PM IST