বক্স অফিসে ধরাশায়ী ১০০ কোটির এই ছবি, অথচ ওটিটি-তে আসতেই ম্যাজিক, ট্রেন্ডিংয়ে এক নম্বরে লেখাল নাম
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
গত অগাস্টে মুক্তি পেয়েছিল এই ছবিটি। অজয় দেবগন, টাবু, জিম্মি শেরগিল এবং সাই মঞ্জরেকরের মতো তারকা থাকা সত্ত্বেও ছবিটি এক সপ্তাহও ঠিক করে চলেনি। এমনকী ছবিটির বাজেট সংগ্রহ করতে রীতিমতো কালঘাম ছুটি গিয়েছে নির্মাতাদের।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, ছবিটি তৈরির জন্য খরচ হয়েছিল ১০০ কোটি টাকা। কিন্তু এটি আয় করেছে মাত্র ১২.৯১ কোটি টাকা। ফলে মুষড়ে পড়েছিলেন নির্মাতারা। কিন্তু ওটিটি-তে মুক্তির পরে অবশ্য হাসি ফুটেছে তাঁদের মুখে। গত ২৭ সেপ্টেম্বর থেকে Prime Video-তে স্ট্রিমিং শুরু হয়েছে ‘অওরোঁ মেঁ কাহাঁ দম থা’ ছবির। আগে যা ভাড়ায় পাওয়া যাচ্ছিল।
advertisement
advertisement
পরিচালক নীরজ পাণ্ডে এই ছবিটি পরিচালনা করেছেন। প্রায় ১৬ বছর আগেই ‘অওরোঁ মেঁ কাহাঁ দম থা’ তৈরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় প্রযোজক পাননি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নীরজ বলেছিলেন যে, ১৬ বছর আগে আমি যে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম, সেটা ছিল একটি প্রেমের কাহিনি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোনও প্রযোজকই আমার পাশে দাঁড়াননি। কিন্তু আমি আজ আনন্দিত যে, ১৬ বছর পরে অবশেষে আমি একটা লাভ স্টোরি ফিল্ম বানাতে পারলাম।
advertisement