Ranbir Kapoor Alia Bhatt Gifts: রণবীর-আলিয়ার বিয়েতে সবচেয়ে দামি উপহার দিলেন কে! দীপিকা-ক্যাটরিনা কী পাঠালেন জানেন?

Last Updated:
সবচেয়ে দামি কী পেলেন রণবীর-আলিয়া? (Ranbir Kapoor Alia Bhatt Gifts)
1/12
গত ১৪ এপ্রিল একেবারেই ঘনিষ্ঠমহলে নিজেদের দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে চারহাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বলিউডের জনপ্রিয় এই নবদম্পতিকে কে কী উপহার দিলেন জানেন? সবচেয়ে দামী কী পেলেন রণবীর-আলিয়া? (Ranbir Kapoor Alia Bhatt Gifts) দেখুন... (বলিউডের বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর। নিউজ ১৮ বাংলা এর সত্যতা যাচাই করেনি।)
গত ১৪ এপ্রিল একেবারেই ঘনিষ্ঠমহলে নিজেদের দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে চারহাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বলিউডের জনপ্রিয় এই নবদম্পতিকে কে কী উপহার দিলেন জানেন? সবচেয়ে দামী কী পেলেন রণবীর-আলিয়া? (Ranbir Kapoor Alia Bhatt Gifts) দেখুন... (বলিউডের বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর। নিউজ ১৮ বাংলা এর সত্যতা যাচাই করেনি।)
advertisement
2/12
দীপিকা পাড়ুকোন নবদম্পতিকে একটি দামী ব্র্যান্ড শোপার্ডের ঘড়ি উপহার দিয়েছেন। এর দাম প্রায় ১৫ লক্ষ টাকা।
দীপিকা পাড়ুকোন নবদম্পতিকে একটি দামী ব্র্যান্ড শোপার্ডের ঘড়ি উপহার দিয়েছেন। এর দাম প্রায় ১৫ লক্ষ টাকা।
advertisement
3/12
রণবীর সিং উপহার রণবীর কাপুরকে উপহার দিয়েছেন কাওয়াসাকি নিনজা এইচটু আর মোটরবাইক। দাম ৭৮ লক্ষ টাকা।
রণবীর সিং উপহার রণবীর কাপুরকে উপহার দিয়েছেন কাওয়াসাকি নিনজা এইচটু আর মোটরবাইক। দাম ৭৮ লক্ষ টাকা।
advertisement
4/12
ক্যাটরিনা আলিয়াকে একটি প্ল্যাটিনামের নেকলেস দিয়েছেন, যার দাম প্রায় ১৫ লক্ষ টাকা।
ক্যাটরিনা আলিয়াকে একটি প্ল্যাটিনামের নেকলেস দিয়েছেন, যার দাম প্রায় ১৫ লক্ষ টাকা।
advertisement
5/12
প্রিয়াঙ্কা চোপড়াও আলিয়াকে হিরের নেকলেস দিয়েছেন ৯ লক্ষ টাকা দামের।
প্রিয়াঙ্কা চোপড়াও আলিয়াকে হিরের নেকলেস দিয়েছেন ৯ লক্ষ টাকা দামের।
advertisement
6/12
বরুণ ধাওয়ান আলিয়াকে একটি গুচির জুতো উপহার দিয়েছেন, যার দাম ৪ লক্ষ টাকা।
বরুণ ধাওয়ান আলিয়াকে একটি গুচির জুতো উপহার দিয়েছেন, যার দাম ৪ লক্ষ টাকা।
advertisement
7/12
সিদ্ধার্থ মালহোত্রা ভারসাচের একটি হ্যান্ডব্যাগ দিয়েছেন আলিয়াকে, দাম ৩ লক্ষ টাকা।
সিদ্ধার্থ মালহোত্রা ভারসাচের একটি হ্যান্ডব্যাগ দিয়েছেন আলিয়াকে, দাম ৩ লক্ষ টাকা।
advertisement
8/12
পরিচালক অয়ন মুখোপাধ্যায় রণবীর ও আলিয়াকে অডি কিউ এইট মডেলের একটি গাড়ি উপহার দিয়েছেন, দাম ১.৩ কোটি টাকা।
পরিচালক অয়ন মুখোপাধ্যায় রণবীর ও আলিয়াকে অডি কিউ এইট মডেলের একটি গাড়ি উপহার দিয়েছেন, দাম ১.৩ কোটি টাকা।
advertisement
9/12
অনুষ্কা শর্মা মণীশ মালহোত্রার একটি ড্রেস দিয়েছেন আলিয়াকে, যার দাম ১.৬ লক্ষ টাকা।
অনুষ্কা শর্মা মণীশ মালহোত্রার একটি ড্রেস দিয়েছেন আলিয়াকে, যার দাম ১.৬ লক্ষ টাকা।
advertisement
10/12
নীতু কাপুর ছেলে-বউমাকে একটি ৬ বিএইচকে ফ্ল্যাট উপহার দিয়েছেন ২৬ কোটি টাকা দিয়ে।
নীতু কাপুর ছেলে-বউমাকে একটি ৬ বিএইচকে ফ্ল্যাট উপহার দিয়েছেন ২৬ কোটি টাকা দিয়ে।
advertisement
11/12
করিনা কাপুর খান আলিয়াকে একটি হিরের নেকলেস দিয়েছেন ৩.১ লক্ষ টাকা দিয়ে।
করিনা কাপুর খান আলিয়াকে একটি হিরের নেকলেস দিয়েছেন ৩.১ লক্ষ টাকা দিয়ে।
advertisement
12/12
অর্জুন কাপুর রণবীরকে দিয়েছেন গুচির জিপার জ্যাকেট, দাম ১.৫ লক্ষ টাকা।
অর্জুন কাপুর রণবীরকে দিয়েছেন গুচির জিপার জ্যাকেট, দাম ১.৫ লক্ষ টাকা।
advertisement
advertisement
advertisement