Fact Check: ‘হাকলা শাহরুখ খান মিম’ পোস্ট করলেই লাখ লাখ টাকা জরিমানা, হতে পারে জেলও, ভুল করার আগে জানুন আসল সত্যিটা

Last Updated:

Fact Check: এমনই একটি ট্রেন্ড হল - ‘হাকলা শাহরুখ খান মিম’। তাহলে জেনে নেওয়া যাক, এই মিমটি আসলে কী। আর কেনই বা অনলাইনে এই নিয়ে এত্ত হইচই! 

News18
News18
হামেশাই নতুন নতুন মিম এবং ট্রেন্ড আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে বেশিরভাগই অবশ্য মজাদার এবং বিনোদনমূলক। আবার কিছু কিছু মিম তো সীমা অতিক্রম করে যায়। যা প্রবল বিতর্কের জন্ম দেয়। এমনই একটি ট্রেন্ড হল – ‘হাকলা শাহরুখ খান মিম’। তাহলে জেনে নেওয়া যাক, এই মিমটি আসলে কী। আর কেনই বা অনলাইনে এই নিয়ে এত্ত হইচই!
আসলে এই মিমের সূত্রপাত হয়েছে শাহরুখ খানের সেই কিংবদন্তি তোতলামির সংলাপ ‘K‑K‑K‑Kiran’-এর একটি প্যারোডি থেকে। আর তাতে ব্যবহার করা হয়েছে ‘হাকলা’ শব্দটি। আসলে তোতলার হিন্দি শব্দই হল ‘হাকলা’। এই মিমটির সঙ্গে ব্যবহার করা হচ্ছে সুপারস্টার শাহরুখ খানের একটি মজাদার ছবি বা GIF। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার একটি অতিরঞ্জিত হেয়ারস্টাইল। অনেকটা মো-হক বা পিগটেলের মতো। যা এক অস্বস্তিকর দ্বিধা অথবা কথা বলার ধরনকে তুলে ধরে।
advertisement
আরও পড়ুন-অকালে সব শেষ…! ৪২ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, কাঁদছে ফিল্ম ইন্ডাস্ট্রি
যদিও প্রায় এক দশকেরও বেশি পুরনো এই মিম। তবে সম্প্রতি এটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ Instagram, X (পূর্বে Twitter) এবং YouTube Shorts-এর মতো একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সংক্রান্ত রিল এবং GIF ছড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
‘হাকলা মিম’ বিতর্ক:
সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, বিভিন্ন প্ল্য়াটফর্মকে এই মিম সরিয়ে দেওয়ার বিষয়ে নোটিসও পাঠিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের টিম। এদিকে ইন্ডিয়া টাইমস-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বুলিং পলিসি সংক্রান্ত উদ্বেগের মাঝেই Instagram ইতিমধ্যে কমেন্ট স্টিকার থেকে এই GIF রিমুভ করে দিয়েছে।
advertisement
GIF ব্যবহারের জন্য ধার্য জরিমানার পরিমাণ:
কিছু কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, এই সংক্রান্ত মিম বা GIF পোস্ট করার জন্য নেটিজেনদের ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ২ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে।
ফ্যাক্ট চেক:
হাকলা মিম বা GIF পোস্ট করার ফলে যে জরিমানার মুখে পড়তে হবে, সেই বিষয়ে কিছু প্রতিবেদনে ছড়িয়ে পড়েছিল। অথচ কিছু রিপোর্ট এবং আইন বলে যে, এই দাবি একেবারেই সত্য নয়। ভারতীয় সাইবার আইনে এমন কোনও নির্দিষ্ট ভাবে কিছু বলা নেই যে, হাকলা GIF পোস্ট করলেই ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ২ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। তবে অ্যান্টি-বুলিং পলিসির আওতায় এই ধরনের কন্টেন্ট রিমুভ করে দিতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। বর্তমানে কোনও সরকারি নিয়ন্ত্রণে এই ধরনের জরিমানা কার্যকর করা হয় না।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Fact Check: ‘হাকলা শাহরুখ খান মিম’ পোস্ট করলেই লাখ লাখ টাকা জরিমানা, হতে পারে জেলও, ভুল করার আগে জানুন আসল সত্যিটা
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement