Manu Bhaker in Durga Puja: শ্রীভূমির পুজোয় মনু ভাকের, দুর্গা পুজোয় শহরে আসছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শ্যুটার
- Reported by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
দুর্গাপুজোয় কলকাতায় আসছেন মনু ভাকের। বাঙালির প্রিয় উৎসবের শুরুতেই প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরিকারী শ্যুটার মনু ভাকের শহরে পা রাখছেন একদিনের সফরে।
ঈরণ রায় বর্মন, কলকাতা: দুর্গাপুজোয় কলকাতায় আসছেন মনু ভাকের। বাঙালির প্রিয় উৎসবের শুরুতেই প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরিকারী শ্যুটার মনু ভাকের শহরে পা রাখছেন একদিনের সফরে।
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয় করেন মনু ভাকের। স্বাধীনতার পর একই অলিম্পিক গেমস থেকে জোড়া পদকজয়ী মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে আগুনে পারফর্ম করে শ্যুটার মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে। সেই মনু ভাকের দুর্গা পুজো দেখতে শহরে।
advertisement
advertisement
দমকলমন্ত্রী সুজিত বসুর বিখ্যাত পুজো শ্রীভূমিতে উপস্থিত হবেন তিনি। ৫ ই অক্টোবর শনিবার দুপুরে কলকাতায় আসবেন মনু। বিমানবন্দর থেকে সরাসরি শ্রীভূমির পুজোয় উপস্থিত হবেন তিনি। দুর্গাদর্শন করার পাশাপাশি শ্রীভূমির মহিলা ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উৎসাহ দেবেন ফুটবলারদের। তারপর বাইপাসের ধারে তাহাদের কথা নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
advertisement

স্পনসরদের নিয়ে এই অনুষ্ঠানের উদ্যোক্তা ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। অনুষ্ঠান প্রসঙ্গে শতদ্রু দত্ত জানান, এবারের তাহাদের কথা অনুষ্ঠানে নারী ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা সমস্ত বাধা-বিপত্তি প্রতিবন্ধকতাকে দূর করে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করছেন তাদেরকে সংবর্ধনা দেবেন মনু।ম
advertisement
শতদ্রু দত্তের উদ্যোগেই শহরে আসছেন মনু। এই অনুষ্ঠানের পর বারুইপুরের পদ্মপুকুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো মণ্ডপে উপস্থিত হবেন অলিম্পিয়ান। রাতেই কলকাতা ছাড়বেন অলিম্পিয়ান মনু ভাকের। অতীতে শতদ্রু দত্তের উদ্যোগে অলিম্পিকে সোনা জয়ী নীরাজ চোপড়া তাহাদের কথা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় ফুটবল সম্রাট পেলে, মারাদোনা, ভালদেরামা, রোনাল্ডিনহো, মেসির সতীর্থ বিশ্বকাপ বিজয়ী গোলরক্ষক মার্টিনেজকে কলকাতায় নিয়ে এসে চমক দিয়েছিলেন তিনি। এবার শহরে উপস্থিত থাকবেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সের পর প্রথম কোনও পদকজয়ী কলকাতায় আসছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 01, 2024 9:25 AM IST








