আমার কাছে তো সন্তান রয়েছে, শাকিব কিন্তু একা, কটাক্ষ অপুর

Last Updated:
#কলকাতা: নচিকেতা চক্রবর্তীর গল্প নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সুবীর মন্ডল ৷ ছবির নাম ‘শর্টকাট’৷ ছবিতে অভিনয় করছেন ঢালিউডের তাবড় অভিনেত্রী অপু বিশ্বাস ৷ গত কয়েকদিন ধরে নিউ টাউনে অভিনয় করছেন তিনি ৷ কলকাতার চড়া গরমে শ্যুটিংয়ের কড়া শিডিউল ৷ তার মাঝেই ফোনে যোগাযোগ করা হল অভিনেত্রীর সঙ্গে ৷ প্রথম ফোনালাপেই মনে হল যেন কতদিনের পরিচয় ৷ অভিনয় থেকে শাকিব খানের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ সব নিয়ে সহজ-সরল ভাষায় সোজা-সাপটা উত্তর দিয়ে গেলেন অপু বিশ্বাস ৷ জমল আড্ডা ৷
কলকাতায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
এখন বড্ড গরম ৷ (হাসি...) গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে শ্যুটিং করতে হচ্ছে ৷ তবে সহঅভিনেতারা ভীষণ পেশাদার ৷ তাঁদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোনওরকম অসুবিধে তো হচ্ছেই না ৷ বরং প্রাপ্তি ঘটছে অনেক ৷
3.1
advertisement
advertisement
এগারো বছর হয়ে গেল অভিনয় জীবনের ৷ একের পর এক বাংলাদেশের বিভিন্ন ছবিতে অভিনয় করে চলেছেন ৷ তবে কলকাতার ছবিতে অভিনয় করতে বড্ড দেরি হয়ে গেল বলে মনে হয় না ?
অনেক ছবিতে অভিনয় করার অফার এসেছিল ৷ কিন্তু করা হয়ে ওঠেনি ৷ কারণ ঢাকায় একটার পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম ৷ এখনও পর্যন্ত ৯৬টা ছবিতে অভিনয় করেছি ৷ আর অপু-শাকিব জুটি তো বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে ৷
advertisement
শাকিব তো আপনার জীবনের অতীত...
আমরা দু’জনেই প্রচন্ড প্রফেশনাল ৷ ব্যক্তি জীবন আর কর্মজীবন আমরা দু’জনেই আলাদা রাখতে পছন্দ করি ৷ দুটো গুলিয়ে ফেলাটা বোকামো ৷
3.2
এই ইদেই তো শাকিব-অপু জুটির ‘পাঙ্কু জামাই’মুক্তি পেতে চলেছে...
হ্যাঁ ৷ এই ছবি তৈরির মাঝখানেই আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল ৷ তবে, ব্যক্তিগত সমস্যা যাই থাকুক না কেন, ছবি কমপ্লিট হওয়া নিয়ে কোনও সমস্যা হয়নি ৷ কারণ আমরা দু’জনেই পেশাদার অভিনেতা ৷
advertisement
তবে কি এই জুটিকে আবার রুপোলি পর্দায় দেখতে পাবে দর্শক ?
সেটা এই মুহূর্তে বলা যাবে না ৷

#mypeace

A post shared by Apu biswas (@apu_biswass) on

advertisement
এই মুহূর্তে আপনি-শাকিব দু’জনেই কলকাতায় ৷ দেখা হয়েছে?
না হয়নি ৷ দু’জনেই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ৷
আপনার ১৮ মাসের ছেলে আব্রামকে সঙ্গে এনেছেন ?
না কলকাতায় বেশ গরম ৷ ও সহ্য করতে পারবে না ৷ তাই ওকে মায়ের কাছেই রেখে এসেছি ৷ ওখানে ওকে দেখাশোনা করার জন্য অনেকে রয়েছেন ৷
advertisement
কিছুদিন আগে জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে গিয়েছে ৷ মিস করেন সেই মানুষটা?
জীবন যখন আছে ৷ তখন জীবনে নানারকম অভিজ্ঞতা তো থাকবেই ৷ ভাল-খারাপ, সব নিয়েই একটা মানুষের জীবন ৷ জীবন তো আর থেমে থাকে না ৷ চলতেই থাকে ৷ মিস করি কিনা জানি না ৷ তবে একটা কথা বলতে পারি ৷ আমার কাছে সন্তান আছে ৷ আর সে কিন্তু একা ৷ এবার তুমিই বুঝে নাও ৷
advertisement
#abrahamkhanjoy #mylifeline #mummasboy A post shared by Apu biswas (@apu_biswass) on
আপনারা এতদিন আপনাদের সম্পর্কটা গোপন রেখেছিলেন কেন?
আসলে কাজের ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কোনওভাবে প্রভাব ফেলুক তা চাইনি আমরা দু’জনেই ৷ সেই কারণেই সন্তানের ব্যাপরাটাও ছিল গোপন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার কাছে তো সন্তান রয়েছে, শাকিব কিন্তু একা, কটাক্ষ অপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement