Rajinikanth: হাসপাতালে ‘থালাইভা’ রজনীকান্ত, স্ত্রী লতা বলছেন উদ্বেগের কারণ নেই- 'অল ইজ ওয়েল'

Last Updated:

Rajinikanth Health Update: জানা গিয়েছে যে সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪-এর রাতে রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে রজনীকান্ত
হাসপাতালে রজনীকান্ত
চেন্নাই: আর কয়েক দিন মাত্র বাকি। ১০ অক্টোবর, ২০২৪-এ মুক্তি পেতে চলেছে নায়কের নতুন ছবি। টি জে জ্ঞানভেলের বেত্তাইয়ান। সেই ছবির অডিও রিলিজে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সকলকে মন্ত্রমুগ্ধ করেছেন ৭৩ বছরের এই মহাতারকা। পা মিলিয়েছেন গানের তালেও। তার পরেই রাতারাতি তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে সঙ্গত কারণেই চিন্তিত গোটা দেশ।
জানা গিয়েছে যে সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪-এর রাতে রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পেটে ব্যথা শুরু হওয়ার পরে পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তবে, আশঙ্কার যে কোনও কারণ নেই, সে কথা স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে। জানিয়েছেন খোদ নায়কের স্ত্রী। CNN-News18 যখন তারকার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেয়, লতা রজনীকান্ত আশ্বাস দিয়ে বলেছেন- ‘অল ইজ ওয়েল’।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
কথা আছে, আজ মঙ্গলবার, ১ অক্টোবর নায়কের স্বাস্থ্যের খুঁটিয়ে পরীক্ষা করবেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে, এই দিন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের অধীনে কার্ডিয়াক ক্যাথ ল্যাবে তাঁর পরীক্ষা করা হবে।
advertisement
ব্যক্তি যখন তালাইভা, তখন তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা যে বয়ে যাবে, সেটা প্রত্যাশিত। কার্যত তা হয়েছেও। জনৈক ভক্ত নায়কের দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। আরেকজন লিখেছেন, ভক্তদের শুভকামনা সব সময়ে তাঁর সঙ্গে আছে, অপরিমিত জীবনীশক্তি এবং প্রাণপ্রাচুর্যে এই সঙ্কটও ঠিক কাটিয়ে উঠবেন থালাইভা।
কথাটা মিথ্যা নয়। এই বয়সেও একের পর এক ছবির কাজ এবং সমাজসেবা নিয়ে নিত্য ব্যস্ত থাকেন রজনীকান্ত। সম্প্রতি নায়ক অভিনীত জেলার আইফা উৎসবম ২০২৪-এ পেয়েছে শ্রেষ্ঠ ছবির সম্মান। এবার পালা বেত্তাইয়ান-এর। দক্ষিণী ভাষায় যার অর্থ শিকারি। সার্থক নামকরণ, সন্দেহ নেই। ৭৩ বছর বয়সেও যে নায়ক যুবাদের চেয়েও সক্রিয়, যে ছবি তাঁর কেরিয়ারের ১৭০ নম্বরের মাইলফলক প্রতিষ্ঠা করতে চলেছে, তার এ হেন নামই তো মানায়!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajinikanth: হাসপাতালে ‘থালাইভা’ রজনীকান্ত, স্ত্রী লতা বলছেন উদ্বেগের কারণ নেই- 'অল ইজ ওয়েল'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement