আমার কাছে তো সন্তান রয়েছে, শাকিব কিন্তু একা, কটাক্ষ অপুর
Last Updated:
#কলকাতা: নচিকেতা চক্রবর্তীর গল্প নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সুবীর মন্ডল ৷ ছবির নাম ‘শর্টকাট’৷ ছবিতে অভিনয় করছেন ঢালিউডের তাবড় অভিনেত্রী অপু বিশ্বাস ৷ গত কয়েকদিন ধরে নিউ টাউনে অভিনয় করছেন তিনি ৷ কলকাতার চড়া গরমে শ্যুটিংয়ের কড়া শিডিউল ৷ তার মাঝেই ফোনে যোগাযোগ করা হল অভিনেত্রীর সঙ্গে ৷ প্রথম ফোনালাপেই মনে হল যেন কতদিনের পরিচয় ৷ অভিনয় থেকে শাকিব খানের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ সব নিয়ে সহজ-সরল ভাষায় সোজা-সাপটা উত্তর দিয়ে গেলেন অপু বিশ্বাস ৷ জমল আড্ডা ৷
কলকাতায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
এখন বড্ড গরম ৷ (হাসি...) গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে শ্যুটিং করতে হচ্ছে ৷ তবে সহঅভিনেতারা ভীষণ পেশাদার ৷ তাঁদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোনওরকম অসুবিধে তো হচ্ছেই না ৷ বরং প্রাপ্তি ঘটছে অনেক ৷
advertisement
advertisement
এগারো বছর হয়ে গেল অভিনয় জীবনের ৷ একের পর এক বাংলাদেশের বিভিন্ন ছবিতে অভিনয় করে চলেছেন ৷ তবে কলকাতার ছবিতে অভিনয় করতে বড্ড দেরি হয়ে গেল বলে মনে হয় না ?
অনেক ছবিতে অভিনয় করার অফার এসেছিল ৷ কিন্তু করা হয়ে ওঠেনি ৷ কারণ ঢাকায় একটার পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম ৷ এখনও পর্যন্ত ৯৬টা ছবিতে অভিনয় করেছি ৷ আর অপু-শাকিব জুটি তো বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে ৷
advertisement
শাকিব তো আপনার জীবনের অতীত...
আমরা দু’জনেই প্রচন্ড প্রফেশনাল ৷ ব্যক্তি জীবন আর কর্মজীবন আমরা দু’জনেই আলাদা রাখতে পছন্দ করি ৷ দুটো গুলিয়ে ফেলাটা বোকামো ৷
এই ইদেই তো শাকিব-অপু জুটির ‘পাঙ্কু জামাই’মুক্তি পেতে চলেছে...
হ্যাঁ ৷ এই ছবি তৈরির মাঝখানেই আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল ৷ তবে, ব্যক্তিগত সমস্যা যাই থাকুক না কেন, ছবি কমপ্লিট হওয়া নিয়ে কোনও সমস্যা হয়নি ৷ কারণ আমরা দু’জনেই পেশাদার অভিনেতা ৷
advertisement
তবে কি এই জুটিকে আবার রুপোলি পর্দায় দেখতে পাবে দর্শক ?
সেটা এই মুহূর্তে বলা যাবে না ৷
advertisement
এই মুহূর্তে আপনি-শাকিব দু’জনেই কলকাতায় ৷ দেখা হয়েছে?
না হয়নি ৷ দু’জনেই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ৷
আপনার ১৮ মাসের ছেলে আব্রামকে সঙ্গে এনেছেন ?
না কলকাতায় বেশ গরম ৷ ও সহ্য করতে পারবে না ৷ তাই ওকে মায়ের কাছেই রেখে এসেছি ৷ ওখানে ওকে দেখাশোনা করার জন্য অনেকে রয়েছেন ৷
advertisement
কিছুদিন আগে জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে গিয়েছে ৷ মিস করেন সেই মানুষটা?
জীবন যখন আছে ৷ তখন জীবনে নানারকম অভিজ্ঞতা তো থাকবেই ৷ ভাল-খারাপ, সব নিয়েই একটা মানুষের জীবন ৷ জীবন তো আর থেমে থাকে না ৷ চলতেই থাকে ৷ মিস করি কিনা জানি না ৷ তবে একটা কথা বলতে পারি ৷ আমার কাছে সন্তান আছে ৷ আর সে কিন্তু একা ৷ এবার তুমিই বুঝে নাও ৷
advertisement
#abrahamkhanjoy #mylifeline #mummasboy A post shared by Apu biswas (@apu_biswass) on
আপনারা এতদিন আপনাদের সম্পর্কটা গোপন রেখেছিলেন কেন?
আসলে কাজের ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কোনওভাবে প্রভাব ফেলুক তা চাইনি আমরা দু’জনেই ৷ সেই কারণেই সন্তানের ব্যাপরাটাও ছিল গোপন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2018 4:22 PM IST